সত্রপ: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
তথ্যযোগ
সম্পাদনা সারাংশ নেই
৬ নং লাইন:
 
==ইতিহাস==
খ্রিস্টপূর্ব সপ্তম শতাব্দীতে মিডিয় সাম্রাজ্যের আমলেই সমগ্র সাম্রাজ্যকে কতগুলি প্রদেশ বা অঞ্চলে ভাগ করার ধারণাটির উদ্ভব ঘটে। তখন থেকেই ''সত্রপি'' বা প্রদেশগুলির উৎপত্তি শুরু হয়।<ref>[http://www.livius.org/sao-sd/satrap/satrap.htm Satraps and satrapies.] ''livius.org.'' সংগৃহীত ১৬ জানুয়ারি, ২০১৫।</ref> অন্তত ৬৪৮ খ্রিস্টপূর্বাব্দের আগেই এর শুরু বলে জানতে পারা গেছে। কিন্তু এই প্রক্রিয়া [[হাখমানেশী সাম্রাজ্য|হাখমানেশি সম্রাট]] [[মহান কুরুশ|মহান কুরুশের]] আমলে [খ্রিস্টপূর্ব ৫৭৬ (সম্ভবত) - ৫৩০]<ref>Dandamaev, M. A.. ''A political history of the Achaemenid empire''. Leiden: Brill, 1989. ISBN 90-04-09172-6. পৃঃ ৩৭৩।</ref> ৫৩০ খ্রিস্টপূর্বাব্দ নাগাদ ব্যাপকভাবে বাস্তবায়িত হতে শুরু করে।<ref>Dandamaev, M. A.. ''A political history of the Achaemenid empire''. Leiden: Brill, 1989. ISBN 90-04-09172-6. পৃঃ ৪২।</ref> [[বাইবেল|বাইবেলের]] ওল্ড টেস্টামেন্টে বুক অব দানিয়েলের ৬ পরিচ্ছদের প্রথম কবিতা থেকেও আমরা মিডিয় সাম্রাজ্যে সত্রপদের অস্তিত্বর কথা জানতে পারি। সেখানে মহান কুরুশের নিযুক্ত শতাধিক সত্রপের উল্লেখও পাওয়া যায়। যাইহোক, কুরুশের আমলে সত্রপ পদটির ধারণাগত কিছু বিবর্তন ঘটে। এর আগে পর্যন্ত প্রদেশগুলিতে সম্রাট কর্তৃক নিযুক্ত শাসকরা বাস্তবে ছিল প্রায় স্বাধীন রাজা। কিন্তু হাখমানেশি আমলে যে নতুন পারসিক ঐতিহ্যর জন্ম হয়, তা অনুযায়ী 'রাজা' পদটির একটি দৈব অনুমোদন রয়েছে বলে মনে করা হত। ফলে এই সময় থেকে প্রদেশগুলির শাসকনিয়োগের ক্ষেত্রে সাধারণভাবে শুধুমাত্র রাজবংশজাত সদস্যদেরই মনোনয়ন করা শুরু হয়।<ref name="Britannica">[http://www.britannica.com/EBchecked/topic/525034/satrap "Satrap".] ''Encyclopaedia Britannica''. সংগৃহীত ১৭ জানুয়ারি, ২০১৫।</ref> এই শাসকরা সম্রাট কর্তৃক নিযুক্ত হত, পারসিক রাজপরিবারেরই সদস্য হত এবং বার্ষিক একটি নির্দিষ্ট করের বিনিময়ে সম্রাটের কাছে দায়বদ্ধ থাকত। অর্থাৎ কোনও অর্থেই তারা রাজা ছিল না, বরং প্রদেশে রাজ-প্রতিনিধিরূপে তারা সর্বোচ্চ পদটি অলংকৃত করতো। সম্রাট প্রথম দারিয়ুসের আমলে (৫২২ - ৪৮৬ খ্রিস্টপূর্বাব্দ) সমগ্র সাম্রাজ্যকে কতগুলি প্রদেশে ভাগ করে শাসনের এই প্রক্রিয়াটি অনেকটা নির্দিষ্টরূপ ধারণ করে। এই সময় পারস্য সাম্রাজ্যকে যতদূর সম্ভব মোট ২০টি সত্রপিতে ভাগ করা হয়েছিল।<ref name="Britannica" /> গ্রিক ঐতিহাসিক [[হেরোডোটাস|হেরোডোটাসের]] বর্ণনা থেকেই আমরা এই ২০টি সত্রপির কথা জানতে পারি।<ref>Klinkott, Hilmar. ''Der Satrap: ein achaimenidischer Amtsträger und seine Handlungsspielräume''. Frankfurt am Main: Verlag Antike, 2005. ISBN 3-938032-02-2 </ref> কিন্তু দারিয়ুসের কবরস্থানে প্রাপ্ত লিপিতে ২৯টি সত্রপির কথা পাওয়া গেছে। আবার সম্রাট প্রথম দারিয়ুসের সমকালীন ইরানের [[বেহিস্তান শিলালিপি|বেহিস্তান শিলালিপিতে]] প্রাপ্ত তথ্য অনুযায়ী দারিয়ুস তাঁর রাজত্বকালে সত্রপির সংখ্যা বৃদ্ধি করে ২৩'এ দাঁড় করান। এই সময়ের একাধিক শিলালিপি থেকে প্রাপ্ত বিভিন্ন সত্রপিগুলির তালিকা তুলনা করে দেখা যায় তাদের সংখ্যা ছিল এইসময় ১২ থেকে ৩১।<ref name="Klinkot১">Klinkott, Hilmar. ''Der Satrap: ein achaimenidischer Amtsträger und seine Handlungsspielräume''. Frankfurt am Main: Verlag Antike, 2005. ISBN 3-938032-02-2 পৃঃ ৬৭।</ref> এই তালিকাগুলি প্রায় প্রত্যেকটিই শুরু হয়েছে নিম্নলিখিতভাবে<ref name="Klinkot১" /> - {{quote|সম্রাট দারিয়ুস বলেন, এইসব রাজ্যসমূহ আমার অধীন। আহুরা মাজদার প্রদত্ত অধিকারবলে আমি (তাদের) রাজা। (''Es spricht Dareios, der König: Dies sind die Länder, die mir zugefallen sind. Durch die Gunst des Ahura Mazda war ich [ihr] König.'')}} সমকালীন বিভিন্ন ঐতিহাসিক সূত্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী সত্রপির সংখ্যার এই বিভিন্নতা থেকে বোঝা যায়, পারসিক সাম্রাজ্যের এই প্রথম দিকে, অন্তত প্রথম দারিয়ুসের সময় পর্যন্ত সমগ্র সাম্রাজ্যকে এইভাবে বিভিন্ন প্রদেশে ভাগ করার প্রক্রিয়াটি চালু হলেও প্রদেশগুলির সংখ্যা ও সীমারেখা তখনও সুস্থিতি অর্জন করেনি।
 
==তথ্যসূত্র==