নিযামুল মুলক: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Intakhab ctg ব্যবহারকারী নিযামুল আল-মুলক পাতাটিকে নিযামুল মুলক শিরোনামে পুনির্নির্দেশনার মাধ্যমে...
সম্পাদনা সারাংশ নেই
৩ নং লাইন:
 
== জীবনী ==
নিযামুল মুলক [[তুস,ইরান|তুস]] নগরে জন্মগ্রহণ করেন। প্রথমদিকে [[গজনবীগজনভি সাম্রাজ্যরাজবংশ|গজনবীগজনভি]] সুলতানের অধীনে চাকরি করেন। ১০৫৯ সালে তিনি [[বৃহত্তর খোরাসান|খোরাসানের]] প্রধান শাসক হন।
 
১০৬৩ সাল থেকে তিনি সেলজুকদের উজির হিসেবে দায়িত্ব পালন করেন। [[আল্প আরসালান]] (১০৬৩-১০৭২) ও [[১মপ্রথম মালিক শাহ|১মপ্রথম মালিক শাহের]] (১০৭২-১০৯২) রাজত্বকাল পর্যন্ত তিনি এই পদে ছিলেন। সেলজুক সাম্রাজ্যের সরকারী ব্যবস্থাপনায় তিনি বেশ প্রভাব রেখে যান যার ফলে তিনি “নিযামুল মুলক” উপাধী লাভ করেন। এর অর্থ “রাজ্যের শৃঙ্খলা”। বিরোধীদের বিরুদ্ধে [[আব্বাসীয় খিলাফত|আব্বাসীয়]] ও [[সেলজুক সাম্রাজ্য|সেলজুকদের]] মধ্যকার রাজনৈতিক দূরত্ব দূর করতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এই বিরোধীদের মধ্যে [[ফাতিমীয়ফাতেমীয় খিলাফত|ফাতিমীয়ফাতেমীয়]] ও [[বুইয়ি রাজবংশ|বুইয়িরা]] ছিল।
 
উজিরের দায়িত্ব পালনের পাশাপাশি তিনি উচ্চশিক্ষার জন্য বেশ কিছু শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপন করেন। এগুলোর মধ্যে [[নিযামিয়ানিজামিয়া]] অন্যতম। এগুলো তার নামে নামকরণ করা হয়। বিভিন্ন ক্ষেত্রে এই শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বিভিন্ন ক্ষেত্রে ইউরোপে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়গুলোর পূর্বসূরি ও আদর্শরূপে পরিণত হয়।
 
রাজত্বের উপর লিখিত তার [[সিয়াস্তানামাসিয়াসাতনামা]] গ্রন্থটির জন্যও তিনি খ্যাত। ''দাস্তুর আল-উজারা'' নামক বইটিও তিনি লেখেন। এটি তিনি তার পুত্র আবুলফাতেহ ফখর-উল-মালেকের জন্য জন্য লেখেন। বইটি বিখ্যাত গ্রন্থ [[কাবুস নামা|কাবুস নামার]] মতই।
 
৪৮৫ হিজরির ১০ রমজান (১৪ অক্টোবর ১০৯২ খ্রিষ্টাব্দ) [[এসফাহন|ইসফাহান]] থেকে [[বাগদাদ]] যাওয়ার পথে আততায়ীর হাতে তিনি নিহত হন। বিভিন্ন মৌলিক সূত্রমতে [[অ্যাসাসিনহাশাশিন|অ্যাসাসিনরাহাশাশিনরা]] তাকে হত্যা করে। ঘাতক [[দরবেশ|দরবেশের]] ছদ্মবেশে তার দিকে অগ্রসর হয়।<ref>Waterson, James, ''The Ismaili Assassins. A history of medieval murder'' (Yorkshire, 2008) 79</ref>
 
== তথ্যসূত্র ==