প্রথম ফয়সাল: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
সম্পাদনা সারাংশ নেই
১৯ নং লাইন:
}}
 
'''ফয়সাল বিন হুসাইন বিন আলী আল-হাশেমী''', ([[আরবী]] : فيصل بن حسين بن علي الهاشمي ফয়সাল ইবন হুসাইন; ২০ মে ১৮৮৫ – ৮ সেপ্টেম্বর ১৯৩৩)<ref>{{cite web|url=http://www.britannica.com/EBchecked/topic/202997/Faysal-I |title=britannica.com |publisher=britannica.com |date=8 September 1933 |accessdate=2 January 2012}}</ref><ref>{{cite web|url=http://rulers.org/indexf1.html#faysa1 |title=rulers.org |publisher=rulers.org |accessdate=2 January 2012}}</ref> [[সিরিয়া আরব রাজতন্ত্র]] বা [[বৃহত্তর সিরিয়া|বৃহত্তর সিরিয়ায়]] ১৯২০ সালে স্বল্প সময়ের জন্য রাজা ছিলেন এবং ২৩ আগস্ট ১৯২১ থেকে ১৯৩৩ পর্যন্ত [[ইরাক রাজতন্ত্র|ইরাক রাজতন্ত্রের]] (বর্তমান [[ইরাক]]) [[রাজা]] ছিলেন। জন্মগতভাবে তিনি [[হাশিমী গোত্র|হাশিমী]] রাজবংশের সদস্য ছিলেন।
 
ফয়সাল [[সুন্নি]] ও [[শিয়া|শিয়াদের]] মধ্যকার দ্বন্দ্ব ভুলে এক আনুগত্যের অধীনে থাকতে উৎসাহ প্রদান করেন এবং [[ইরাক]], [[সিরিয়া]] এবং [[উর্বর চন্দ্রকলা|উর্বর চন্দ্রকলার]] অবশিষ্টাংশকেও অন্তর্গত করে একটি আরব রাষ্ট্র তৈরীর জন্য [[প্যান- আরবিজম|প্যান- আরবিজমের]] পৃষ্ঠপোষকতা করেন। ক্ষমতায় থাকাকালে তিনি তার প্রশাসনে বিভিন্ন জাতিগত ও ধর্মীয় গোষ্ঠীর লোকদের নিযুক্ত করে বৈচিত্র্য আনার চেষ্টা করেন। কিন্তু তা অর্জন করতে তিনি প্রচন্ড চ্যালেঞ্জের সম্মুখীন হন কারণ অত্র অঞ্চল তখন ইউরোপীয়দের, বিশেষত ফরাসি ও ব্রিটিশদের নিয়ন্ত্রণে ছিল এবং সেসময়কার অন্যান্য আরব নেতারা তাদের রাজনৈতিক ক্ষমতার ব্যাপারে ব্যস্ত থাকায় এই ধারণার প্রতি বিরূপ ছিলেন। অধিকন্তু, ফয়সালের প্যান-আরব জাতীয়তাবাদ কিছু ধর্মীয় গোষ্ঠীকে বিচ্ছিন্ন করে ফেলে।
 
== প্রাথমিক জীবন ==