৪,৬৮৮টি
সম্পাদনা
(বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য যুক্ত।) |
|||
| signature =
| signature_alt =
| website = http://www.mukto-mona.com/
| portaldisp =
}}
'''অভিজিৎ রায়''' (১২ সেপ্টেম্বর ১৯৭২ - ২৬ ফেব্রুয়ারি ২০১৫) একজন বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন প্রকৌশলী, লেখক ও ব্লগার। তিনি বাংলাদেশের মুক্ত চিন্তার আন্দোলনের সাথে জড়িত ছিলেন। তিনি পেশায় একজন প্রকৌশলী কিন্তু তিনি তার স্ব-প্রতিষ্ঠিত সাইট ''
==পরিবার ও কর্মজীবন==
==মৃত্যু==
২৬ ফেব্রুয়ারি, ২০১৫ রাত্রি ৮:৩০
অভিজিৎ ও তাঁর স্ত্রীকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরে কিছুক্ষণের মধ্যেই মারা যান অভিজিৎ।<ref name="bdnews24.com"/> চিকিৎসকরা জানিয়েছেন, চাপাতির ঘায়ে তাঁর মাথা ঘাড় থেকে প্রায় বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। অস্ত্রোপচারের তোড়জোড় করতে করতেই সব শেষ হয়ে যায়।
==ভবিষ্যৎ ফল==
২৭-এ ফেব্রুয়ারি "আনসারুল্লাহ বাংলা টিম" নামক একটি অন্ধবিশ্বাসী ও উগ্রবাদী সন্ত্রাসবাদী সংস্থা এই হামলাটির দায় নেয়। "আনসারুল্লাহ বাংলা টিম" তাদের [[টুইটার]] পেজের মাধ্যমে অভিজিত রায কে হত্যা করার অভিপ্রায় জানায়।
তাদের কাছ থেকে শুক্রবার, ২৭-এ ফেব্রুয়ারি এই টুইট-টি আসে: "অভিজিত রায় কে ইসলামের বিরুদ্ধে তার অপরাধের জন্যে লক্ষ্যবস্তু করা হল।"<ref name="timesofindia.indiatimes.com">{{cite web|url=http://http://timesofindia.indiatimes.com/world/rest-of-world/US-based-Bangla-blogger-hacked-to-death-in-Dhaka/articleshow/46402996.cms|title=US-based Bangla blogger hacked to death in Dhaka|work=http://timesofindia.indiatimes.com/|accessdate=২৮ ফেব্রুয়ারি ২০১৫}}</ref>
==আরও দেখুন==
* [[হুমায়ুন আজাদ]]
==তথ্যসূত্র==
|