উইকিপিডিয়া:সালিশ করার আবেদন: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
সম্পাদনা সারাংশ নেই
Archived
১ নং লাইন:
{{উইকিপিডিয়ার প্রশাসন}}
{{archive box|auto=yes}}
-----
'''সালিশ''' একটি প্রক্রিয়া, যার মাধ্যমে উইকিপিডিয়াতে বিবাদ নিরসন ও বিতর্ক সংক্রান্ত প্রশাসনিক সিদ্ধান্ত নেয়া হয়ে থাকে। সালিশ পরিষদের সদস্যরা এখানকার বিভিন্ন মামলা পর্যালোচনা করে নীতিমালা অনুযায়ী সিদ্ধান্ত নিবেন, যা উইকিপিডিয়াতে কার্যকর করা হবে।
১৫ ⟶ ১৬ নং লাইন:
[[en:Wikipedia:Requests for arbitration]]
[[Category:উইকিপিডিয়ার প্রশাসন]]
I have an complain against moheen reeyad caue he is misusing of his power,he many times breaking the terms of wikimedia. He sometime copy authors and added in the page and added as his page. He destryoing many pages of wikimedia . He is not a neutral admin. I create one page . Its name was : bang bang. And i also say that its incompleted but after this he trying to destroy this page, i want it well justice from you . Thank you ([[ব্যবহারকারী:শুভ হাল্ক|আব্দুল্লাহ আল নাহিয়ান]] ([[ব্যবহারকারী আলাপ:শুভ হাল্ক|আলাপ]]) ১৯:৩৮, ১৩ অক্টোবর ২০১৪ (ইউটিসি))
 
:[[ব্যাং ব্যাং!]] এক লাইনের নিবন্ধ। যেখানে শুধুমাত্র লেখা রয়েছে: "ব্যাং ব্যাং২০১৪ এর এ্যাকশন ফিল্ম।" তথ্যছকটিও অনুবাদ করা হয় নি। এটা উইকিপিডিয়ার নীতি অনুযায়ী লেখা হয় নি। উইকিপিডিয়ায় এ-ধরণের এক লাইনের নিবন্ধ অপসারণ করা হয়ে থাকে। অতীতেও এ-ধরণের পাতা মুছে দেয়া হয়েছে। আপনি চাইলে নিবন্ধে বর্ণনা যথেষ্ঠ যোগ করার পর আমাকে জানাতে পারেন অপসারণ ট্যাগ বাতিল করার জন্যে। আর একটা কথা "he many times breaking the terms of wikimedia" এবং "He destryoing many pages of wikimedia" বলতে আপনি কী বুঝিয়েছেন? দয়াকরে, এখানে ব্যখ্যা করুন। ধন্যবাদ। --[[ব্যবহারকারী:Moheen Reeyad|মহীন রীয়াদ]] ([[ব্যবহারকারী আলাপ:Moheen Reeyad|আলাপ]]) ০৩:১০, ১৪ অক্টোবর ২০১৪ (ইউটিসি)
 
<div class="boilerplate metadata" style="background-color: #ffeaea; padding: 0px 10px 0px 10px; border: 1px solid #8779DD;">
:''নিম্নোক্ত আলোচনাটি বর্তমানে বন্ধ করে দেওয়া হয়েছে। <span style="color:red">'''দয়া করে এটি পরিবর্তন করবেন না।'''</span> নতুন মন্তব্যের জন্য উপযুক্ত আলোচনা পাতা তৈরি করা উচিত বা [[উইকিপিডিয়া:প্রশাসকদের আলোচনাসভা|প্রশাসকদের আলোচনাসভাতে]] জানানো উচিত। এই আলোচনাতে পরবর্তি কোন সম্পাদনা করা উচিত নয়।''<!-- from Template:Archive top red-->
