বেলেরিভ ওভাল: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Suvray (আলোচনা | অবদান)
পরিমার্জন করা হয়েছে
NahidSultanBot (আলোচনা | অবদান)
বট নিবন্ধ পরিষ্কার করেছে। কোন সমস্যা?
২০ নং লাইন:
|}}
 
'''বেলেরিভ ওভাল''' অস্ট্রেলিয়ার তাসমানিয়া অঙ্গরাজ্যের [[Hobart|হোবার্টের]] পূর্ব উপকূল তীরবর্তী সিটি অব ক্ল্যারেন্সের [[Bellerive, Tasmania|বেলেরিভে]] অবস্থিত আন্তর্জাতিকমানের [[ক্রিকেট]][[ স্টেডিয়াম]]। ব্যবসায়িক সম্প্রচারস্বত্ত্বজনিত কারণে এটি '''ব্লান্ডস্টোন অ্যারিনা''' নামেও পরিচিত। এ স্টেডিয়ামে [[Australian Rules Football|অস্ট্রেলীয় রুলস ফুটবল]] মাঠ রয়েছে। তাসমানিয়ার একমাত্র মাঠ হিসেবে বর্তমানে এখানেই [[আন্তর্জাতিক ক্রিকেট]] খেলাগুলোর আয়োজন করা হয়। দর্শক ধারণ ক্ষমতা প্রায় ষোল হাজার হলেও ২০০৩ সালে [[ইংল্যান্ড ক্রিকেট দল|ইংল্যান্ডের]] বিপক্ষে স্বাগতিক [[অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দল|অস্ট্রেলিয়ার]] খেলায় ১৬,৭১৯ জন দর্শকের রেকর্ড ধারণ করা হয়েছে।
 
অত্র এলাকায় [[অ্যাসোসিয়েশন ফুটবল|ফুটবল]] ও ক্রিকেট খেলা শুরু হবার পর উনবিংশ শতকের মধ্যভাগে বেলেরিভ ওভাল প্রতিষ্ঠিত হয়। ১৮৮৪ সালে কার্লটন ও বেলেরিভের মধ্যে প্রথম ফুটবল খেলার রেকর্ড করা হয়। ১৯১৩ সালে বীচ, চার্চ ও ডারওয়েন্ট স্ট্রীটের মধ্যকার একটুকরো জমি ক্ল্যারেন্স কাউন্সিলের কাছে বিক্রয় করা হয়। একবছর পর বেলেরিভ বিনোদন মাঠ ব্যবহারের উপযোগী করা হয়।
 
১৯৮৭ সালে টিসিএ চেয়ারম্যান ডেনিস রজার্সের নেতৃত্বে স্থানান্তর প্রক্রিয়া চলে। ১২ জুন, ১৯৮৮ তারিখে [[শ্রীলঙ্কা জাতীয় ক্রিকেট দল|শ্রীলঙ্কা]] ও [[নিউজিল্যান্ড জাতীয় ক্রিকেট দল|নিউজিল্যান্ডের]] মধ্যকার একদিনের আন্তর্জাতিকের মাধ্যমে প্রথম আন্তর্জাতিক খেলার সূচনা ঘটে। খেলা দেখতে ৬,৫০০ [[দর্শক]] মাঠে আসেন।<ref>Sri Lanka v New Zealand Benson & Hedges World Series Cup 12 January 1987/88 (2006) [http://content-usa.cricinfo.com/australia/content/match/65428.html Cricinfo]</ref>
 
১৬-২০ ডিসেম্বর, ১৯৮৯ তারিখে তাসমানিয়ার বেলেরিভে প্রথম [[টেস্ট ক্রিকেট|টেস্ট]] খেলা অনুষ্ঠিত হয়। খেলায় স্বাগতিক অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কা প্রতিদ্বন্দ্বিতা করে।<ref>2nd Test Australia v Sri Lanka 16–20 December 1989 (2006) [http://content-usa.cricinfo.com/australia/content/match/63519.html Cricinfo]</ref><ref>Bellerive Oval Profile (2006) [http://content-usa.cricinfo.com/australia/content/ground/56407.html Cricinfo]</ref> এর পরপরই নতুন ইলেকট্রনিক স্কোরবোর্ড তৈরি করা হয়।
 
২০০৭ সালে প্রদেশের প্রথম [[Pura Cup|পুরা কাপ]] জয় করে তাসমানিয়া রাজ্য ক্রিকেট দল [[Tasmanian Tigers|টাইগার্স টাইগার্স]]। ২০০৮ সালে [[Ford Ranger Cup|ফোর্ড র‌্যাঞ্জার কাপের]] চূড়ান্ত খেলা প্রথমবারের মতো আয়োজনের দায়িত্ব পায় এ মাঠ ও তাসমানিয়া কাপ জয় করে।
 
অক্টোবর, ২০১১ সালে সম্প্রচারস্বত্ত্বজনিত কারণে নাম পরিবর্তনে স্বাক্ষর করে ও অস্ট্রেলিয়ায় প্রথম বড়ধরনের ক্রিকেট সুবিধাদি ভোগে অগ্রসর হয়। [[Blundstone Footwear|ব্লান্ডস্টোন ফুটওয়্যারের]] সাথে চুক্তি হওয়ার প্রেক্ষিতে এ মাঠ ব্লান্ডস্টোন অ্যারিনা নামে পরিচিতি পায়।<ref>{{cite news|url=http://www.foxsports.com.au/cricket/bellerive-oval-to-officially-change-its-name-as-part-of-a-deal-with-tasmanian-footwear-brand-blundstone/story-e6frf3g3-1226159911902|title=Welcome to Blundstone Arena|date=6 October 2011|accessdate=6 October 2011|publisher=[[Fox Sports (Australia)]]}}</ref>
৬৭ নং লাইন:
{{Hobart landmarks}}
-->
 
[[বিষয়শ্রেণী:অস্ট্রেলিয়ায় টেস্ট ক্রিকেট মাঠ]]
[[বিষয়শ্রেণী:অস্ট্রেলিয়ার ক্রিকেট মাঠ]]