আট-আনী জমিদার বাড়ি: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Muktagacha_Palace.jpg ফাইলটি অপসারিত হয়েছে, কারণ কমন্স হতে Natuur12 এটি মুছে ফেলেছেন
Sattyajit Paul (আলোচনা | অবদান)
সম্পাদনা সারাংশ নেই
২৩ নং লাইন:
 
== ইতিহাস ==
জমিদার আচার্য চৌধুরী বংশ [[মুক্তাগাছা]] শহরের গোড়াপত্তন করেন । আচার্য চৌধুরী বংশ শহরের গোড়াপত্তন করে এখানেই বসতি স্থাপন করেন। আচার্য চৌধুরী বংশের প্রথম পুরম্নষ শ্রীকৃষ্ণ আচার্য চৌধুরী ছিলেন [[বগুড়া|বগুড়ার]] বাসিন্দা। তিনি [[মুর্শিদাবাদ|মুর্শিদাবাদের]] দরবারে রাজস্ব বিভাগে কর্মরত ছিলেন। তিনি ছিলেন নবাবের খুবই আস্থাভাজন। নবাবের দরবারে রাজস্ব বিভাগে কর্মরত থাকা অবস্থায় ১১৩২ সালে তিনি সেই সময়ের আলাপসিং পরগণার বন্দোবসত্ম নিয়েছিলেন। উলেস্নখ করা যেতে পারে যে, বর্তমানে মুক্তাগাছা শহরসহ মুক্তাগাছা উপজেলার বেশিরভাগই ছিল আলাপসিং পরগণার অমত্মর্ভূক্ত।
১৭৫৭ সালে [[পলাশীর যুদ্ধ]] শেষ হওয়ার পর নানা কারণে শ্রীকৃষ্ণ আচার্য চৌধুরীর ৪ ছেলে বগুড়া থেকে আলাপসিং এস বসবাসের জন্য সিদ্ধান্ত গ্রহণ করেন। শ্রীকৃষ্ণ আচার্য চৌধুরীর এই ৪ ছেলে হচ্ছে রামরাম, হররাম, বিষ্ণুরাম ও শিবরাম। বসতি স্থাপনের আগে তারা এ পরগণার বিভিন্ন স্থান ঘুরে ফিরে দেখেন এবং বর্তমান মুক্তাগাছা এলাকায় বসতি স্থাপনের জন্য মনস্থির করেন। সে সময়ে আলাপসিং পরগণায় খুব একটা জনবসতি ছিলনা। চারদিকে ছিলো অরণ্য আর জলাভূমি। শ্রীকৃষ্ণ আচার্য্যের ৪ছেলে ব্রহ্মপূত্র নদের শাখা নদী আয়মানের তীরবর্তী স্থানে নৌকা ভিড়িয়ে ছিলেন। জমিদারদের পরিত্যক্স সেই বাড়ীটি সহজেই পর্যটকদের মন কারে।<ref>http://muktagacha.mymensingh.gov.bd/node/256724</ref>
 
== স্থাপত্য ==
মুক্তাগাছার জমিদারির মোট অংশ ১৬টি। অর্থাৎ ১৬ জন জমিদার এখানে শাসন করতেন। মুক্তাগাছা রাজবাড়িটির প্রবেশমুখে রয়েছে বিশাল ফটক। ভেতরে প্রবেশ করলে জীর্ণপ্রায় বাড়িটির অন্য রকম সৌন্দর্যে চোখ জুড়িয়ে যাবে। প্রায় ১০০ একর জায়গার ওপর নির্মিত এই রাজবাড়িটি প্রাচীন স্থাপনাশৈলীর অনন্য নিদর্শন।
শুরুতেই দেখা পাবেন একতলা একটি ভবনের। লোহার পাত আর কাঠের পাটাতন দিয়ে করা ছাদ চমৎকার! তা ছাড়া লোহার পাতের নানা রকম নকশা এ বাড়ির চারপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে। এখানে একসময় ছিল ঘূর্ণায়মান একটি রঙ্গমঞ্চ। দৃষ্টিনন্দন রাজ রাজেশ্বরী [[মন্দির|মন্দিরটির]] দেখা পাবেন রাজবাড়ির প্রবেশমুখেই। রাজকোষাগার, টিন আর কাঠের তৈরি অসাধারণ এক-দোতলা রাজপ্রাসাদ, রানির অন্দরমহল। লম্বা লম্বা করিডরগুলোও মুগ্ধতা জাগায়।
তা ছাড়া আরও আছে লাইব্রেরি, দরবার হল, কাচারিঘর, [[লক্ষ্মী|লক্ষ্মীপূজা]] আর [[দুর্গাপূজা|দুর্গাপূজার]] ঘর। আর পেছনে রয়েছে একটি গোপন সুড়ঙ্গ। মুক্তাগাছা রাজবাড়িটি পাশেই আরও দুটি রাজবাড়ি আছে। শহীদ স্মৃতি ডিগ্রি কলেজ এর মধ্যে একটি। অন্য বাড়িটি ছিল সে সময়কার হাতিশালা। বর্তমানে এটি আর্মড ব্যাটালিয়ন পুলিশ হেডকোয়ার্টার্স হিসেবে ব্যবহূত হচ্ছে।
 
== তথ্যসূত্র ==
৩৯ নং লাইন:
[[বিষয়শ্রেণী:প্রাসাদ]]
[[বিষয়শ্রেণী:বাংলার ইতিহাস]]
[[বিষয়শ্রেণী:ময়মসিংহের দর্শনীয় স্থান]]