বক্স অফিস: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
বানান
সম্প্রসারণ।
৩ নং লাইন:
 
প্রচলিত অর্থে,চলচ্চিত্রের পেক্ষাপটে '''বক্স অফিস''' কথাটি মুলত কোন থিয়েটার অথবা চলচ্চিত্রের ব্যবসায়ের পরিমাণকে নির্দেশ করে থাকে, যেখানে কোন প্রযোজনা যে পরিমাণ অর্থ আয় করতে সক্ষম হয় তার উপর ভিত্তি করে সংশ্লিষ্ট চলচ্চত্রটি "বক্স অফিস হিট" এবং "বিক্স অফিস ফ্লপ" বাক্যাংশের মাধ্যমে ব্যবসায়িকভাবে সফল অথবা বিফল কিনা তা নির্ণয় করা যায়।<ref>[http://www.answers.com/topic/box-office Answers.com]</ref>
 
== প্রয়োগ ==
চলচ্চিত্র শিল্পে '''বক্স অফিস''' এর মাধ্যমে একটি চলচ্চিত্র কি পরিমান ব্যবসা করেছে তার পরিমাপ করা হয় মোট টিকিট বিক্রির পরিমাণ অথবা টিকিট বিক্রির মাধ্যমে প্রাপ্ত সমুদয় অর্থের ভিত্তিতে। বক্স অফিস ব্যবসার পরিমাণ নির্ণ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কেননা এর সাহায্যে চলচ্চিত্টির প্রতি দর্শকদের আগ্রহ সৃষ্টি হয়। তবে চলচ্চিত্র শিল্পে বক্স অফিসের আলোচনার আড়ালে চলচ্চিত্রটির নান্দনিকতার আলোচনা হারিয়ে যায় বলে মনে করে অনেকে।
সারা বিশ্বে "বক্স অফিস", "বক্স অফিস ইন্ডিয়া", "শোবিজডাটা" "বক্স অফিস মোজো" এর মত ওয়েবসাইটঅমুহ বিশ্বব্যাপী চলচ্চিত্ বক্স অফিস রাজস্বের হিসাব প্রকাশ করেত থাকে।
 
:<math>{TWG \over 2} - {PB}</math>
 
* ''TWG'' এখানে মোট বৈশ্বিক বক্স অফিস গ্রস্কে এবং
* ''PB'' [[উৎপাদন বাজেট|উৎপাদন বাজেটকে]] নির্দেশ করে থাকে।
 
 
== তথ্যসূত্র ==