অড্রি হেপবার্ন: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
লিংক সংযোজন
Moheen (আলোচনা | অবদান)
সম্পাদনা সারাংশ নেই
২১ নং লাইন:
| signature = Audrey Hepburn signature.svg
}}
'''অড্রে হেপবার্ন'''' ({{IPAc-en|ˈ|ɔː|d|r|i|_|ˈ|h|ɛ|p|ˌ|b|ɜr|n}}; জন্ম '''অড্রে ক্যাথলিন রাস্টন'''; মে ৪, ১৯২৯-২০ জানুয়ারি ২০, ১৯৯৩) ছিলেন একজন [[ব্রিটিশ]] অভিনেত্রী এবং [[Humanitarianism|মানবহিতৈষী]]। ছিলেন।[[ক্লাসিক্যাল হলিউড চলচ্চিত্র|হলিউডের স্বর্ণযুগের ]] সময় তিনিসক্রিয় থাকায় হেপবার্ন একজন ফিল্মচলচ্চিত্র ও ফ্যাশন আইকন হিসেবে খ্যাতি লাভঅর্জন করেন। তিনি [[American Film Institute|আমেরিকান ফিল্ম ইন্সটিটিউট]] তাকেকর্তৃক আমেরিকান[[মার্কিন সিনেমাযুক্তরাষ্ট্রের চলচ্চিত্র|মার্কিন চলচ্চিত্র]] ইতিহাসের তৃতীয় [[AFI's 100 Years...100 Stars|সেরা নারী অভিনেত্রীকিংবদন্তী]] হিসেবে স্বীকৃতি জানায়।পান সেরাএবং পোশাক[[International পরিধানকারীদেরBest Dressed List|আন্তর্জাতিক সেরা পোশাক-পরিধানকারী তালিকা]] হল অফ ফেমেও তিনি স্থান পান। অনেকের মতে তিনি সর্বকালের অন্যতম সেরা প্রাকৃতিক সৌন্দর্যেরপ্রকৃতিগতভাবে অধিকারী।সুন্দর নারী।<ref>[http://news.bbc.co.uk/2/hi/uk_news/3763887.stm "Audrey Hepburn tops Beauty poll"]. BBC.</ref><ref>[http://www.dailymail.co.uk/femail/article-2302866/Audrey-Hepburn-She-thought-big-nose-feet-skinny-breast.html "'She thought she had a big nose and feet, was too skinny and not enough breast': Audrey Hepburn's son reveals how the movie star never believed she was beautiful"]. Daily Mail.</ref><ref>{{cite web|last=Corliss |first=Richard |url=http://content.time.com/time/arts/article/0,8599,1580936,00.html |title=Audrey Hepburn: Still the Fairest Lady - TIME |publisher=Content.time.com |date=2007-01-20 |accessdate=2014-04-19}}</ref><ref>{{cite news| url=http://www.smh.com.au/articles/2004/05/31/1085855500521.html | work=The Sydney Morning Herald | title=Audrey Hepburn 'most beautiful woman of all time' | date=1 June 2004}}</ref>
 
