উইকিপিডিয়া:প্রশাসক হওয়ার আবেদন/Tanweer Morshed: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Nabilneazee (আলোচনা | অবদান)
→‎মন্তব্য: পুরোন সকল প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করছি...
৪১ নং লাইন:
 
==== মন্তব্য ====
# মন্তব্যটাকে ভিন্নার্থে না নেয়ার অনুরোধ। দীর্ঘদিন উইকিপিডিয়ায় অনিয়মিত বলে বর্তমান প্রয়োজন, হালচাল কিছুই জানি না। এবং এও জানি, ইতোমধ্যে সম্মতির ভোটের পাল্লা ভারি, সুতরাং তানভিরকে অগ্রিম অভিনন্দন! তানভিরের, উইকিপিডিয়ার জন্য কাজ করার ফিরিস্তি এখানে দিতে চাই না, কারণ সে যে ''করছে'', ইংরেজি এবং বাংলায় সমান তালে, অনলাইন, অফলাইনে, সেটা তো আমারও চোখের সামনে। সুতরাং তাঁর প্রশাসক হবার পথে কোনো বাঁধা তো থাকার কথা না, থাকা উচিতও নয়। কিন্তু আমি প্রসঙ্গটা তুলেছি অন্য কিছু একটার দিকে আঙ্গুল তুলতে:<br>
#
::নিয়মিত উইকিপিডিয়ায় কাজ করে যেতে যেতে একটা পর্যায়ে আমাদের তৃপ্তিটা আসলে কোথায়? সেই ''অতীত থেকে দেখে আসা'' পদমর্যাদায়? নাকি কীর্তিতে?<br>
::যখনই কোনো প্রশাসকত্বের আবেদন আসে, আমরা তখনই দেখি, সেই ব্যবহারকারী কতটা অবদান রেখেছেন উইকিপিডিয়ায় - দেখাটাই স্বাভাবিক। বাদবাকি ইন্টারঅ্যাকশন কেমন ইত্যাদি। ব্যস, সন্তুষ্ট হলেই '''সমর্থন''' - না দেয়াটাই অস্বাভাবিক।<br>
::এখন প্রশ্ন হচ্ছে কতজন নিয়মিত (active) ব্যবহারকারীর বিপরীতে কতজন প্রশাসক, সত্যি বলতে কি নিয়মিত প্রশাসক (active) থাকা উচিত তার কোনো মাপকাঠি নেই। তানভিরকে হেয় করার জন্য বলছি না, কাল যদি আমিও প্রশাসকত্বের আবেদন করি, (মজা করে বলছি) কেউ হয়তো আপত্তি করবে না। :) কিন্তু কেন আমার প্রশাসক হবার দরকার? আদৌ কি আরেকজন প্রশাসক দরকার? নিয়মিত উইকিচর্চা করতে করতে করতে করতেই কি শেষ ধাপটা হলো নিজেকে '''প্রশাসক''' হিসেবে দেখা?<br>
::কেনইবা আমি আবেদন করবো? যদি তা না হয়ে থাকে?<br>
::একটাই কারণ হতে পারে, আসলেই এখন একজন প্রশাসক দরকার। যদি দরকার হয়েই থাকে আমি বিন্দুমাত্র আপত্তি করবো না। কিন্তু দরকার না থাকলে আবেদন এবং অতীত ইতিহাস সুন্দর বলেই প্রশাসকত্ব দেয়ার নীতিতে আমি দ্বিধান্বিত &mdash; দ্বিধান্বিত একারণে যে, ইংরেজি উইকিপিডিয়ায় ব্যবহারকারীদের মধ্যকার নিয়মিত অবদানকারীরা যদি প্রত্যেকে প্রশাসক হবার আবেদন করেন, তখন আসলে যে ব্যাপারটা হবে, আমি সেটা এখনই দেখতে চাচ্ছি। সব প্রশাসকত্বের আবেদনের পিছনে একটা মানদন্ড ('মানদণ্ড' শব্দের যৌক্তিক ব্যাখ্যা নিয়ে না কবচালে ভালো হয় - কারণ ওটা আবার যুগোত্তর বিতর্ক) থাকা উচিত। প্রশাসকত্ব কিংবা ব্যুরোক্র্যাসি কোনো আলটিমেট লিমিট নয়।<br>
::তানভিরকে আমি যতটা চিনি, তানভিরও আমাকে ততটা চিনে। আমাদের দুজনের সম্পর্ক আমরা দুজনই খুব ভালো করে জানি। আর এই সুসম্পর্ক একটা বিষয় খুব সহজেই প্রত্যাশা করতে পারে, আর তা হলো চোখ বুজে সমর্থন - তানভিরের প্রশ্নে আমি তা শুরুতেই জানিয়েছি। কিন্তু আমি এই প্রশ্নগুলোর উত্তর না পেলে আসলে নিজেকে ক্ষমা করতে পারবো না।&nbsp;—[[User:Mayeenul Islam|মঈনুল ইসলাম]] ([[User talk:Mayeenul Islam|আলাপ]] * [[Special:Contributions/Mayeenul Islam|অবদান]]) ১৬:১৪, ৩০ ডিসেম্বর ২০১৪ (ইউটিসি)