সেন্ট গ্রেগরী হাই স্কুল অ্যান্ড কলেজ: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
তাজউিদ৸ন আহেমদ হবে, চৌধুর নয়
সম্পাদনা সারাংশ নেই
১৮ নং লাইন:
'''সেইন্ট গ্রেগরী উচ্চ বিদ্যালয়''', [[বাংলাদেশ|বাংলাদেশের]] অন্যতম সেরা স্কুল। এটি পুরোন ঢাকার লক্ষীবাজারে অবস্থিত। [[১৮৮২]] সালে [[আমেরিকা|আমেরিকান]] মিশনারীদের দ্বারা এই বিদ্যালয় এর জন্ম। ঢাকার [[নটরডেম কলেজ]]-এর জন্ম এই স্কুল থেকে। [[১৯৫৩]] সালে এখানকার ক্যাম্পাস থেকে নটরডেম কে সরিয়ে মতিঝিল এ স্থানান্তরিত করা হয় এবং একে সেন্ট গ্রেগরী উচ্চ বিদ্যালয় হতে আলাদা করে দেয়া হয়।
 
ফাদার গ্রেগরী ডি গ্রুট এর প্রথম প্রধান শিক্ষক ছিলেন। বর্তমান প্রধান শিক্ষক এর নাম ব্রাদার ব্রাদার প্রদীপ প্লাসিড গোমেজ সি, এস, সি। এটা বর্তমানে বাংলাদেশের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে অন্যতম। এই প্রতিষ্ঠান থেকেই অমর্ত্য সেন, বিকে চৌধুরী,কামাল হোসেন চৌধুরীদের মত গুণীজনেরা বেরিয়েছেন। তাছাড়া, এ স্বনামধন্য বিদ্যালয়েরই ছাত্র ছিলেন [[তাজউদ্দিন আহেমদ]] যিনি কিনা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে মুখ্য অবদান রেখেছিলেন এবং স্বাধীন বাংলাদেশের প্রথম [[প্রধানমন্ত্রী]] ছিলেন। বিখ্যাত ব্যান্ড শিরোনামহীনের প্রতিষ্ঠাতা [[জিয়াউর রহমান জিয়া]] ও এই স্কুলরেই ছাত্র ছিলেন।
 
{{অসম্পূর্ণ}}