তন্ত্র: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
সম্পাদনা সারাংশ নেই
সম্পাদনা সারাংশ নেই
৩ নং লাইন:
'''তন্ত্র''' {{refn|group=note|{{lang-sa|तन्त्र}}, often simply means "treatise" or "exposition". Literally it san be said to mean "loom, warp"; hence "principle, system, doctrine, theory", from the verbal root ''{{IAST|tan}}'' "stretch, extend, expand", and the suffix ''{{IAST|tra}}'' "instrument", anglicised as '''tantrism''' or '''tantricism'''}} হল [[ভারত|ভারতে]] খ্রিস্টীয় পঞ্চম শতাব্দীর পর প্রচলিত এক বিশেষ ধরনের উপাসনা ও ধ্যানপদ্ধতির নাম।<ref>{{Cite book|last=Einoo |first=Shingo (ed.) |year=2009 |page=45 |title=Genesis and Development of Tantrism |publisher=University of Tokyo}}</ref> "তন্ত্র" শব্দটির প্রথম উল্লেখ পাওয়া যায় [[ঋগ্বেদ|ঋগ্বেদে]] (দশম। ৭১.৯)।<ref name=Banerjee>Banerjee, S.C., 1988.</ref> [[হিন্দু]], [[বোন ধর্ম|বোন]], [[বৌদ্ধ]] ও [[জৈন]] মতবাদগুলিকে এবং [[পূর্ব এশিয়া|পূর্ব]] ও [[দক্ষিণপূর্ব এশিয়া|দক্ষিণপূর্ব এশিয়ায়]] [[রেশম পথে বৌদ্ধধর্মের সম্প্রসারণ|রেশম পথে বৌদ্ধধর্মের সম্প্রসারণে]] তন্ত্র বিশেষ প্রভাব বিস্তার করেছিল। তন্ত্র শব্দটি তন+ত্র এভাবে গঠিত হয়েছে যার অর্থ তনুর ত্রাণ অর্থাৎ দেহের সুরক্ষা{{sfn|White|2000|p=7}}
 
==ষটকর্ম==
তন্ত্রের কার্যাবলিকে ৬ ভাগে ভাগ করা যায়- শান্তিকর্ম(সুরক্ষা বিধান ও আরোগ্যলাভ), বশীকরণ কর্ম (কাউকে বশ করা), স্তম্ভণ কর্ম(কোন কিছু থামিয়ে দেওয়া), বিদ্বেষণ কর্ম(দুজন বা দুপক্ষের মধ্যে বিদ্বেষ সৃষ্টি), উচ্চাটন কর্ম(শত্রুর মানসিক বিকার উৎপাদন) এবং মারণ কর্ম(শত্রুবধ)। এই ছয়টি কাজ কে ষটকর্ম বলা হয়। একটি উল্লেখযোগ্য বিষয় তন্ত্রে আরাধ্য দেবতারা সকলেই দেবী! উল্লিখিত ৬টি কর্মের জন্য আরাধ্যা দেবী যথাক্রমে [[রতি]], [[বাণী]], [[রমা]], [[জ্যেষ্ঠা]], [[দুর্গা]] এবং [[ভদ্রকালী]]।
 
==যন্ত্র==
কোন উদ্দেশ্য সাধনের জন্য নির্দেশিত মন্ত্র বা মন্ত্রের অন্তর্গত বর্ণসমূহের মান অনুযায়ী সংখ্যা, রেখা, বিন্দু, চিত্র প্রভৃতি বিশেষ কিছুর উপর (যেমন ভূর্জপত্র বা ঘরের দেয়াল) লিখে ব্যবহার করা হয়; এই লিখিত চিত্রটিই যন্ত্র। তান্ত্রিক ক্রিয়াকর্মে যন্ত্রের গুরুত্ব অনেক, আর যন্ত্রে নানারকম গাণিতিক সংখ্যা প্রতীক ও বহুবিধ জ্যামিতিক চিত্রের ব্যবহার লক্ষ্য করা যায়।
==টীকা==
{{reflist|group=note|2}}