---- উইকিপিডিয়ার নীতি অনুসারে এখানে সবাই স্বাধীনভাবে অর্থাৎ স্বেচ্ছাশ্রমের মাধ্যমে কাজ করবেন। স্বেচ্ছাশ্রম মানে হলো, আপনি কাউকে ফোর্স করতে পারবেন না কাজের ব্যাপারে; স্বেচ্ছাসেবীর ভালো লাগলে কাজ করতে পারেন বা ভালো না লাগলে ছেড়ে দিতে পারেন। এখন, ব্যবহারকারী নির্দিষ্ট একটি নিবন্ধের আলাপ পাতায় মন্তব্য করেছিলেন (যদিও উক্ত আলাপ পাতার মন্তেব্যের টোন নিয়ে আমার যথেষ্ঠ আপত্তি রয়েছে) কিন্তু উত্তর দিতে দেরী হওয়ায় উক্ত ব্যবহারকারী যা ইচ্ছে (পুরু সম্প্রদায়কে আক্রমন!!) তাই বলেছেন। যেহেতু সম্পাদনা করার ব্যাপারে ব্যবহারকারী পুরু সম্প্রদায়কে ফোর্স করছেন এবং নীতিমালা অনুসারে কাউকে ফোর্স করা যায় না তাই বর্তমান প্রেক্ষাপটে আলোচনাটি চালু রাখার কোন মানেই হয় না। আপনার প্রতি আমার ব্যক্তিগত পরামর্শ হলো, অন্যের দোষ ধরার মানসিকতা ত্যাগ করুন এবং আশা করি পরবর্তিতে মার্জিত ভাষা ব্যবহার করবেন।-'''<span style="text-shadow:7px 7px 8px Black;">[[User:NahidSultan|<font face="Papyrus">যুদ্ধমন্ত্রী</font>]] <sup>[[User talk:NahidSultan#top|<font face="Papyrus">আলাপ</font>]]</sup></span>''' ২৩:০১, ২৪ অক্টোবর ২০১৪ (ইউটিসি)
===প্রশাসক===
আমি একজন উইকিপিডিয়ান।আমার নিজস্ব এ্যাকাউন্ট নেই। আমি উইকিতে প্রচুর অবদান রাখছি। বাংলা উইকিপিডিয়ার প্রশাসকদের মূর্খ আমি বলতে চাই। কারণ তারা শুধু হটক্যাটের মাধ্যমে হালকা অবদান রাখে। কোন পাতার আলোচনা সভায় কোন সমস্যা পেশ করা হলে তারা কোন কথা বলেনা।তারা নিজেদের বিরাট বড় মনে করেন। তারা কি অবদান রাখছে?বাংলা উইকিতে ৬০ভাগের বেশী পাতা অসম্পূর্ণ আছে। ইংরেজি উইকিতে প্রশাসক গণ আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করে । কিন্তু বাংলাতে সেটা হয়না।আমি ১২জন প্রশাসকের বিচার এবং পদচ্যুত করতে চাই। তারা কোন কাজের নয়। তারা নির্বোধ। তারা নিজেদের ক্ষমতার অপব্যবহার করছে। বিচার চাই([[Special:Contributions/203.223.95.177|203.223.95.177]] ([[User talk:203.223.95.177|আলাপ]]) ০৫:১৯, ২৪ অক্টোবর ২০১৪ (ইউটিসি))