[[Ixelles|ইক্সেলেস]], বেলজিয়ামের রাজধানীব্রাসেলসের ব্রাসেলস এর ইক্সেলেসএকটি জেলায় তিনিজন্মগ্রহণকারী জন্মগ্রহণহেপবার্ন করেন। শৈশবের অধিকাংশ সময় কাটেকাটান [[বেলজিয়াম]], [[ইংল্যান্ড]][[নেদারল্যান্ড]] এই তিন দেশে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানদের দখলে থাকা নেদারল্যান্ডের [[Arnhem|আর্নহেম]] শহরেও তিনি অবস্থান করেছিলেন। আমস্টারডামে থাকার সময়থাকাকালীন, তিনি তিনি[[Sonia Gaskell|সোনিয়া গাস্কেল এরগাস্কেলের]] সাথে ব্যালে নিয়ে পড়াশুনা করতেন। ১৯৪৮ সালে তিনি [[লন্ডন|লন্ডনে]] চলে আসেন।আসেন সেখানে[[Marie Rambert |ম্যারি র্যা মবার্ট এরর্যামবার্টের]] সাথে ব্যালে নিয়ে পড়াশুনাপ্রশিক্ষণ অব্যাহত রাখেন,রাখেতে এর সাথেএবং সমবেত সঙ্গীতদলের একজন হিসেবে ওয়েস্ট এন্ড মিউজিকাল প্রোডাকশনে কাজ করার সুযোগ পান। তিনি বেশ কয়েকটি ভাষায় দক্ষ ছিলেন, এর মধ্যে [[ইংরেজি ভাষা|ইংরেজি]], [[ফরাসি ভাষা|ফ্রেঞ্চফরাসি]], [[ওলন্দাজ ভাষা|ডাচ]], [[ইতালীয় ভাষা|ইতালিয়ানইতালীয়]], [[স্প্যানিশ ভাষা|স্প্যানিশ]] ও [[জার্মান ভাষা|জার্মান]] অন্তর্ভুক্ত। <ref name="bp">{{cite web|title=Was Audrey Hepburn, the Queen of Polyglotism?|url=http://news.biharprabha.com/2014/05/was-audrey-hepburn-the-queen-of-polyglotism/|publisher=news.biharprabha.com|accessdate=3 May 2014}}</ref>
 
অভিনয় জীবনের প্রথমদিকে কয়েকটি ব্রিটিশ ফিল্মেচলচ্চিত্রে অভিনয়উপস্থিতি করেন।এবং ১৯৫১ সালে ব্রডওয়ে নাটক ''[[জিজি (১৯৫১-এর নাটক)|জিজিতে]]'' তে অভিনয়ের সুযোগপর, পান ১৯৫১ সালে। ১৯৫৩ সালেহেপবার্ন ''[[রোমান হলিডে|রোমান হলিডে]]'' (১৯৫৩) চলচ্চিত্রে তিনি মুখ্যপ্রধান চরিত্রে অভিনয় করেন।করেন, এর চলচ্চিত্রেরযার জন্য তিনি তিনিপ্রথম অভিনেত্রী হিসেবে একইসাথে একটি [[একাডেমি পুরস্কার]], একটি [[গোল্ডেন গ্লোব পুরস্কার|গোল্ডেন বাফটাগ্লোব]] পুরষ্কারএবং লাভএকক করেন।কর্মসঞ্চালনের একইজন্য চরিত্রে[[ব্রিটিশ অভিনয়েরঅ্যাকাডেমি জন্যচলচ্চিত্র তিনটিপুরষ্কার|বাফটা]] পুরষ্কার একইসাথে অর্জন করার প্রথম কৃতিত্ব অর্জন করেন হেপবার্ন।করেন। একই বছর, তিনি ''[[অনডিন (নাটক)|অনডিন]]'' নাটকে অভিনয়ের জন্য সেরা[[Best Lead Actress in a Play|নাটকে শেষ্ঠ প্রধান অভিনেত্রী]] হিসেবে [[টনি অ্যাওয়ার্ড]] লাভঅর্জন করেন। পরবর্তীতে তিনি বেশ -কয়েকটি সফলসাফল্যমণ্ডিত ছবিতেচলচ্চিত্রে অভিনয় করেন, যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেরয়েছে ''[[সাবরিনা (১৯৫৪-এর চলচ্চিত্র)|সাবরিনা]]'' (১৯৫৪), ''[[দ্যাদ্য নানসনান’স স্টোরি (চলচ্চিত্র)|দ্য নান’স স্টোরি]]'' (১৯৫৯), ''[[ব্রেকফাস্ট এটঅ্যাট টিফানিসটিফিনি’স (চলচ্চিত্র)|ব্রেকফাস্ট অ্যাট টিফিনি’স]]'' (১৯৬১), ''[[চ্যারেড (১৯৬৩-এর চলচ্চিত্র)|চ্যারেড]]'' (১৯৬৩), ''[[মাই ফেয়ার ল্যাডিলেডি (চলচ্চত্রি)|মাই ফেয়ার লেডি]]'' (১৯৬৪) এবং ''[[ওয়েট আনটিল ডার্ক (চলচ্চিত্র)|ওয়েট আনটিল ডার্ক]]'' (১৯৬৭), শেষোক্ত ছবিটিরচলচ্চিত্রের জন্য তিনি দ্বিতীয়দ্বিতীয়বারের মতোন একাডেমী অ্যাওয়ার্ড অর্জন করেন এবং গোল্ডেন গ্লোব পুরস্কার ও বাফটা মনোনয়ন পান। হেপবার্ন স্বল্পসংখ্যকদের মধ্যে একজন তিনি [[একাডেমী, অ্যাওয়ার্ডএ্যমি, গোল্ডেনগ্যামি গ্লোবও টনি অ্যাওয়ার্ড প্রাপ্ত ব্যাক্তিদের তালিকা|যিনি একাডেমী, বাফটাএ্যমি, গ্যামি ও টনি অ্যাওয়ার্ড]] পেয়েছেন। তিনি [[Best British Actress in a Leading Role|মূল চরিত্রে সেরাশ্রেষ্ঠ ব্রিটিশ অভিনেত্রী]] হিসেবে রেকর্ড তিনবার বাফটা অ্যাওয়ার্ড জিতেছেন। অর্জনের রেকর্ড করেন।
 
বয়স বাড়ার সাথে সাথে তিনি অভিনয়জগত থেকে দূরে সরে এসেছেন এবং [[ইউনিসেফ|ইউনিসেফের]] এর হয়ে অনেক জনহিতৈষী কাজে নিজেকে নিয়োজিত করেছিলেন। যদিও এই সংগঠনের সাথে তিনি ১৯৫৪ সাল থেকেই যুক্ত ছিলেন, তবে ১৯৮৮ থেকে ১৯৯২ সালের মধ্যে তিনি আফ্রিকা, দক্ষিণ আমেরিকা ও এশিয়ার প্রতিকূল সম্প্রদায়ের জন্য কাজ করেছিলেন। [[ইউনিসেফ গুডউইল দূত|ইউনিসেফের গুডউইল দূত]] হিসেবে তার কাজের স্বীকৃতিস্বরূপ ১৯৯২ সালের ডিসেম্বরে তাকে [[প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম]] পদকে ভূষিত করা হয়। এর মাত্র এক মাস পরেইপর, [[এপেন্ডিক্স ক্যান্সার|এপেন্ডিক্স ক্যান্সারে]] আক্রান্ত হয়ে সুইজারল্যান্ডে নিজ বাসায় ৬৩ বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন। <ref>{{cite book|last=de Givenchy|first=Hubert|title=Audrey Hepburn|publisher=Pavilion|location=London|year=2007|isbn=978-1-86205-775-3|page=19}}</ref><ref>{{cite book|last=Ferrer|first=Sean|title=Audrey Hepburn, an Elegant Spirit|publisher=Atria|location=New York|year=2005|isbn=978-0-671-02479-6|page=148}}</ref><ref name=barryparis>{{cite book|last=Paris|first=Barry|title=Audrey Hepburn|publisher=Berkley Trade|location=City|year=2001|isbn=978-0-425-18212-3}}</ref> অভিনেত্রী [[ক্যাথেরিন হেপবার্ন|ক্যাথেরিন হেপবার্নের]] এর সাথে তার কোন সম্বন্ধ ছিলনা।
 
