কৌণ্ডিন্য: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
সম্পাদনা সারাংশ নেই
১ নং লাইন:
[[File:Buddha visiting his five old friends Roundel 26 buddha ivory tusk.jpgJPG|thumb|কৌণ্ডিন্য ও তাঁর চার সাধনসঙ্গীকে শিক্ষাদানরত [[গৌতম বুদ্ধ]]]]
'''কৌণ্ডিন্য''' ([[সংস্কৃত]]: कौण्डिन्य) বা '''অজ্ঞাত কৌণ্ডিন্য''' ([[সংস্কৃত]]: अज्ञात कौण्डिन्य) (জীবনকাল- আনুমানিক খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দী) [[বৌদ্ধ ধর্মের ইতিহাস|বৌদ্ধ ধর্মের ইতিহাসে]] প্রথম [[অর্হত]] হিসেবে পরিগণিত হন। [[বুদ্ধত্ব]] লাভের পর [[গৌতম বুদ্ধ]] যে পাঁচজন সাধককে প্রথম তাঁর শিক্ষা প্রদান করেছিলেন, কৌণ্ডিন্য তাঁদের মধ্যে অন্যতম ছিলেন।
 
== প্রথম জীবন ==
কৌণ্ডিন্যের জন্ম [[সিদ্ধার্থ গৌতম|সিদ্ধার্থ গৌতমের]] জন্মের পূর্বে ঘটে। তিনি আনুমানিক খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দীতে [[কপিলাবস্তু]] নগরের নিকটে দোনাভত্তু নগরে এক সম্ভ্রান্ত ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন। কম বয়সে তিনি [[বেদ|বেদে]] পারদর্শী হয়ে ওঠেন।<ref name="encyc">{{cite book|title=Encyclopaedia of Buddhism| last = Malasekera| first = G. P. |year =1961| publisher = [[Government of Sri Lanka|Government of Ceylon]] | pages=696&ndash;698}}</ref> শাক্য প্রজাতন্ত্রের নির্বাচিত প্রধান [[শুদ্ধোধন]] তাঁর পুত্র [[সিদ্ধার্থ গৌতম|সিদ্ধার্থ গৌতমের]] জন্মের পর পুত্রের ভবিষ্যদ্বাণীর উদ্দেশ্যে একদল ব্রাহ্মণের সঙ্গে এই যুবক পণ্ডিত ব্রাহ্মণকেও আমন্ত্রণ জানান। ভবিষ্যতে [[সিদ্ধার্থ গৌতম]] একজন রাজচক্রবর্তী সম্রাট অথবা একজন সিদ্ধ সাধক হবেন এইরকম মত অন্য সকল ব্রাহ্মণেরা দিলেও একমাত্র কৌণ্ডিন্যই স্পষ্ট ভাবে উল্লেখ করেন যে, এই শিশু পরবর্তীকালে বুদ্ধত্ব লাভ করবেন।<ref name = "narada">{{cite book| last= Narada|title = A Manual of Buddhism|publisher= Buddha Educational Foundation|year= 1992| isbn=967-9920-58-5}}</ref>{{rp|১২}} [[সিদ্ধার্থ গৌতম|সিদ্ধার্থ]] ভবিষ্যতে সাধনপথ নিলে কৌণ্ডিন্য তাঁকে অনুসরণ করবেন বলে শপথ করেন।<ref name="encyc"/>কৌণ্ডিন্যের ভবিষ্যদ্বাণীকে ব্যর্থ করার উদ্দেশ্যে [[শুদ্ধোধন]] পুত্রের জীবনকে বিলাসবহুল করে তুললেও উনত্রিশ বছর বয়সে রাজকুমার সিদ্ধার্থ তাঁর প্রাসাদ ছেড়ে সর্বস্ব ত্যাগ করে সত্যানুসন্ধানের উদ্দেশ্যে তপস্বীর জীবনাযাপনের জন্য বেড়িয়ে পড়েন।<ref name = "narada"/>{{rp|২০,২৫}}
 
== তথ্যসূত্র ==