শতক (ক্রিকেট): সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Samin58 (আলোচনা | অবদান)
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল অ্যাপ সম্পাদনা
Suvray (আলোচনা | অবদান)
তথ্যসূত্র দেয়া হয়েছে
১ নং লাইন:
[[চিত্র:Master Blaster at work.jpg|right|thumb|250px|টেস্ট ক্রিকেট ও একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে সর্বাধিক রান ও সর্বাধিক সেঞ্চুরির বিশ্বরেকর্ড ধারণ করে আছেন ভারতের [[শচীন তেন্ডুলকর]]।]]
'''শতক''' বা '''শতরান''' ({{lang-en|Century (cricket)}}) বিশ্বের অন্যতম জনপ্রিয় খেলা [[ক্রিকেট|ক্রিকেটের]] অন্যতম অনুসঙ্গ বিষয় ও [[ক্রিকেটের পরিভাষা|ক্রিকেটীয় পরিভাষা]]। ব্যাটিংকারী দলের কোন [[ব্যাটিং (ক্রিকেট)|ব্যাটসম্যান]] কর্তৃক একটি ইনিংসে ১০০ বা তদূর্ধ্ব [[রান (ক্রিকেট)|রান]] সংগ্রহেরসংগ্রহকে মাধ্যমেসেঞ্চুরি হিসেবে গণ্য করা হয়।<ref>{{cite web|first=Martin|last=Williamson|title=A glossary of cricket terms|url=http://www.espncricinfo.com/ci/content/story/239756.html#sundries|publisher=[[ESPNcricinfo]]|accessdate=20 December 2014}} Refer to entry for ton.</ref> এর ফলে ব্যাটসম্যান সেঞ্চুরি লাভ করেছেন বলে স্কোরকার্ডে তুলে ধরা হয়। এছাড়াও এ পরিভাষাটি দুইজন ব্যাটসম্যানের অংশীদারিত্বে গঠিত জুটিতে প্রয়োগ করা হয় যা ‘সেঞ্চুরি পার্টনারশিপ’ হিসেবে।হিসেবে পরিচিত। সেঞ্চুরি একজন ব্যাটসম্যানের পরম আরাধ্য বিষয় ও গুরুত্বপূর্ণ পদচারণা হিসেবে স্বীকৃত। সাধারণতঃ একজন [[খেলোয়াড়|খেলোয়াড়ের]] ব্যক্তিগত পরিসংখ্যানে সংখ্যাগতভাবে তুলে ধরা হয়। একজন ব্যাটসম্যানের সেঞ্চুরিকে একজন [[বোলারবোলিং (ক্রিকেট)|বোলার]] কর্তৃক এক ইনিংসে সংগৃহীত ৫ [[উইকেট|উইকেটের]] সমমান হিসেবে খসড়াভাবে মনে করা হয়।
 
বিশ্ব ক্রিকেটের ইতিহাসে সর্বাপেক্ষা সফল সাবেক [[ভারত জাতীয় ক্রিকেট দল|ভারতীয়]] ব্যাটসম্যান [[শচীন তেন্ডুলকর]] [[টেস্ট ক্রিকেট|টেস্ট ক্রিকেটে]] সবচেয়ে বেশী [[আন্তর্জাতিক ক্রিকেটে শচীন তেন্ডুলকরের শতরানের তালিকা#টেস্ট ক্রিকেটে শতরানের তালিকা|৫১টি]] সেঞ্চুরি করেছেন।<ref>[http://stats.cricinfo.com/ci/content/records/227046.html Test centuries]</ref>
৮ নং লাইন:
 
