উইকিপিডিয়া:প্রশাসক হওয়ার আবেদন/Tanweer Morshed: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
৫১ নং লাইন:
:::ধন্যবাদ [[User:Mayeenul Islam|মঈনুল]] ভাই এরকম একটা বিষয় তুলে ধরার জন্য। উইকিপিডিয়ার সাথে সংশ্লিষ্টতার প্রথমদিকে আমারও এরকম প্রশ্ন/ধারণা মনে জন্মেছিল। পরে উইকিপিডিয়ার নীতিমালা পড়ার পরে এবং কাজ করতে গিয়ে উইকিপিডিয়ার (অনলাইন) পরিবেশ উপলদ্ধি করার পর এই বুঝতে পারি যে প্রশাসকত্ব/ব্যুরোক্রেসি ইত্যাদি কোন বিশেষ ‘সুবিধা’, ‘পদ/পদমর্যাদা’, ‘স্বীকৃতি’ নয়। যেহেতু উইকিপিডিয়া বিশ্বব্যাপী লক্ষাধিক স্বেচ্ছাসেবকদের দ্বারা তৈরি এবং তাদের দ্বারাই এটার মেইনটেনেন্যান্স হয়ে থাকে, তাই প্রশাসক/ব্যুরোক্রেট হল সেসকল ব্যবহারকারী যারা এই মেইনটেনেন্যাস-(আরো পরিস্কার করে বলতে গেলে কিছু বাড়তি টুলস বা অধিকার, যদিও মেইনটেনেন্যান্স প্রক্রিয়ায় অন্যান্য ব্যবহারকারীরাও কাজ করে) এর সাথে জড়িত উইকিপিডিয়ানদের একটা ক্রাইটেরিয়া। ব্যাপারটা মোটেও সামাজিক স্তরবিন্যাস-এর মত কিছু না; যেমন- একজন প্রথমে ব্যবহারকারী থাকে তারপর একসময় প্রশাসক তারপরে ব্যুরোক্রেট তারপরে স্টিউয়ার্ড ইত্যাদি ইত্যাদি। এবং এই ব্যাপারেও আমি অবগত যে এই অধিকারগুলো অর্জন করা মানে স্বেচ্ছায় উইকিপিডিয়ার বিষয়বস্তুর সুষ্ঠু রক্ষার্থে কিছু জিনিস (নরমালি যেটা ব্যবহারকারীদের থাকে না)-এর প্রয়োগ করার দায়িত্ব নেয়া। এর জন্য দরকার নিজের ব্যক্তিগত জীবন সময় থেকে আতিরিক্ত কিছু সময় দেয়া এবং সে (যে প্রশাসক/ব্যুরোক্রেট ইত্যাদি হতে চায়) এজন্য একধরণের কমিটমেন্ট করে। কারণ যদি সে ঐ কাজগুলো করতে না চায়, তবে নরমাল উইকিপিডিয়ান হয়েই তো অবদান রাখা যায়।
 
:::তারপরও পুরো বিষয়টাই যেহেতু স্বেচ্ছাসেবার ভিত্তিতে গড়ে উঠা, তাই একজন মানুষ তাঁর ব্যক্তিগত (বা অন্য কারণে) জীবনের ব্যস্ততায় কোন একসময় উইকিপিডিয়া থেকে সংশ্লিষ্টতা ধীরে ধীড়ে হারিয়ে ফেলে। এটা সম্পূর্নই বাস্তব কারণে। যেমন- একটা সময় রাগিব ভাই প্রশাসক এবং ব্যুরোক্রেট হিসেবে উইকিপিডিয়ায় প্রচুর সময় দিয়েছে। আমি লক্ষ্য করেছি উনি ২০০৬ সালের দিকে কী পরিমাণ সময় উইকিতে দিয়েছেন। কিন্তু এখন কিন্তু উনি উইকিতে সময় দেয় না বললেই চলে। অর্থাৎ ব্যাপারটাই এমন যে, উইকিতে মানুষ আসবে, কাজ করবে (সামর্থ্য, ইচ্ছা, সময় ইত্যাদি অনুসারে) এবং আস্তে আস্তে (হঠাৎ করেও হতে পারে) সংশ্লিষ্টতা কমে যাবে। আর এভাবেই অগণিত মানুষের অবদানেই উইকির সমৃদ্ধকরণ হতে থাকে। বাংলা উইকির প্রেক্ষাপটে, একটা সময় ২/৩ জন প্রশাসক ছিলেন (জাহিন ভাই, রাগিব ভাই), তারপরে আস্তে আস্তে বাড়তে এখন মোট ১২ জনে দাঁড়িয়েছে। এবং এর মূলে রয়েছে বাংলা উইকির পরিধির বৃদ্ধি ও ব্যবহারকারী বৃদ্ধি। আগে উইকির পরিধি বেড়েছে, সেই অনুসারে প্রয়োজনীয় সংখ্যক প্রশাসক হয়েছে। বাস্তব কারণেই এই ১২ জনের মধ্যে ৭ জন এখন অসক্রিয়, (এটা কর্মবিরতির মত কোন ব্যাপার না, হয়তো তারা স্থায়ীভাবেই সরে গেছেন) ৫ জন সক্রিয়। এটা পরিসংখ্যানগত দিক থেকে একটা হিসাব[http://tools.wmflabs.org/xtools/adminstats/?project=bn.wikipedia.org&begin=&end=&uselang=bn (*)হিসাব]। কোন একসময় এই ৫ জনের থেকে কয়েকজন অসক্রিয় হয়ে যাবেন। সে হিসেবে উইকিতে নতুন প্রশাসক দরকার। ব্যবহারকারী-প্রশাসক/ব্যুরোক্রেট কেউই উইকিতে চিরকাল থাকে না।
 
:::এটা আপনি ভাল করেই জানেন আমি ২০০৯ থেকে উইকিতে লিখালিখি করছি। উইকির ব্যাপারে ভাল ধারণা হবার পরে আমার কিন্তু কখনোই প্রশাসক/ব্যুরোক্রেট ইত্যাদি হবার ইচ্ছে জাগেনি। জাগলে হয়তো আরো আগেই আবেদন করতাম। এ পর্যায়ে এসে উইকিতে অতিরিক্ত প্রশাসকের প্রয়োজন দরকার উপলদ্ধি করে আমি নিজেকে প্রশাসকের হবার জন্যে নিজেকে নিবেদন করছি। এ ব্যাপারে আমার চিন্তাধারা হল, যেহেতু মোটামুটি ৫ বছর ধরে উইকির সাথে সংশ্লিষ্ট, হয়তো আমি প্রশাসক হিসেবে কাজ করতে পারবো এবং এজন্যে প্রয়োজনীয় সময়/স্বেচ্ছাসেবা আমি দিতে সমর্থ বলেই বিশ্বাস করি। আর প্রশাসকের কোন কাজ নাই বা পারি তাতে আহামরি কোন সমস্যা হবে না, কারণ উইকির পরিবেশ তো এমন না যে একটা ভুল করলে সেটা স্থায়ী হয়ে গেল, উইকির সবকছুই তো আগের অবস্থায় নিয়ে আসা যায়।