হুসাইন বিন আলি, মক্কার শরিফ: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
৩৯ নং লাইন:
 
== আরব বিদ্রোহ ==
১৯১৬ সালের আগে হুসাইন বিন আলী [[আরব জাতীয়তাবাদ|আরব জাতীয়তাবাদে]] উদ্বুদ্ধ ছিলেন বলে প্রমাণ পাওয়া না গেলেও উসমানীয় সাম্রাজ্যে তুর্কি জাতীয়তাবাদ যা ১৯০৮ সালের [[যুবতরুণ তুর্কি বিপ্লব|যুবতরুণ তুর্কি বিপ্লবের]] সময় সর্বোচ্চ সীমায় পৌছায়, তা হাশিমীদেরকে অসন্তুষ্ট করে এবং ফলশ্রুতিতে উসমানীয় বিপ্লবীদের সাথে তাদের দ্বন্দ্বের সূচনা হয়<ref name="Lion of Jordan">{{cite book |isbn=978-0-141-01728-0 |author=Avi Shlaim |title=Lion of Jordan |publisher=Penguin Books, Ltd}}</ref>। [[১মপ্রথম বিশ্বযুদ্ধ|১মপ্রথম বিশ্বযুদ্ধের]] প্রাক্কালে হুসাইন উসমানীয়দের সাথে মিত্রতা বজায় রাখলেও তার পুত্র [[১মপ্রথম আবদুল্লাহ, জর্ডান|আবদুল্লাহর]] পরামর্শে গোপনে [[ব্রিটিশ|ব্রিটিশদের]] সাথে আলোচনা চালিয়ে যান। আবদুল্লাহ ১৯১৪ সালে উসমানীয় সংসদে দায়িত্ব পালন করেন এবং বিশ্বাস করতেন যে ক্রমান্বয়ে জাতীয়তাবাদী হয়ে উঠা উসমানীয় প্রশাসন থেকে আলাদা হওয়া উচিত<ref name="Lion of Jordan"/>। উসমানীয় সরকার যুদ্ধ শেষে হুসাইনকে পদচ্যুত করার পরিকল্পনা করে যা হাশিমী-ব্রিটিশ মিত্রতাকে পোক্ত করে তোলে{{Citation needed|date=March 2011}}। ব্রিটিশ যুদ্ধমন্ত্রী [[লর্ড কিচনার]] মিত্রশক্তিকে সাহায্য করার জন্য তাকে অনুরোধ করেন। ১৯১৫ সালে হুসাইন এই সুযোগ গ্রহণ করেন এবং হেজাজ ও পার্শ্ববর্তী অন্যান্য এলাকা নিয়ে একটি আরব জাতি সেই সাথে আরব খিলাফতের দাবি তোলেন<ref name="Lion of Jordan"/>। ব্রিটিশ হাইকমিশনার [[হেনরি ম্যাকমোহনম্যাকমাহন]] তা গ্রহণ করেন এবং নিশ্চিত করেন যে সাহায্যের জন্য [[কুয়েত]], [[এডেন]] ও [[সিরিয়া|সিরিয়ার]] উপকূলে রাজকীয় গুরুত্বপূর্ণ অঞ্চল ব্যতিত [[মিশর]] থেকে [[পারস্য]] পর্যন্ত আরব সাম্রাজ্য প্রদানের মাধ্যমে তাকে পুরষ্কৃত করা হবে। কিন্তু দীর্ঘ আলোচনার পর দুই পক্ষ স্পষ্ট শর্তে পৌছতে সক্ষম না হওয়ায় (যার মধ্যে [[ফিলিস্তিন]] বিষয়টিও ছিল)<ref name="Lion of Jordan"/> হুসাইন অধৈর্য হয়ে পড়েন এবং ১৯১৬ সালে আরব বিদ্রোহের সূচনা করেন।
 
== ১ম বিশ্বযুদ্ধ ==