শাক্তধর্ম: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
সম্পাদনা সারাংশ নেই
180.234.74.56-এর সম্পাদিত সংস্করণ হতে Xqbot-এর সম্পাদিত সর্বশেষ সংস্করণে ফেরত
১ নং লাইন:
'''শাক্তধর্ম''' ({{lang-sa|[[সংস্কৃত]]: शाक्तं}}, ''Śāktaṃ''; আক্ষরিক অর্থে ''শক্তিবাদ'') [[হিন্দুধর্ম|হিন্দুধর্মের]] একটি [[হিন্দু শাখাসম্প্রদায়|শাখাসম্প্রদায়]]। হিন্দু [[দিব্য মাতৃকা]] ''[[শক্তি (হিন্দুধর্ম)|শক্তি]]'' বা ''[[দেবী]]'' পরম ও সর্বোচ্চ ঈশ্বর – এই মতবাদের উপর ভিত্তি করেই শাক্তধর্মের উদ্ভব। এই ধর্মমতাবলম্বীদের ''শাক্ত'' ([[সংস্কৃত]]: शक्त, ''Śakta'') নামে অভিহিত করা হয়। হিন্দুধর্মের প্রধান তিনটি বিভাগের অন্যতম শাক্তধর্ম। প্রসঙ্গত উল্লেখ্য, অন্য দুটি বিভাগ হল [[বৈষ্ণবধর্ম]] ও [[শৈবধর্ম]]।
 
শাক্তধর্মমতে, দেবী হলেন পর[[ব্রহ্ম]]। তিনি ''এক এবং অদ্বিতীয়''। অন্য সকল দেব ও দেবী তাঁর রূপভেদমাত্র। দর্শন ও ধর্মানুশীলনের ক্ষেত্রে শাক্তধর্মের সঙ্গে শৈবধর্মের সাদৃশ্য লক্ষিত হয়। যদিও শাক্তরা কেবলমাত্র ব্রহ্মের শক্তিস্বরূপিণী নারীমূর্তিরই পূজা করে থাকেন। এই ধর্মে ব্রহ্মের পুরুষ রূপটি হল [[শিব]]। তবে তাঁর স্থান শক্তির পরে এবং তাঁর পূজা সাধারণত সহায়ক অনুষ্ঠান রূপে পালিত হয়ে থাকে।<ref name=autogenerated6>Subramuniyaswami, p. 1211.</ref>