আলমগীর কবির: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
আফতাব বট (আলোচনা | অবদান)
→‎বহিঃসংযোগ: বট বিষয়শ্রেণী ঠিক করেছে
Shajahanshamim (আলোচনা | অবদান)
সম্পাদনা সারাংশ নেই
৪৩ নং লাইন:
১৯৮২ সালে কবির নির্মাণ করেন [[মোহনা]] চলচ্চিত্রটি, এটি তাঁর পরিচালিত পঞ্চম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। এই চলচ্চিত্রের জন্য তিনি শ্রেষ্ঠ চিত্রনাট্য রচয়িতার হিসেবে একটি পুরস্কার লাভ করেন। এটি আন্তজার্তিকভাবেও বেশ প্রশংসিত হয়। ১৯৮২ সালের ''মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সব''-এ ''মোহনা'' চলচ্চিত্রের জন্য কবির '''ডিপ্লোমা অফ মেরিট''' লাভ করেন।<ref name="চলচ্চিত্রের মুশকিল আসানে" />
 
কবির তাঁর ষষ্ঠ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেন ১৯৮৬১৯৮৪ সালে। '''পরিণীতা''' নামের এই চলচ্চিত্রটি শ্রেষ্ঠ চলচ্চিত্র হিসেবে [[জাতীয় চলচ্চিত্র পুরস্কার (বাংলাদেশ)|জাতীয় চলচ্চিত্র পুরস্কার]]-এ ভূষিত হয়।<ref name="চলচ্চিত্রের মুশকিল আসানে" /> ১৯৮৫ সালে তিনি নির্মাণ করেন তাঁর সপ্তম ও সর্বশেষ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র '''মহানায়ক'''। এটি প্রযোজনা করেছিলেন [[বুলবুল আহমেদ]]।
 
কবির তাঁর দেড় যুগের চলচ্চিত্র জীবনে সর্বমোট সাতটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেছেন। এছাড়াও কবির নয়টি স্বল্প দৈর্ঘ চলচ্চিত্র / [[প্রামাণ্যচিত্র]] নির্মাণ করেছেন, এগুলো হলো- ''লাইবেরেশন ফাইটার'', ''পোগ্রম ইন বাংলাদেশ'', ''কালচার ইন বাংলাদেশ'', ''সুফিয়া, অমূল্য ধন'', ''ভোর হলো দোর খোল'', ''আমরা দুজন'', ''এক সাগর রক্তের বিনিময'', ''মনিকাঞ্চন'' ও চোরাস্রোত।<ref name="চলচ্চিত্রের মুশকিল আসানে" />