ব্র্যাড হজ: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Suvray (আলোচনা | অবদান)
প্রথম-শ্রেণীর ক্রিকেট - নতুন অনুচ্ছেদ
Suvray (আলোচনা | অবদান)
ক্রিকেট বিশ্বকাপ - নতুন অনুচ্ছেদ
১১৫ নং লাইন:
 
== আন্তর্জাতিক ক্রিকেট ==
দীর্ঘদিন অপেক্ষা করার পর অবশেষে নভেম্বর, ২০০৫ সালে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের পক্ষে [[আন্তর্জাতিক ক্রিকেট]] অঙ্গনে অভিষিক্ত হন। হোবার্টের [[বেলেরিভ ওভাল|বেলেরিভ ওভালে]] সফরকারী [[ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল|ওয়েস্ট ইন্ডিজের]] বিপক্ষে [[West Indian cricket team in Australia in 2005-06|২০০৫-০৬]] মৌসুমের টেস্ট সিরিজে ৩৯৪তম [[baggy green|ব্যাগি গ্রিন]] পড়েন তিনি। ১৯ ডিসেম্বর, ২০০৫ তারিখে পার্থে [[দক্ষিণ আফ্রিকা জাতীয় ক্রিকেট দল|দক্ষিণ আফ্রিকার]] বিপক্ষে প্রথম [[সেঞ্চুরি (ক্রিকেট)|সেঞ্চুরি]] করেন। তৃতীয় দিনে ৯১* রানে [[অপরাজিত (ক্রিকেট)|অপরাজিত]] থাকার পর পরদিন তিনি অপরাজিত ২০৩* সংগ্রহ করেন। তার এ ইনিংসে অস্ট্রেলীয় সমর্থকদের কাছ থেকে [[অধিনায়ক (ক্রিকেট)|অধিনায়ক]] [[রিকি পন্টিং]] বেশ সমালোচিত হন। তাদের ধারনা যে, দ্বি-শতকের ফলে পন্টিং ইনিংস ডিক্লেয়ার করতে দেরী করেন। যার কারণে, খেলা ড্রয়ে পরিণত হয়।
 
== ক্রিকেট বিশ্বকাপ ==
১৮ মার্চ, ২০০৭ তারিখে অনুষ্ঠিত [[২০০৭ ক্রিকেট বিশ্বকাপ|২০০৭]] সালের [[ক্রিকেট বিশ্বকাপ|ক্রিকেট বিশ্বকাপে]] হজ [[নেদারল্যান্ডস জাতীয় ক্রিকেট দল|হল্যান্ডের]] বিপক্ষে তার প্রথম ওডিআই শতরান করেন। ৭ ছক্কা ও ৮ চারের মারে ৮৯ বলের তিনি ১২৩ রান তোলেন। এছাড়াও [[মাইকেল ক্লার্ক|মাইকেল ক্লার্কের]] সাথে ৪র্থ উইকেট জুটিতে রেকর্ডসংখ্যক রান সংগ্রহ করেন। খেলায় তিনি [[ম্যান অব দ্য ম্যাচ]] মনোনীত হন। কিন্তু, পরের খেলাতেই তাকে বাদ দিয়ে [[অ্যান্ড্রু সাইমন্ডস|অ্যান্ড্রু সাইমন্ডসকে]] অন্তর্ভূক্ত করা হয়। অবশ্য পরবর্তীতে [[শেন ওয়াটসন|শেন ওয়াটসনের]] আঘাতপ্রাপ্তির কারণে তাকে পুণরায় প্রথম একাদশে নেয়া হয়। ডিসেম্বর, ২০১০ তারিখে [[২০১১ ক্রিকেট বিশ্বকাপ|২০১১]] সালের বিশ্বকাপের জন্য প্রাথমিক তালিকায় অন্তর্ভূক্ত করা হলেও চূড়ান্ত দলে ঠাঁই হয়নি তার।
 
== অবসর ==
জানুয়ারি, ২০১২ সালে [[একদিনের আন্তর্জাতিক]] থেকে অবসরের ঘোষণা দেন। পাশাপাশি ভিক্টোরিয়া থেকেও অবসর নেন। এক স্বাক্ষাৎকারে তিনি বলেছেন, আমি মনে করি এখন সময় হয়েছে বিদায় নেয়ার। এরফলে নতুনদের খেলার সুযোগ ঘটবে।<ref name="One-Day Retirement"/>
 
== তথ্যসূত্র ==