আবু তাহের: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
৫৯ নং লাইন:
ভাই বেলাল ছুটে এসে অবস্হা দেখে ওয়াকিটকিতে বলে বসেন,
‘কর্তা মারা গেছেন – কমান্ডার হ্যাজ বিন কিলড’
কিন্তু মারা যাননি তাহের । খন্ডিত পা নিয়ে স্ট্রেচারে যখন তাকে তুলে নেওয়া হল বিদ্রুপের একটা হাসি মুখে ঝুলিয়ে নির্দেশ দেন, ‘আমি বলিনি, ওরা কখনো আমার মাথায় আঘাত করতে পারবে না। এই দেখো পায়ে লাগিয়েছে । মাই হেড ইজ স্টিল হাই । গো ফাইট দি এনিমি । ওকুপাই কামালপুর বিওপি ।’<ref>[https://www.goodreads.com/book/show/17448353]</ref>
সমরে অসাধারণ নেতৃত্বের জন্য অবিস্মরণীয় হয়ে থাকবেন তাহের । মুক্তিযুদ্ধের সময় তাহের সম্মুখ সমরে আহত হন, ও এক পা হারান। কর্নেল তাহেরের সব ভাইবোন মুক্তিযুদ্ধে তাঁর নেতৃত্বে ১১ নং সেক্টরে যৌথভাবে যুদ্ধ করেছেন।<ref>[http://archive.prothom-alo.com/detail/date/2009-11-06/news/17443 দৈনিক প্রথম আলো]</ref> মুক্তিযুদ্ধের পরে তাহের প্রথমে [[বাংলাদেশ সেনাবাহিনী|বাংলাদেশ সেনাবাহিনীর]] কর্নেল পদে দায়িত্ব পালন করেন, কিন্তু মতবিরোধের জন্য পদত্যাগ করেন। তিনি বামপন্থী রাজনীতির সাথে জড়িত ছিলেন। ১৯৭৫ সালের [[নভেম্বর ৭|৭ই নভেম্বর]] তাঁর নেতৃত্বে সিপাহি-জনতার বিপ্লব সংঘটিত হয়, যা [[খালেদ মোশাররফ]] সরকারের পতন ঘটায়, এবং জেনারেল [[জিয়াউর রহমান|জিয়াউর রহমানকে]] কারামুক্ত করে।