কলেজ স্ট্রিট কফি হাউস: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
TechnoAyan ব্যবহারকারী কফি হাউস (কলকাতা) পাতাটিকে কলেজ স্ট্রিট কফি হাউস (কলকাতা) শিরোনামে স্থানান্...
Snthakur (আলোচনা | অবদান)
কলেজ স্ট্রিট কফি হাউস (কলকাতা) কফি হাউস, কলেজ স্ট্রিট (কলকাতা) পাতায় স্থানান্তর হয়েছে
১ নং লাইন:
#REDIRECT [[কলেজ স্ট্রিট কফি হাউস (কলকাতা)]] => #REDIRECT [[কফি হাউস, কলেজ স্ট্রিট (কলকাতা)]]
[[চিত্র:College Street Coffee House.jpg|thumb|right|250px|ইন্ডিয়ান কফি হাউস বা এ্যালবার্ট হল, [[কলকাতা]].]]
'''কফি হাউস''', '''ইন্ডিয়ান কফি হাউস''' বা '''এ্যালবার্ট হলঃ''' <ref>[http://www.hindu.com/mag/2006/01/29/stories/2006012900160200.htm Flavours of another era]</ref>- উত্তর কলকাতার [[কলেজ স্ট্রিট]] চত্বরে এটি অবস্থিত ও বাঙালির-আড্ডাস্থল, কোলকাতার [[কলকাতা]] মধ্যে সেন্ট্রাল এ্যাভিনিউ এবং কলেজ স্ট্রিটের কফি-হাউজ দুটিই প্রাচীনতম। রাধাপ্রসাদ গুপ্তের দেওয়া স্মৃতিনির্ভর তথ্য অনুযায়ী, ইন্ডিয়ান কফি বোর্ডের উদ্যোগে বাঙালি কফিসেবীদের জন্য সেন্ট্রাল এ্যাভিনিউর কফি-হাউজ খোলা হয় ১৯৪১-৪২ সাল নাগাদ আর তার কিছুদিন পরেই খোলা হয় কলেজ স্ট্রিটের কফি-হাউজটি। পরে, ১৯৫৭ সাল নাগাদ অ্যালবার্ট হল কফি-হাউজ ইন্ডিয়ান কফি বোর্ডের আওতা থেকে বেরিয়ে এসে শ্রমিক সমব্যয়ের আওতায় আসে।
 
এই দুই কফি-হাউজই ছিল এককালের বাঙালি বুদ্ধিজীবীদের প্রধান আড্ডাস্থল। নিকটতম বিদ্যালয় ও বিশ্ববিদ্যালয় গুলির ছাত্রছাত্রীদের ভিড় করা ছাড়াও নামিদামী বুদ্ধিজীবী - লেখক, সাহিত্যিক, গায়ক, রাজনিতীবিদ, পেশাদার, ব্যবসায়ী ও বিদেশি [[পর্যটকদ|পর্যটকদের]] আড্ডা দেওয়ার অবারিত জায়গা হিসাবে এটি খ্যাত। বিশ্বের সবচেয়ে বড় পুরানো বইয়ের বাজার ও নতুন বইয়ের বাজার সামনে আছে বলে হাউসটিতে সব সময়েই ভিড় থাকে। চলচ্চিত্র পরিচালক [[সত্যজিৎ রায়]], বাঙালি অভিনেতা [[রূদ্রপ্রসাদ সেনগুপ্ত]]র মত প্রমুখ ব্যক্তিরাও কোননা কোন সময়ে এই কফি হাউসটিতে আড্ডা দিয়ে গেছেন।
 
== তথ্যসূত্র ==
{{reflist|4}}
 
{{কলকাতা সম্পর্কীত বিষয়বস্তু}}
 
[[বিষয়শ্রেণী:কফি হাউস]]
[[বিষয়শ্রেণী:কলকাতার দর্শনীয় স্থান]]