:বাংলা উইকিপিডিয়ায় অ্যাকাউন্ট খুলতে কোনো টাকা-পয়সা লাগে না। আপনি চাইলে নিজের নামে একটা খুলতে পারেন এবং এটা সুবিধার। এতে আপনার আইপি নম্বর গোপন থাকবে। আমার জানামতে এই পাতা ব্যতীত আর কোথাও [https://bn.wikipedia.org/w/index.php?limit=100&tagfilter=&title=%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B6%E0%A7%87%E0%A6%B7%3AContributions&contribs=user&target=203.223.95.177&namespace=&tagfilter=&year=2014&month=-1 আপনার অবদান] নেই। যদিও আপনি বলছেন প্রচুর অবদান রেখেছেন! আপনি কোন পাতার আলোচনা সভায় কী সমস্যা পেশ কেরছেন তা আমাকে জানান। আপনার মতে, "বাংলা উইকিতে ৬০ ভাগের বেশী পাতা অসম্পূর্ণ", তো লেগে পড়ুন না। আর কে কী অবদান রাখছে না রাখছে তা নিয়ে না ভেবে নিজে কী অবদান রাখছেন তা নিয়ে ভাবাটাই যুক্তিযুক্ত। আর ইংরেজি উইকির মতো বাংলা উইকিতেও আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এক্ষেত্রে আপনার মতের পক্ষে যুক্তি দিন। ভালো থাকবেন। আর আশা করবো এরপর থেকে অ্যাকাউন্ট খুলে সম্পাদনা করবেন। --[[ব্যবহারকারী:Moheen Reeyad|মহীন রীয়াদ]] ([[ব্যবহারকারী আলাপ:Moheen Reeyad|আলাপ]]) ০৭:১৪, ২৪ অক্টোবর ২০১৪ (ইউটিসি)
::মহিন আপনি কি ভাবছেন আমি মুর্খ। আমি জানি এক্যাউন্ট খুলতে টাকা লাগে না। এটা ফ্রি। কিন্তু আমার ডিভাইসে সাপোর্ট করছেনা আপনারা শুধু ঘুমাতে জানেন। বুঝেছেন? আপানারা কিসে অবদান রাখছেন। না হেসে পারলাম ইংরেজি উইকিপিডিয়ার মত আপনারা সক্রিয় না। আপনিসহ অনেক সেচ্ছাসেবক কোন কাজ করেননা। আপনার থেকে আমি উইকিপিডিয়া সম্পর্কে ভালো বুঝি। আমি টেনিদা নামক আলাপ পাতায় মন্তব্য করলাম। কীন্তু আপনার প্রশাসক গণ কি করল?আপনারা ক্ষমতার অপব্যবহার করছেন। আপানাদের থেকে গাধাদের দায়িত্ব দিলে ভালো হবে। আমাকে মাফ করবেন। আমি কথা বলতে চাইনি আমাকে আপানাদের উইকিপিডিয়ার জন্য বলতে হচ্ছে। আপনারা নিজের দায়িত্বের মান রাখুন। আর প্রতেক্যটা পাতার আলাপের জবাব দেবেন ।ঠিক ইংরেজি উইকিপিডিয়ার মত। যদি খারাপ কথা বলি মাফ করবেন। ভালো থাকবেন আর প্রত্যেক নিবন্ধন উন্নায়ন নিয়ে আগে আলাপ পাতায় আলোচনা করুন সেটা ঠিক আছে কিন্তু। ভালো থাকবেন এবং আমাকে মাফ করবেন।[[Special:Contributions/203.223.94.189|203.223.94.189]] ([[User talk:203.223.94.189|আলাপ]]) ১০:৪৭, ২৪ অক্টোবর ২০১৪ (ইউটিসি)
:::ইংরেজি উইকিতে প্রতিদিন কয়েক লক্ষ স্বেচ্ছাসেবক কাজ করে। তার বিপরীতে বাংলা উইকিতে প্রতিদিন ৬-১০ জন স্বেচ্ছাসেবক কাজ করে। তো আপনি একদিনে ১০ জনের কাছ থেকে ১ লক্ষ লোকের কাজ কিভাবে আশা করেন? আপনি নিঃসন্দেহে প্রশাসক ও অন্যান্য স্বেচ্ছাসেবক থেকে অধিক জ্ঞানী, কিন্তু দুঃখের বিষয় আপনি জ্ঞানী ও সক্রিয় ব্যবহারকারী হয়ে মূর্খদের থেকেও কম লিখছেন বাংলা উইকিতে। আপনার মতে যদি গাধাদের দায়িত্ব দিলে আরও ভালো হয় তাহলে গাধাদের ডেকে আনুন। প্রশাসকের গাধাদের কাছে দায়িত্ব দিয়ে চলে যাবে।<br />
