মতলব উত্তর উপজেলা: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Saparvez (আলোচনা | অবদান)
৫৭ নং লাইন:
'''শিক্ষা সংক্রান্ত''': সরকারী প্রাথমিক বিদ্যালয় ১২০টি, বে-সরকারী প্রাথমিক বিদ্যালয় ২৭টি, কমিউনিটি প্রাথমিক বিদ্যালয় ২১টি, জুনিয়র উচ্চ বিদ্যালয় ০৪টি উচ্চ বিদ্যালয় (সহশিক্ষা) ৩১টি, উচ্চ বিদ্যালয় (বালিকা) ০২টি, দাখিল মাদ্রাসা ৪টি, আলিম মাদ্রাসা ০৩টি, ফাজিল মাদ্রাসা ০২টি, কামিল মাদ্রাসা ০১টি, কলেজ (সহপাঠ) ০৬টি, কলেজ (বালিকা) ০১টি। শিক্ষার হার ৭৩%, পুরুষ ৭২% এবং মহিলা ৭৬%। মতলব উত্তর উপজেলায় অনেক স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। এর মধ্যে অন্যতম হল:
 
''উচ্চ বিদ্যালয়'':ধনাগোদা-তালতলী উচ্চ বিদ্যালয়, বাগানবাড়ী আইডিয়েল একাডেমী উচ্চ বিদ্যালয় (উবি), দি কার্টার একাডেমী, দশানী মোহনপুর উবি, পাঁচআনী উবি, ধনাগোদা-তালতলী উচ্চ বিদ্যালয়, চরকালিয়া উবি, সুজাতপুর নেছারিয়া উবি, নীলনগর উবি, পাঠান বাজার আবেদীয়া উবি, দূর্গাপুর জনকল্যাণ উবি, নিশ্চিন্তপুর উবি, জিবগাও জে. হক উবি, মাথাভাঙ্গা আদর্শ উবি, মমরুজকান্দি সপ্তগ্রাম উবি, নাউরী আহম্মদীয়া উবি, হাজী মো. সিদ্দিকুর রহমান উবি, জমিলা খাতুন উবি, ইন্দুরীয়া উচ্চ বিদ্যালয়, অলিপুর উবি, কালীপুর উবি, বদরপুর আকবর আলী উবি, ঝিনাইয়া উবি, এখলাছপুর উবি, ছেঙ্গারচর উবি, শিকারীকান্দি আকবরীয়া উবি, নাওভাঙ্গা জয়পুর উবি, চরপাথালিয়া নূরুল হুদা উবি, মোজাদ্দেদীয়া উবি, ফতেপুর উবি, ওটারচার উবি, লুধুয়া উবি, শরীফুল্লা উবি, সিদ্দিকা বেগম গার্লস হাই স্কুল, ইমামপুর পল্লী মঙ্গল উবি, নন্দলালপুর সামাদিয়া উবি, হাজী মঈন উদ্দিন উবি।
 
''মাদ্রাসা'': আমিয়াপুর বিবি ফাতেমা মহিলা দাখিল মাদ্রাসা, রসুলপুর হাজী চান বক্স দাখিল মাদ্রাসা, সাড়ে পাঁচানী হুসানীয়া ফাযিল মাদ্রাসা, ফরাযীকান্দি উয়েসীয়া কামিল মাদ্রাসা, বদরপুর আদমীয়া ফাযিল মাদ্রাসা, লবাইরকান্দি আল-আমিন দাখিল মাদ্রাসা, হাসিমপুর আ.সি আলীম মাদ্রাসা, নেদায়ে ইসলাম মহিলা ফাযিল মাদ্রাসা, দশানী আল-আমিন বোরহানুল উলুম দাখিল মাদ্রাসা, রাঢ়ীকান্দি এস. দাখিল মাদ্রাসা, আউলিয়াবাগ দাখিল মাদ্রাসা, লুধুয়া আহমাদীয়া এস.এম দাখিল মাদ্রাসা।