ববিতা: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Belayet2014 (আলোচনা | অবদান)
Belayet2014 (আলোচনা | অবদান)
৫৮ নং লাইন:
 
== কর্মজীবন ==
[[চিত্র:Riaz, Suchanda, Bobita, Tina and Champa.jpg|thumb|[[রিয়াজ]], [[সুচন্দা]], ববিতা, তিনা ও [[চম্পা (অভিনেত্রী)|চম্পা]] কক্সবাজারে ২০১৪ সালে]]
তার চলচ্চিত্র কর্মজীবনে আসার পেছনে বড়বোন সুচন্দার অনুপ্রেরনায় রয়েছে। বড়বোন সুচন্দা অভিনীত [[জহির রায়হান|জহির রায়হানের]] ''সংসার'' চলচ্চিত্রে শিশুশিল্পী হিসেবে ববিতার আত্মপ্রকাশ ঘটে ১৯৬৮ সালে।<ref name="jessore.info"/> এই চলচ্চিত্রে তিনি [[রাজ্জাক]]-[[সুচন্দা]]র মেয়ের চরিত্রে অভিনয় করেন। চলচ্চিত্র জগতে তাঁর প্রাথমিক নাম ছিলো "সুবর্ণা"। তিনি ''কলম'' নামের একটি টেলিভিশন নাটকে অভিনয় করেছিলেন সে সময়। জহির রায়হানের ''জ্বলতে সুরুজ কি নিচে'' চলচ্চিত্রে অভিনয় করতে গিয়েই তাঁর নাম "ববিতা" হয়ে যায়। ১৯৬৯ সালে ''শেষ পর্যন্ত'' চলচ্চিত্রে অভিনয় করেন প্রথম নায়িকা চরিত্রে। ১৯৬৯ সালের ১৪ই আগস্টে চলচ্চিত্রটি মুক্তি পায় এবং ঐদিন তাঁর মা মারা যান।<ref name="bobita1"/> তাঁর কর্মজীবনের শুরুতে ভগ্নিপতি [[জহির রায়হান|জহির রায়হানের]] পথ প্রদর্শনে চললেও পরে তিনি একাই পথ চলেছেন। ৭০'-এর দশকে শুধুমাত্র অভিনয়ের মাধ্যমে তিনি গোটা দশকের অন্যতম শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেন।<ref name="bobita"/>