[https://bn.wikipedia.org/w/index.php?title=special:UserLogin&type=signup অ্যাকাউন্ট খুলতে এখানে ক্লিক করুন] বাংলা উইকি সাপোর্ট করলে এই লিঙ্কটি সাপোর্ট করবে না কেন?--[[ব্যবহারকারী:Aftab1995|আফতাব]] <small>([[ব্যবহারকারী আলাপ:Aftab1995|আলাপ]])</small> ১৬:২০, ২৪ অক্টোবর ২০১৪ (ইউটিসি)
 
*আফতাব ভাই আপনার কথা ঠিক। তাহলে আমরা সকলে সততার সাথে কাজ করি তাহলে আমরা বাংলা উইকিতে উন্নতি করতে পারব। আশা করি,আপনি বুঝতে পারছেন। আমার কথার মানে কি? যখন কেউ কোন আলাপ পাতায় বর্ণনা বা সমস্যা তুলে ধরে তখন আপনারা সেটার মূল্য দেননা। আপনি জানেন এই ভাষার জন্য আমরা অন্দোলন করেছি। ঠিক তেমনি এই ভাষার উন্নায়নের আন্দোলন বা যুদ্ধে নেমে পড়ি। জাপানি উইকিতে বাংলা উইকির চেয়ে বেশী নিবন্ধন আছে। আর আমার বিশ্ব রাঙ্কিং এ ৮ম। আর তারা তো টপ ১০ এর রাঙ্কিং নেই। তাহলে আমরা এত উচ্চ রাঙ্কিং এ থাকে সত্ত্বেও আমরা পিছিয়ে আছি। আমি চাই বাংলা উইকিপিডিয়ার উন্নায়নের আন্দোলনে প্রত্যেক সেচ্ছাসেবক যুদ্ধে নামুক। আর আপনারা আরো সক্রিয় হন। ভালো থাকবেন।([[Special:Contributions/203.223.94.149|203.223.94.149]] ([[User talk:203.223.94.149|আলাপ]]) ১৭:৫১, ২৪ অক্টোবর ২০১৪ (ইউটিসি))
::আপনি [[আলাপ:টেনিদা|টেনিদা]] নিবন্ধের আলাপ পাতায় নিবন্ধ উন্নয়নের প্রসঙ্গে মন্তব্য রেখেছেন গত ২২ অক্টোবর ২০১৪ তারিখে। সেখানে আপনার আইপি ছিলো "203.223.94.176" এবং এই আলাপে তিনবার তিন আইপি থেকে মন্তব্য রেখেছেন। অ্যাকাউন্ট না খোলার এই সমস্যা, তাই অ্যাকাউন্ট খোলার কথা বলছিলাম। হাতে গোণা কয়েকজন সেচ্ছাসেবক নিয়মিত উইকিতে কাজ করে থাকেন। সময়-সুযোগের অভাবে হয়তো এই দুই দিনে এখনো করা হয় নি। কিন্তু এখানে ক্ষমতার অপব্যবহারের প্রসঙ্গ আসলো কীভাবে? আপনি উইকিপিডিয়া সম্পর্কে যেহেতু এতো ভালো বোঝেন, চাইলে অন্যকে না বলে নিজেও শুরু করে দিতে পারতেন। এখানে তিন প্যারা অপমন্তব্য না করে ওখানে এক প্যারা লিখলেও নিবন্ধটি কিছুটা বৃদ্ধি পেতো! দেখুন, উইকিপিডিয়া কারো পেশা নয় এবং এটা কাওকে খাওয়ায় না! তাই আমি কাজ করি কী করি না এটা বলার অধিকার আপনি রাখেন না। তাছাড়া আপনি ব্যক্তিগত আক্রমনাত্মক অচরণ করছেন, যা অশোভন। অন্তত আপনার থেকে আমার অবদান ১০০ গুণ বেশি। আর আপনাকে গাধা ভাবার প্রয়োজন নেই, আপনার মন্তব্য থেকেই তা বুঝে নেয়া যায়। --[[ব্যবহারকারী:Moheen Reeyad|মহীন রীয়াদ]] ([[ব্যবহারকারী আলাপ:Moheen Reeyad|আলাপ]]) ১৮:০৭, ২৪ অক্টোবর ২০১৪ (ইউটিসি)
 
