বিশ্বসাহিত্য কেন্দ্র: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Nasirkhan (আলোচনা | অবদান)
+
সম্পাদনা সারাংশ নেই
১ নং লাইন:
[[চিত্র:BSK Dhaka Prize Giving Ceremony 2011.JPG|thumb|350px|দেশভিত্তিক উৎকর্ষ কার্যক্রম এর পুরস্কার বিতরণী উৎসব ২০১১]]
 
''বিশ্ব সাহিত্য কেন্দ্র'' [[বাংলাদেশ|বাংলাদেশের]] একটি সামাজিক সংগঠন যার মূল লক্ষ্য কিশোর ও যুব সমাজকে আলোকিত মানুষ হিসাবে গড়ে তোলা। এই সংগঠনের মূল কৌশল হলো গ্রন্থপাঠের মাধ্যমে তরুণদের সঠিক পথে পরিচালিত করা। ''আলোকিত মানুষ চাই'' - এই শ্লোগানের উপর ভিত্তি করে সংগঠনটি [[বাংলাদেশ|বাংলাদেশে]] বই পড়া ও সৎ চিন্তা বিকাশ ঘটানোর জন্য কাজ করে থাকে। এর মূল কার্যালয় [[ঢাকা|ঢাকার]] বাংলামটর এলাকায় অবস্থিত। তবে দেশব্যাপী শাখা রয়েছে। [[আবদুল্লাহ আবু সায়ীদ]] এর উদ্যোগে ১৯৭৭১৯৭৮ সনে এ সংগঠন প্রতিষ্ঠিত হয়। সপ্তাহের বিভিন্ন দিনে চলচিচত্র প্রদশনী ও চলমান বিষয়ের উপর আলোচনাসভা হয়। তবে সপ্তাহের প্রতিদিন বিকাল থেকে লাইব্রেরিতে বসে বই পড়া যায় ।
 
এছাড়া ভ্রাম্যমান গ্রন্থাগার প্রকল্পের অধীনে সংগঠনটি বাসে করে শহরের বিভিন্ন এলাকায় প্রতিদিন বই প্রেরণের কাজও করে থাকে।