হারিকেন (বাতি): সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Tauhid16 ব্যবহারকারী হারিকেন পাতাটিকে হারিকেন (বাতি) শিরোনামে স্থানান্তর করেছেন: দ্ব্যর্থতা নির...
file
১ নং লাইন:
<!-- দয়া করে ট্যাগটি অপসারণ করবেন না -->:''এই নিবন্ধনের শিরোনামের সাথে মিল আছে এমন নিবন্ধনের জন্য [[হারিকেন (দ্ব্যর্থতা নিরসন)]] দেখুন''<!-- দয়া করে ট্যাগটি অপসারণ করবেন না -->
[[File:Lamp -hariken.jpg|thumb|হারিকেন]]
 
'''হারিকেন''' হচ্ছে জ্বালানি তেলের মাধ্যমে বদ্ধ কাঁচের পাত্রে আলো জ্বালাবার ব্যবস্থা। এর বাহিরের অংশে অর্ধবৃত্তাকার কাঁচের অংশ থাকে যাকে বাঙালিরা চিমনি বলে থাকে, এর ভিতরে থাকে তেল শুষে অগ্নি সংযোগের মাধ্যমে আলো জ্বালাবার জন্য থাকে কাপড়ের সলাকা। আর সম্পূর্ণ হারিকেন বহন করবার জন্য এর বহিরাংশে একটি লোহার ধরুনি থাকে, আলো কমানো বা বাড়ানোর জন্য নিম্ন বহিরাংশে থাকে একটি চাকতি যা কমালে বাড়ালে শলাকা ওঠা নামার সাথে আলোও কমে ও বাড়ে।
গ্রামাঞ্চলে এর ব্যবহার সর্বাধিক অনেক কাল আগে থেকে এর ব্যবহার শুরু হয়, সম্ভবত মোঘল আমলের আগে থেকে বাংলায় শুরু হয় হারিকেনের ব্যবহার। তবে এখনো বাংলাদেশের সরবত্র রিক্সার নিচে আলোর উথস হিসেবে ব্যবহৃত হয় এই হারিকেন।