২৩,০৬৬টি
সম্পাদনা
Bodhisattwa (আলোচনা | অবদান) (+) |
Bodhisattwa (আলোচনা | অবদান) অ |
||
== সিদ্ধার্থ গৌতমের জন্ম ==
শুদ্ধধোনের প্রথম পুত্র [[সিদ্ধার্থ গৌতম|সিদ্ধার্থ গৌতমের]] জন্মের সময় বা সপ্তম দিনে [[মায়াদেবী|মায়াদেবীর]] জীবনাবসান হয়। শুদ্ধোধন শিশুর জন্মের পঞ্চম দিনে তাঁর নামকরণের জন্য আটজন ব্রাহ্মণকে আমন্ত্রণ জানালে তাঁরা শিশুর নাম রাখেন সিদ্ধার্থ অর্থাৎ যিনি সিদ্ধিলাভ করেছেন।<ref name=Narada>{{Citation | last = Narada|title=A Manual of Buddhism|publisher = Buddha Educational Foundation|year=1992|isbn= 967-9920-58-5}}</ref>{{rp|৯,১২}} এই সময় পর্বতদেশ থেকে আগত [[অসিত]] নাম একজন সাধু নবজাত শিশুকে দেখে ভবিষ্যদ্বাণী করেন যে এই শিশু পরবর্তীকালে একজন রাজচক্রবর্তী অথবা একজন সিদ্ধ সাধক হবেন।<ref name=Narada/>{{rp|৯,১২}} একমাত্র সর্বকনিষ্ঠ আমন্ত্রিত ব্রাহ্মণ [[কৌণ্ডিন্য]] স্পষ্টভাবে উল্লেখ করেন যে, এই শিশু পরবর্তীকালে সংসার ত্যাগ করে [[বুদ্ধত্ব]] লাভ করবেন।<ref name=Narada/>{{rp|১১-১২}} [[কৌণ্ডিন্য|কৌণ্ডিন্যের]] এই বক্তব্যে সন্ত্রস্ত শুদ্ধোধন [[সিদ্ধার্থ গৌতম|সিদ্ধার্থের]] জীবন বিলাসিতায় পরিপূর্ণ করে বহিঃজগতের সমস্ত দুঃখ কষ্ট থেকে তাঁকে দূরে রাখার ব্যবস্থা করেন। ষোলো বছর বয়সে সিদ্ধার্থকে সংসারের প্রতি মনোযোগী করার জন্য শুদ্ধোধন তাঁকে কোলিয় গণের সুন্দরী কন্যা [[যশোধরা|যশোধরার]] সাথে বিবাহ দেন ও [[রাহুল]] নামক এক পুত্রসন্তানের জন্ম দেন। সিদ্ধার্থ তাঁর জীবনের প্রথম উনত্রিশ বছর রাজপুত্র হিসেবে অতিবাহিত করেন। বৌদ্ধ পুঁথিগুলি অনুসারে পিতা
== পরবর্তী জীবন ==
[[সিদ্ধার্থ গৌতম]] উনত্রিশ বছর বয়সে সংসার ত্যাগ করলে বিষাদগ্রস্ত শুদ্ধোধন তাঁকে খোঁজার বহু চেষ্টা করেন। [[সিদ্ধার্থ গৌতম|সিদ্ধার্থ গৌতমের]] [[বুদ্ধত্ব]] লাভের এক বছর পরে
== তথ্যসূত্র ==
|