দাদ: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Xqbot (আলোচনা | অবদান)
Robot: de:Dermatophytose is a featured article; কসমেটিক পরিবর্তন
Sayom Shakib (আলোচনা | অবদান)
সম্পাদনা সারাংশ নেই
২ নং লাইন:
== দাদের ছত্রাক ==
তিনরকম :
# [[ট্রাইকোফাইটন]]- (''Trichophyton'' গণ)
# [[এপিডার্মফাইটন]] (''Epidermophyton'' গণ)
# [[মাইক্রোস্পোরাম]] (''Microsporum'' গণ)
 
== সংক্রমিত অঙ্গ ==
১৫ নং লাইন:
 
মাথায় [[চিরুণী]] দ্বারা ও পায়ে পুরোন [[মোজা]] দ্বারা সংক্রমিত হতে পারে।
 
==সংক্রমন==
সাধারণত ঘামে ভেজা শরীর, অপরিষ্কার-অপরিচ্ছন্ন শরীর, দীর্ঘ সময় ভেজা থাকে এমন শরীর, ত্বকে ক্ষত আছে এমন শরীর এই ছত্রাকগুলোর [[স্পোর]] (বা, হাইফা) দ্বারা আক্রান্ত হয়। এই ছত্রাকগুলোর [[সুপ্তিকাল]] ৩ থেকে ৫ দিন।
 
== উপসর্গ ==
চুলকুনি দিয়ে শুরু। গোল চাকা দাগ (ring)। বাইরের দিকে চাকাটি বাড়তে থাকে, ভিতর দিকটা ঠিক হতে থাকে। চাকার পরিধি বরাবর চামড়া শুকড়িয়ে শল্ক(scale) উঠে আসে। পরে লাল হয়ে জ্বালা করে, রস বের হয়।
* প্রথমে আক্রান্ত স্থানে ছোট লাল গোটা হয় এবং সামান্য চুলকায়।
* পরে আক্রান্ত স্থানে বাদামী বর্ণের আইশ হয় এবং স্থানটি বৃত্তাকারে বড় হতে থাকে।
* ক্রমে সুনির্দিষ্ট কিনারা সহ বৃত্তের আকার বৃদ্ধি পেতে থাকে এবং মাঝখানে ত্বক স্বাভাবিক হয়ে আসে।
* চুলকানি বৃদ্ধি পায়।
* চুলকানোর পর আক্রান্ত স্থানে জবালা হয় এবং আঠালো রস বের হয়।
* মাথায় হলে স্থানে স্থানে চুল উঠে যায়, নখে হলে দ্রুত নখের রঙ বদলায় এবং শুকিয়ে খণ্ড খণ্ড ভেঙ্গে যেতে পারে।
 
==বিস্তার==
এটি সংক্রামক রোগ। অতিসহজেই রোগী থেকে সুস্থ দেহে বিস্তার লাভ করতে পারে। রোগীর চিরুনি, তোয়ালে, বিছানা ইত্যাদি ব্যাবহার করলে এ রোগে আক্রান্ত হবার সম্ভবনা থাকে। তবে রোগাক্রান্ত পোষা [[বিড়াল|বিড়ালের]] মাধ্যমে এটি বেশী ছড়ায়।
 
== নিরাময় ==
সাধারণতঃ ছত্রাকঘাতী (antifungal) ক্রিমে কাজ হয়। মাথা বা নখে হলে খাবার জন্য বড়ি দেওয়ারও দরকার পড়তে পারে।
 
[[বিষয়শ্রেণী:চর্মরোগ]]
'https://bn.wikipedia.org/wiki/দাদ' থেকে আনীত