অস্থিসন্ধি: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
NS Sizan (আলোচনা | অবদান)
Ibrahim Husain Meraj (আলাপ)-এর সম্পাদিত 1784279 নম্বর সংশোধনটি বাতিল করা হয়েছে
NahidSultanBot (আলোচনা | অবদান)
বট নিবন্ধ পরিষ্কার করেছে। কোন সমস্যা?
২১ নং লাইন:
| DorlandsID =
}}
'''অস্থিসন্ধি''' বলতে দুই বা ততোধিক অস্থির সংযোগস্থলকে বোঝায়। প্রতিটি অস্থিসন্ধির [[অস্থি]] সমূহ একরকম [[স্থিতিস্থাপক]] রজ্জুর মত বন্ধনী দিয়ে অাটকানো থাকে যাতে অস্থিগুলো সহজে সন্ধিস্থল থেকে বিচ্যুত হতে না পারে ৷ সন্ধিস্থল বিভিন্ন [[অঙ্গপ্রতঙ্গ]] সঞ্চালনে সাহায্য করে ৷ অামাদের দেহের সব অস্থিসন্ধি একরকম নয় ৷ এদের কোনোটি একেবারে অনড় যেমন :— আন্তঃকশেরুকীয় অস্থিসন্ধি ,অাবার কোনোটি সহজে সণ্চালন করা যায় যেমন :— [[হাত]] , পায়ের অস্থিসন্ধি ৷
 
==সাইনোভিয়াল অস্থিসন্ধি==
২৭ নং লাইন:
'''যে অস্থিসন্ধি ক্যাপসুল বা অস্থিসন্ধি অাবরনী এবং সাইনোভিয়াল রস নামক এক ধরনের তৈলাক্ত পদার্থ সহ অস্থিসন্ধি গহ্বর নিয়ে গঠিত তাকে সাইনোভিয়াল অস্থিসন্ধি বলে ৷'''
এ অস্থিসন্ধির অংশগুলো হলো - '''তরুণাস্থিতে আবৃত অস্থিপ্রান্ত''' , '''সাইনোভিয়াল রস''' এবং অস্থিসন্ধিকে দৃঢ়ভাবে আটকে রাখার জন্য '''অস্থিবন্ধনী বা [[লিগামেন্ট]]''' বেষ্টিত একটি মজবুত আবরণী বা ক্যাপসুল ৷ অস্থিসন্ধিতে '''সাইনোভিয়াল রস''' ও '''[[তরুণাস্থি]]''' থাকাতে অস্থিতে অস্থিতে '''[[ঘর্ষণ]]''' ও তদজ্জনীত ক্ষয় হ্রাস পায় ও '''অস্থিসন্ধির''' নড়াচড়া করাতে কম শক্তি ব্যায় হয় ৷
 
 
== প্রকারভেদ ==
৩৬ ⟶ ৩৫ নং লাইন:
২) '''ঈষৎ সচল অস্থিসন্ধি''':- এসব অস্থিসন্ধি একে অন্যের সাথে সংযুক্ত থাকলেও নাড়ানো যায় ৷ যেমন- মেরুদন্ডের অস্থিসন্ধি ৷
৩) '''পূর্ণ সচল অস্থিসন্ধি''':— এ সকল অস্থিসন্ধি সহজে নাড়ানো যায় ৷পূর্ণ সচল অস্থিসন্ধি অাবার দুই প্রকার ৷ যথা :—
 
১) '''বল ও কোটর সন্ধি''':— বল ও কোটর সন্ধিতে সন্ধিস্থলে একটি অস্থির মাথার মতো গোল অংশ অন্য অস্থির কোটরে এমন ভাবে স্থাপিত থাকে যাতে অস্থিটি বাকানো, পার্শ্বচালনা ও সকল দিকে নাড়ানো সম্ভভপর হয়।