লেগ ব্রেক: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Suvray (আলোচনা | অবদান)
Suvray (আলোচনা | অবদান)
সম্প্রসারণ
৩ নং লাইন:
 
লেগ ব্রেক বোলিং করার জন্য সংশ্লিষ্ট বোলার ক্রিকেট বলকে হাতের তালুতে সবগুলো আঙ্গুল দিয়ে জড়িয়ে রাখেন। বল নিক্ষেপণের সময় হাতের কব্জিকে বামদিকে ঘোরানো হয়। অনামিকার সাহায্যে বলকে ভর দিয়ে ঘড়ির কাঁটার বিপরীত দিকে স্পিন করানো হয়। এরফলে বলটি [[cricket pitch|পিচে]] বাউন্স খেয়ে কাঙ্খিত লক্ষ্যে অগ্রসর হয়। বোলারের দৃষ্টিতে তা বামদিকে হলেও ব্যাটসম্যানের ক্ষেত্রে তা ডান দিক থেকে মোকাবেলা করার সুযোগ থাকে। লেগ সাইড থেকে স্পিন করায় এটি লেগ ব্রেক নামে অভিহিত। এর অর্থ হলো - পায়ের দিক থেকে এটি উইকেট ভাঙ্গতে সক্ষম। বল পিচে ফেললেই অধিকাংশ ক্ষেত্রে বাঁক নেয়।
 
অধিকাংশ ক্ষেত্রেই একজন লেগ স্পিন বোলার [[line and length|সঠিক নিশানায়]] লেগ ব্রেক বল ছুঁড়ে থাকেন। এতে সাইড স্পিন ও টপ স্পিনের মিশেল থাকে।
 
লেগ ব্রেককে অন্যতম কঠিন ধরনের স্পিন ডেলিভারি হিসেবে বিবেচনা করা হয়ে থাকে। বিশেষ করে ডানহাতি ব্যাটসম্যান জন্য এ ধরনের বল মোকাবেলা করা বেশ কষ্টসাধ্য। কারণ, বল ব্যাটসম্যানের শরীর থেকে বেশ দূরে থাকে। এর মানে হলো যে, হিসাব-নিকাশে কোন ভুল হলে বল ব্যাটের বহিরাংশ স্পর্শ করে [[উইকেট-কিপার]] কিংবা [[slip (cricket)|স্লিপ]] ফিল্ডারের হাতে ক্যাচে রূপান্তর ঘটবে।
 
[[Image:Leg break small.gif|frame|right|200px|লেগ ব্রেক বা লেগ স্পিন বল ছোড়ার চিত্র]]
 
== আরও দেখুন ==
* [[বোলিং (ক্রিকেট)|বোলিং]]
* [[অফ ব্রেক]]
* [[ব্যাটিং (ক্রিকেট)|ব্যাটসম্যান]]
* [[উইকেট-কিপার]]
 
{{অসম্পূর্ণ}}
[[বিষয়শ্রেণী:ক্রিকেটে বল ছোড়া]]
[[বিষয়শ্রেণী:ক্রিকেট পরিভাষা]]