== ইতিহাস ==
সেঞ্চুরি পরিভাষাটি উনবিংশ শতকের শেষার্ধ্ব পর্যন্ত [[আন্তর্জাতিক ক্রিকেট|বিশ্ব ক্রিকেটেক্রিকেট]] অঙ্গনে অপ্রচলিত ছিল। এর প্রধান কারণ ছিল পিচ যা কোন রকমে প্রস্তুত করা হতো। প্রথমদিককার সেঞ্চুরি নিয়ে বিভ্রান্তি থাকলেও ৩১ আগস্ট, ১৭৬৯ তারিখে একটি গুরুত্বহীন খেলায় [[John Minshull|জন মিনশাল]] ডিউক অব ডরসেট’স একাদশের পক্ষে রোথামের বিরুদ্ধে সেভেনওকস ভাইনে ১০৭ রানের এক সেঞ্চুরি করেছিলেন বলে নির্দিষ্টভাবে তুলে ধরা হয়েছে।<ref>[[G. B. Buckley]], ''Fresh Light on 18th Century Cricket'', Cotterell, 1935.</ref> জুলাই, ১৭৭৫ সালে ব্রডহাফপেনি ডাউনে অনুষ্ঠিত বড় ধরণের ক্রিকেট খেলায় প্রথম সুনির্দিষ্টভাবে সেঞ্চুরি করেন [[John Small (cricketer)|জন স্মল]] নামীয় এক ইংরেজ ক্রিকেটার। তিনি হ্যাম্পশায়ারের হয়ে সারে দলের বিপক্ষে ১৩৬ রান করেন।<ref>[[Arthur Haygarth]], ''Scores & Biographies'', Volume 1 (1744-1826), Lillywhite, 1862.</ref> শুরুর দিকের চিহ্নিত সেঞ্চুরি পার্টনারশীপের রেকর্ড করা হয়েছে দুইজন [[Hambledon Club|হ্যাম্বলডন ক্লাবের]] ব্যাটসম্যানের মাধ্যমে।<ref name=CS>[[H. T. Waghorn]], ''[http://books.google.com/books?id=TNkNAAAAQAAJ&printsec=frontcover#v=onepage&q&f=false Cricket Scores, Notes, etc. (1730-1773)]'', Blackwood, 1899.</ref> ক্যাটারহ্যামের বিপক্ষে এ জুটি প্রথম উইকেটে ১৯২ রান সংগ্রহ করেন। বিশ্বাস করা হয় যে, ব্যাটসম্যানদ্বয় হচ্ছেন - [[Tom Sueter|টম সুটার]] এবং [[Edward "Curry" Aburrow|এডওয়ার্ড কারি অ্যাবারো]]।<ref>[[Ashley Mote]], ''The Glory Days of Cricket'', Robson, 1997.</ref> এছাড়াও তাদের মধ্যে কমপক্ষে একজন সেঞ্চুরি করেছিলেন; কিন্তু এ সংক্রান্ত কোন প্রামাণ্য দলিল উপস্থাপিত হয়নি।
 
== টেস্ট ক্রিকেট ==
{{মূল|টেস্ট ক্রিকেট রেকর্ডের তালিকা}}
<!-- [[চিত্র:CharlesBannerman.jpg|left|thumb|টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথম বল মোকাবেলা ও প্রথম সেঞ্চুরি করার বিরল কৃতিত্ব অর্জন করেন [[চার্লস ব্যানারম্যান]]]] -->
টেস্ট ক্রিকেটে প্রথমবারের মতো সেঞ্চুরির সৌভাগ্য অর্জন করেন [[অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দল|অস্ট্রেলিয়ার]] ডানহাতি ব্যাটসম্যান [[চার্লস ব্যানারম্যান]]। ১৫-১৯ মার্চ, ১৮৭৭ সালে [[মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড|মেলবোর্নে]] অনুষ্ঠিত অস্ট্রেলিয়া বনাম [[ইংল্যান্ড ক্রিকেট দল|ইংল্যান্ডের]] মধ্যকার বিশ্বের ১ম টেস্টে ১৬৫ রানে অবসর নিয়েছিলেন তিনি।<ref>[http://aus.cricinfo.com/db/ARCHIVE/1870S/1876-77/ENG_IN_AUS/ENG_AUS_T1_15-19MAR1877.html Test #1]</ref> ১৮৮০ সালে [[Kennington Oval|কেনিংটন ওভালে]] প্রথমবারের মতো শতরানের জুটি গড়েন ইংল্যান্ডের [[ডব্লিউ. জি. গ্রেস]] - [[A. P. Lucas|এ. পি. লুকাস]]। ৬-৮ সেপ্টেম্বর, ১৮৮০ সালে তারা এ শতরানের জুটিটি গড়েন অস্ট্রেলিয়ার বিপক্ষে। টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথম ও একমাত্র ক্রিকেটার হিসেবে এক ইনিংসে ৪০০ রান করেন [[ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল|ওয়েস্ট ইন্ডিজের]] ব্যাটিং বিস্ময় [[ব্রায়ান লারা]]। ভারতের সাবেক ব্যাটসম্যান সচিনশচীন তেন্ডুলকর ৫১টি সেঞ্চুরি করে [[বিশ্বরেকর্ড|বিশ্বরেকর্ডের]] অধিকার অর্জন করেছেন।
 
== একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ==
{{মূল|একদিনের আন্তর্জাতিক ক্রিকেটের রেকর্ড তালিকা}}
 
[[একদিনের আন্তর্জাতিক ক্রিকেট]] বা ওডিআইয়ে প্রথম সেঞ্চুরিটি করেন ইংল্যান্ডের [[Denis Amiss|ডেনিস অ্যামিস]]।<ref>[http://www.cricinfo.com/england/engine/match/64944.html 1st ODI: England v Australia, Aug. 24, 1972], ESPN website.</ref> ২৪ আগস্ট, ১৯৭২ তারিখে ওল্ডট্রাফোর্ডে অনুষ্ঠিত ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়ার মধ্যকার খেলায় তিনি ১০৩ রান করে এ কীর্তিগাঁথা রচনা করেন। কিন্তু এ খেলাটি রেকর্ডে দ্বিতীয় ওডিআই হিসেবে চিহ্নিত হয়ে আছে। সবচেয়ে বেশী ওডিআই সেঞ্চুরি করেন ভারতের ব্যাটিং [[প্রতিভা]] শচীন তেন্ডুলকর। ৪৯টি সেঞ্চুরি করে তিনি শীর্ষস্থানে রয়েছেন।
 
== প্রথম-শ্রেণীর ক্রিকেট ==
{{মূল|প্রথম-শ্রেণীর ক্রিকেট রেকর্ড তালিকা}}
 
[[ডব্লিউ. জি. গ্রেস]] হচ্ছেন প্রথম ক্রিকেটার যিনি [[প্রথম-শ্রেণীর ক্রিকেট|প্রথম-শ্রেণীর ক্রিকেটে]] শততম সেঞ্চুরি করেছেন। এ কৃতিত্ব অর্জন করেন ১৮৯৫ সালে। তাঁর সমগ্র খেলোয়াড়ী জীবনে সর্বমোট ১২৪টি সেঞ্চুরি রয়েছে। পরবর্তীতে [[Jack Hobbs|জ্যাক হবস]] এ রেকর্ড অতিক্রম করে ১৯৯টি প্রথম-শ্রেণীর সেঞ্চুরি থেমে যান যা অদ্যাবধি অক্ষত রয়েছে।<ref>[http://stats.cricinfo.com/ci/content/records/251072.html Most Hundreds in a Career], ESPN website.</ref><ref>See [[Variations in first-class cricket statistics]].</ref>
 
== দ্রুততম সেঞ্চুরি ==
২৯ নং লাইন:
 
 
একদিনের ক্রিকেটের ইতিহাসে দ্রুততম সেঞ্চুরির [[বিশ্বরেকর্ড]] গড়েন [[এবি ডি ভিলিয়ার্স]] ২০১৫ সালে ১৮ জানুয়ারী তিনি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩১ বলে সেঞ্চুরীসেঞ্চুরি করেন এবং [[কোরে অ্যান্ডারসন]] এর করা ৩৬ বলে সেঞ্চুরীরসেঞ্চুরির রেকর্ড ভেঙে দেন।
 
টেস্ট ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরীসেঞ্চুরি করেন যৌথভাবে [[ভিভ রিচার্ডস]] ১৯৮৬ সালে ইংল্যান্ডের বিপক্ষে ও [[মিসবাহ উল হক]] ২০১৪ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে| দুইজনই ৫৬ বলে তাদের শতক পুরণ করেন।
 
== তথ্যসূত্র ==