ধূমকেতু: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Jit.cuet (আলোচনা | অবদান)
Jit.cuet (আলোচনা | অবদান)
সম্পাদনা সারাংশ নেই
৬ নং লাইন:
ধুমকেতু উল্কা বা [[asteroid|গ্রহাণু]] থেকে পৃথক কারণ এর কমা ও লেজের উপস্থিতি। কিছু বিরল ধূমকেতু সূর্যের খুব নিকট দিয়ে বারবার পরিভ্রমণ করার কারণে উদ্বায়ী বরফ ও ধূলা হারিয়ে ছোট গ্রহাণুর মত বস্তুতে পরিণত হয়।
 
মার্চএপ্রিল ২০১৩২০১৫ এর পর্যবেক্ষণ অনুযায়ী ৪৭৫৭৫৩৮৪ টি ধূমকেতু আমাদের<ref>{{cite জানাweb যার|last=Johnston ৫৭৩|first=Robert টি|title=Known স্বল্পকালীনpopulations of ১৫০০solar টিsystem [[ক্রেজobjects সানগ্রেজার|Kreutzurl=http://www.johnstonsarchive.net/astro/sslist.html Sungrazers]]|date=30 May 2015 |accessdate=19 January 2015}}</ref>আমাদের জানা ধূমকেতু। এ সংখ্যা ক্রমবর্ধমান কারণ মোট ধূমকেতুর (যা ধারণা করা হয় শত কোটি) একটি নগণ্য অংশ। খালি চোখে দেখা যাওয়া উজ্জ্বল ধূমকেতুকে বৃহৎ ধূমকেতু বলা হয়।
 
কিছু ধুমকেতু নির্দিষ্ট সময় পরপর একই স্থানে ফিরে আসে। যেমন [[হ্যালীর ধুমকেতু]]। ISON ধূমকেতুকে বলা হচ্ছে শতাব্দীর ধূমকেতু কারণ সূর্যের সাথে সংঘর্ষ থেকে এটি বাঁচতে পারলে ৩ ডিসেম্বর, ২০১৩ থেকে সুদৃশ্য লেজসহ সপ্তাহব্যাপী দেখতে পারার কথা।
[[চিত্র:Donati.jpg|right|thumb|১৮৫৮ সালের এই ধূমকেতুটির নাম Donati । এই চিত্রটি ১৮৮৮ সালে প্রকাশিত Edmund.Weissএর Bilderatlas der Sternenwelt বইটি থেকে নেয়া হয়েছে। ছবিটি Weiss নিজেই এঁকেছেন। ধূমকেতুর ডানদিকে সপ্তর্ষি ও ধূমকেতুর মাথায় স্বাতী (আর্কটুরাস) তারাটি দেখা যাচ্ছে।]]
 
১৬ ⟶ ১৭ নং লাইন:
=== নিউক্লিয়াস ===
 
এটি চওড়ায় ১০০ মিটার থেকে ৪০ কি.মি. পর্যন্ত হতে পারে। নিউক্লিয়াই’টি পাথর, ধূলা, জলীয় বরফ, বরফায়িত গ্যাস – কার্বন মনোক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, মিথেন, অ্যামোনিয়া<ref>{{cite journal |bibcode=1998A&A...330..375G |title=Making a comet nucleus |author1=Greenberg |first1=J. Mayo |volume=330 |date=1998 |pages=375 |journal=Astronomy and Astrophysics}}</ref> দিয়ে গঠিত। এর সারফেস বা তলদেশ শুষ্ক ধূলোময় বা পাথুরে অর্থাৎ বরফ পাথরের ভাঁজে ভাঁজে থাকে। নাসার'ডার্টি স্নোবল' তত্ত্ব <ref>{{cite web |title=Small Bodies in the Solar System |url=http://www.solar-system-school.de/lectures/solarsystem_2009/krueger_small_bodies_11_may_2009.pdf}}</ref> মতে, নিউক্লিয়াসে ৮৫% বরফ থাকলে তাকে ধূমকেতুর নিউক্লিয়াস বলা যাবে। এরকম স্বল্প ভরের কারণে নিউক্লিয়াইটি গোলাকার না হয়ে অনিয়মিত আকৃতির হয়।
 
উপরোক্ত গ্যাসগুলো ছাড়াও মিথানল, সায়ানাইড, ফরমালডিহাইড, ইথানল, ইথেন প্রভৃতি জৈব যৌগও<ref>{{cite web |last=Meech |first=M. |title=1997 Apparition of Comet Hale–Bopp: What We Can Learn from Bright Comets |url=http://www.psrd.hawaii.edu/Feb97/Bright.html |publisher=Planetary Science Research Discoveries |date=24 March 1997 |accessdate=30 April 2013}}</ref><ref>{{cite web |title=Stardust Findings Suggest Comets More Complex Than Thought |url=http://stardust.jpl.nasa.gov/news/news110.html |publisher=NASA |date=14 December 2006 |accessdate=31 July 2013}}</ref> থাকে।
 
২০০৯ এ নাসার স্টারডাস্ট মিশনে নিউক্লিয়াসের ধূলায় গ্লাইসিন অ্যামিনো এসিডের উপস্থিতি পাওয়া গেছে।গেছে<ref>{{cite journal |doi=10.1111/j.1945-5100.2009.tb01224.x |title=Cometary glycine detected in samples returned by Stardust |date=2009 |last1=Elsila |first1=Jamie E. |last2=Glavin |first2=Daniel P. |last3=Dworkin |first3=Jason P. |journal=Meteoritics & Planetary Science |volume=44 |issue=9 |pages=1323|bibcode = 2009M&PS...44.1323E }}</ref>।
 
নিউক্লিয়াইটির প্রতিফলন ক্ষমতা সৌরজগতের মধ্যে সবচেয়ে কম; হ্যালির ধূমকেতুর ক্ষেত্রে ১-২% <ref>{{cite web |title=HALLEY'S COMET. - Research Assistance|url=http://www.research-assistance.com/essays/HALLEY-S-COMET-.html}}</ref> ও বোরেলীর ধূমকেতুর ২.৪% - ৩.০%।
 
এ কারণে নিউক্লিয়াইটি প্রয়োজনীয় সূর্যালোক শোষণ করে গ্যাসীয় প্রক্রিয়াগুলো সম্পন্ন করে।