::: আপনি নিজের কোনো অ্যাকাউন্ট নেই, একটিও নিবন্ধ সম্পদান করেননি, নিজের পরিচয় দেয়ার মত যোগ্যতাও নেই, অথচ আপনি অন্যদের ভুল প্রমানের চেষ্টা করছেন। বাংলা উইকিপিডিয়া বর্তমানে যে অবস্থায় রয়েছে সেটি সম্ভব হয়েছে, যারা নিয়মিত অবদান রাখেন তাদের জন্য। আপনার মত অনেকে এমন আসেন, কয়েকদিন আগ্রহ সহকারে অন্যদের ভুল প্রমানের চেষ্টা করেন, আবার হয়িয়ে যান। একতরফাভাবে অন্যদের দোষ দেয়ার আগে কিছু কাজ করুন। অন্য কারো থেকে বেশি করতে হবে এমন বলছি না, তবে আগে আলোচনা করার মত যোগ্যতা অর্জন করুন। অন্যকে ভুল বলার সাথে সাথে সঠিক কাজটি করে দেখান। আপনাকে বিশেষ কিছু বলার নেই, আর বললেও সেটি অপাত্রে দান করার মতই হবে।
::: অন্তত কয়েকটি নিবন্ধের মত উন্নয়ন করুন, নিয়মিত কিছুদিন সম্পাদনা করুন। এরপর না হয় আমরা ভালো খারাপ নিয়ে কথা বলবো। ভালো থাকবেন, আশা করুন শিঘ্রই আপনি বাংলা উইকিপিডিয়াতে নিয়মিত অবদাব রাখবেন। --[[user:nasir8891|<span style="color:#006699">নাসির খান সৈকত</span>]] • <small>[[user talk:Nasir8891|<span style="color:#215876">আলাপ</span>]] </small>• ২০:২২, ২৪ অক্টোবর ২০১৪ (ইউটিসি)
----
:''ওপরের আলোচনাটি পুরোনো আলোচনার একটি সংগ্রহ হিসেবে বিদ্যমান। <span style="color:red">'''অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না।'''</span> এ সম্পর্কিত যে-কোনো আলোচনা যথোপযুক্ত স্থান, যেমন: মূল আলাপ পাতার নতুন আলোচনাসূত্রে শুরু করুন। এই আলোচনায় কোনো নতুন সম্পাদনা গ্রহণযোগ্য নয়।''<!-- from Template:Archive bottom --></div>
 
== বৌধিসত্ত্ব এর ধ্বংসপ্রবণ সম্পাদনা==
 
বৌধিসত্ত্ব একজন মাননীয় ব্যবহারকারী। উইকিতে সংক্ষিপ্ত নিবন্ধ অপসারণ ট্যাগ যোগ করতে নিষেধ করা হয়েছে। তার বদলে ছোট নিবন্ধ টেমপ্লেট যোগ করতে বলা হয়েছে। কিন্তু বৌধিসত্ত্ব সেটি অমাণ্য করেছেন। কিন্তু সে সংক্ষিপ্ত নিবন্ধে অপসারণ ট্যাগ যোগ চলিয়ে যাচ্ছেন। এই ধ্বংসপ্রবণ সম্পাদনার বিচার চাই।[[Special:Contributions/116.58.205.253|116.58.205.253]] ([[User talk:116.58.205.253|আলাপ]]) ১৫:১৪, ৮ ডিসেম্বর ২০১৪ (ইউটিসি)
 
:{{agree}}--{{user4|খান আল নোমান}}১৫:৩৩, ৮ ডিসেম্বর ২০১৪ (ইউটিসি)