১৯৮২ আইসিসি ট্রফি: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Suvray (আলোচনা | অবদান)
ট্যাগ অপসারণ করা হয়েছে
Suvray (আলোচনা | অবদান)
২১ নং লাইন:
| next_tournament = ১৯৮৬ আইসিসি ট্রফি
}}
'''১৯৮২ আইসিসি ট্রফি''' [[সীমিত ওভারের ক্রিকেট|সীমিত ওভারের]] [[ক্রিকেট]] [[প্রতিযোগিতা]] হিসেবে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হয়। ১৬ জুন থেকে ২০ জুলাই সময়কালে [[ইংল্যান্ড|ইংল্যান্ডে]] অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় [[আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের সদস্যদের তালিকা#সহযোগী সদস্য|১৬ দেশের]] জাতীয় দল অংশগ্রহণ করে। প্রত্যেক দল ৬০ ওভারব্যাপী খেলায় অংশ নেয়। খেলায় সাদা পোষাক ও লাল বল ব্যবহৃত হয়। [[১৯৭৯ আইসিসি ট্রফি|১৯৭৯]] সালের প্রতিযোগিতার ন্যায় সকল খেলা মিডল্যান্ডসে অনুষ্ঠিত হলেও চূড়ান্ত খেলা লিচেস্টারের গ্রেস রোডে আয়োজনের ব্যবস্থা করা হয়। [[জিম্বাবুয়ে জাতীয় ক্রিকেট দল|জিম্বাবুয়ে দল]] [[বারমুদা জাতীয় ক্রিকেট দল||বারমুদাকে]] হারিয়ে [[১৯৮৩ ক্রিকেট বিশ্বকাপ|১৯৮৩]] সালের [[ক্রিকেট বিশ্বকাপ|ক্রিকেট বিশ্বকাপের]] মূল-পর্বের খেলায় অংশগ্রহণের যোগ্যতা লাভ করে। প্রতিযোগিতা আয়োজনকালে দূর্যোগপূর্ণ [[আবহাওয়া]] থাকায় অনেকগুলো খেলা পূর্বেই শেষ হয়ে যায় অথবা [[বৃষ্টি|বৃষ্টির]] কারণে পরিত্যক্ত ঘোষিত হয়। তন্মধ্যে [[পশ্চিম আফ্রিকা ক্রিকেট দল|পশ্চিম আফ্রিকা দল]] গ্রুপ পর্বের সাত খেলায় মাত্র দুইটিতে ফলাফল আনতে সক্ষম হয়।
 
[[১৯৭৯ আইসিসি ট্রফি|পূর্বেকার প্রতিযোগিতায়]] [[শ্রীলঙ্কা জাতীয় ক্রিকেট দল|শ্রীলঙ্কা]] জয়লাভ করে। দলটি [[আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল|আইসিসি]] কর্তৃক [[আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের সদস্যদের তালিকা|পূর্ণাঙ্গ সদস্য]] হওয়ায় [[টেস্ট ক্রিকেট|টেস্ট]] ও [[একদিনের আন্তর্জাতিক|একদিনের আন্তর্জাতিকে]] খেলার মর্যাদা লাভ করে। ফলে তারা এবারের আসরে অংশগ্রহণ করেনি ও স্বয়ংক্রিয়ভাবে বিশ্বকাপের চূড়ান্ত পর্বে খেলে। অন্যদিকে [[কানাডা জাতীয় ক্রিকেট দল|কানাডা দল]] চূড়ান্ত পর্বে উঠতে ব্যর্থ হয়।