উইকিপিডিয়া:প্রশাসক হওয়ার আবেদন/Tanweer Morshed: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
→‎মন্তব্য: নতুন মন্তব্য
৬৩ নং লাইন:
 
:::এখানে আমি আমার অবস্থান এবং চিন্তাধারা ব্যাখ্যা করেছি। আপনি প্রশ্ন না করলে হয়তো উইকিতে কখনো এটা নিয়ে লিখার প্রয়োজন হত না। প্রকৃতপক্ষে কী হওয়া উচিত বা উচিত না- সে বিষয়ে অন্যদেরও ভিন্ন মত থাকতে পারে। &nbsp;– [[User:Tanweer Morshed|<span style="color:#003366">তানভির</span>]] ([[User talk:Tanweer Morshed|<span style="color:#003366">আলাপ</span>]]) ২০:৫৫, ৩০ ডিসেম্বর ২০১৪ (ইউটিসি)
*আমার এখানে একটা কথা বলার ছিল। বিরোধিতা এসেছে ৩টি। তার মধ্যে সম্পাদনার ধরণ, সময় আর নাম দেখে আমার মনে হচ্ছে তিনটি ভিন্ন আইডি হলেও ব্যক্তি একজনই। তার মধ্যে যেটাকে আমি মুল অ্যাকাউন্ট হিসেবে ধারণা করছি সেটা বাধাদানকৃত। তাই আমার মনে হয় না বিরোধিতাগুলো গণ্য করা উচিত। আমি সরাসরি বলছি এই বিরোধিতা আমার কাছে নাটুকে আর প্রহসন মনে হচ্ছে। কারণ হিসেবে বলছি, একজন ব্যক্তি কোন কারণ ছাড়া বিরোধিতা করতে পারেন না। সমর্থন দেয়া যায়, বা নিরপেক্ষও কোন কোন ক্ষেত্রে কারণ ছাড়া হওয়া যায়। কিন্তু বিরোধিতা করার সুস্পষ্ট একটি কারণ থাকতে হয়। যেটি শুধু বলা হয়েছে ১ নং ও ৩ নং-এ। দ্বিতীয়টা কোন মূল্যই রাখে না। আবার কারণ হিসেবে ১নং-এ দেখান হয়েছে সম্পাদনা সংখ্যা কম, যা কোন দিনও প্রশাসকত্তের মাপকাঠি নয় আর ৩ নং-এ বলা হয়েছে <code>i think he is not able in his duty</code>। কিন্তু উনি কেন এই চিন্তা করেছেন তার কোন ব্যাখ্যাও দেন নি। দ্বিতীয়ত একটু পরীক্ষা করলে দেখা যাবে তিনটিই একজন ব্যক্তির (এটা আমার মত)। তাই একই ব্যক্তির তিন অ্যাকাউন্ট থেকে বিরোধিতা থাকলে এটা স্পষ্টতই [[উইকিপিডিয়া:সক পাপেট্রি|সক পাপেট্রি]]। আর এ ধরণের ক্ষেত্রে কোন বিরোধিতাই গ্রহণযোগ্য নয়। তাই আমি সবচেয়ে সক্রিয় প্রশাসক হিসেবে [[User:NahidSultan|নাহিদ]] ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করছি যে এ ক্ষেত্রে কি কোন ব্যবস্থা নেয়ার চিন্তা করছেন?--'''[[ব্যবহারকারী:Pratyya Ghosh|<span style="color:green;font-family:Verdana">প্র<font color="red">ত্য</font><font color="blue">য়</font></span>]]''' [[ব্যবহারকারী আলাপ:Pratyya Ghosh|<span style="color:orange;font-family:Verdana">(স্বাগতম)</span>]] ১৪:৫৪, ১ জানুয়ারি ২০১৫ (ইউটিসি)