স্থাপত্য: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Moheen (আলোচনা | অবদান)
বহিঃসংযোগ
Razu fox (আলোচনা | অবদান)
সম্পাদনা সারাংশ নেই
১ নং লাইন:
[[চিত্র:Jatiyo Sangshad Bhaban (Roehl).jpg|right|thumb|300px|বাংলাদেশের জাতীয় সংসদ ভবন - আধুনিক স্থাপত্যের এক অনন্য নিদর্শন]]
'''স্থাপত্য''' হচ্ছে দালান এবং অন্যান্য বাস্তব কাঠামো নির্মাণের পরিকল্পনা, নকশা এবং নির্মাণ প্রক্রিয়া ও কাজ। স্থাপত্য দালানের মূল উপাদান হিসেবে কাজ করে, এবং এটি শিল্পকর্ম হিসেবে অনুভূত হয়। ঐতিহাসিক সভ্যতা গুলো প্রায় স্থাপত্য গত অর্জনকে প্রকাশ করে থাকে।
 
"স্থাপত্য"এর অর্থ হতে পারেঃ
'''স্থাপত্য''' হল ইমারত এবং কোন বাস্তব কাঠামো তৈরির শিল্প এবং বিজ্ঞান।সময়ের সঙ্গে সঙ্গে বাংলাদেশের স্থাপত্য উন্নতি লাভ করেছে এবং বহুসহস্রাব্দ-প্রাচীন ইতিহাসে বিশ্বের বিভিন্ন অঞ্চল ও দেশের সঙ্গে সাংস্কৃতিক আদানপ্রদানের সুবাদের একাধিক বহিঃপ্রভাবকে সাঙ্গীকৃত করেছে। যে স্থাপত্যরীতি বাংলাদেশে অনুশীলিত হয় তা দেশের প্রতিষ্ঠিত ঐতিহ্য ও বহিরাগত সাংস্কৃতিক সংযোগের পরীক্ষানিরীক্ষা ও প্রয়োগের ফসল।
* দালান ও অন্যান্য বাস্তব কাঠামোর সাধারণ পরিভাষা।
 
* এটি ভবন ও অন্যান্য কাঠামো নির্মাণের শিল্প ও বিজ্ঞান।
প্রাচ্য সভ্যতা প্রাচীন হলেও আধুনিক বাংলাদেশে বিভিন্ন সমকালীন মূল্যবোধেরও প্রতিফলন দেখা যায়। বাংলাদেশ যখন বিশ্ব অর্থনীতির সঙ্গে আরও ঘনিষ্ঠ সূত্রে আবদ্ধ হয় তখন দেশের নগরাঞ্চলীয় স্থাপত্যের চরম উন্মেষ ঘটে। বর্তমান যুগেও ঐতিহ্যশালী বাস্তুশাস্ত্র বাংলাদেশের স্থাপত্যে গভীর প্রভাব বিস্তার করে থাকে।
* এটি ভবন ও অন্যান্য কাঠামোর নির্মাণ শৈলী ও নির্মাণ কৌশল।
 
* এটি শিল্প, বিজ্ঞান, প্রযুক্তি বিদ্যা।
* এটি স্থাপত্য চর্চা, যেখানে স্থাপত্য মানে পেশাদারি পরিষেবাকে প্রকাশ করে, যার সাথে জরিত থাকে ভবনের নকশা, নির্মাণ ও নির্মাণ পরিবেশ।
* এটি হচ্ছে স্থপতির নকশার কার্যকলাপ।
== চিত্রকক্ষ ==
<gallery>