অভিনয় জীবনের প্রথমদিকে কয়েকটি ব্রিটিশ ফিল্মে অভিনয় করেন। ব্রডওয়ে নাটক ''[[জিজি]]'' তে অভিনয়ের সুযোগ পান ১৯৫১ সালে। ১৯৫৩ সালে ''[[রোমান হলিডে]]'' চলচ্চিত্রে তিনি মুখ্য চরিত্রে অভিনয় করেন। এর চলচ্চিত্রের জন্য তিনি তিনি একটি [[একাডেমি পুরস্কার]], গোল্ডেন গ্লোব ও বাফটা পুরষ্কার লাভ করেন। একই চরিত্রে অভিনয়ের জন্য তিনটি পুরষ্কার একইসাথে অর্জন করার প্রথম কৃতিত্ব অর্জন করেন হেপবার্ন। একই বছর তিনি ''[[অনডিন]]'' নাটকে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রী হিসেবে [[টনি অ্যাওয়ার্ড]] লাভ করেন। পরবর্তীতে তিনি বেশ কয়েকটি সফল ছবিতে অভিনয় করেন, যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ''[[সাবরিনা]]'' (১৯৫৪), ''[[দ্যা নানস স্টোরি]]'' (১৯৫৯),''[[ব্রেকফাস্ট এট টিফানিস]]'' (১৯৬১),''[[চ্যারেড]]'' (১৯৬৩), ''[[মাই ফেয়ার ল্যাডি]]'' (১৯৬৪) এবং ''[[ওয়েট আনটিল ডার্ক]]'' (১৯৬৭)। শেষোক্ত ছবিটির জন্য তিনি দ্বিতীয় একাডেমী অ্যাওয়ার্ড অর্জন করেন এবং গোল্ডেন গ্লোব ও বাফটা মনোনয়ন পান। হেপবার্ন স্বল্পসংখ্যকদের মধ্যে একজন তিনি একাডেমী অ্যাওয়ার্ড, গোল্ডেন গ্লোব, বাফটা ও টনি অ্যাওয়ার্ড পেয়েছেন। তিনি মূল চরিত্রে সেরা অভিনেত্রী হিসেবে রেকর্ড তিনবার বাফটা অ্যাওয়ার্ড জিতেছেন।
 
বয়স বাড়ার সাথে সাথে তিনি অভিনয়জগত থেকে দূরে সরে এসেছেন এবং [[ইউনিসেফ]] এর হয়ে অনেক জনহিতৈষী কাজে নিজেকে নিয়োজিত করেছিলেন। যদিও এই সংগঠনের সাথে তিনি ১৯৫৪ সাল থেকেই যুক্ত ছিলেন, তবে ১৯৮৮ থেকে ১৯৯২ সালের মধ্যে তিনি আফ্রিকা, দক্ষিণ আমেরিকা ও এশিয়ার প্রতিকূল সম্প্রদায়ের জন্য কাজ করেছিলেন। ইউনিসেফের গুডউইল দূত হিসেবে তার কাজের স্বীকৃতিস্বরূপ ১৯৯২ সালের ডিসেম্বরে তাকে [[প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম]] পদকে ভূষিত করা হয়। এর মাত্র এক মাস পরেই এপেন্ডিক্স ক্যান্সারে আক্রান্ত হয়ে সুইজারল্যান্ডে নিজ বাসায় ৬৩ বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন। <ref>{{cite book|last=de Givenchy|first=Hubert|title=Audrey Hepburn|publisher=Pavilion|location=London|year=2007|isbn=978-1-86205-775-3|page=19}}</ref><ref>{{cite book|last=Ferrer|first=Sean|title=Audrey Hepburn, an Elegant Spirit|publisher=Atria|location=New York|year=2005|isbn=978-0-671-02479-6|page=148}}</ref><ref name=barryparis>{{cite book|last=Paris|first=Barry|title=Audrey Hepburn|publisher=Berkley Trade|location=City|year=2001|isbn=978-0-425-18212-3}}</ref> অভিনেত্রী [[ক্যাথেরিন হেপবার্ন]] এর সাথে তার কোন সম্বন্ধ ছিলনা।
 
{{Link FA|hr}}