বোর মডেল: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Bibliography+Cat+Spelling correction
Ferdous (আলোচনা | অবদান)
১ নং লাইন:
[[File:Bohr atom animation 2.gif|thumb|right|পরমাণুর [[বোর মডেল]]]]
<small>[[Image:Bohr-atom-PAR.svg|thumb|right|310px|[[হাইড্রোজেন পরমাণু]] অথবা হাইড্রজেন সদৃশ আয়নের ({{nowrap|''Z'' > 1}}) “রাদারফোর্ড-বোর মডেল” ({{nowrap|''Z'' {{=}} 1}}), যেখানে ঋণাত্বক ইলেকট্রন নির্দিষ্ট পারমাণবিক কক্ষপথে ধনাত্বক [[নিউক্লিয়াস]] এর চারপাশে ঘুরতে থাকে এবং যখন ইলেকট্রন এক কক্ষপথ থেকে অন্য কক্ষপথে তার অবস্থান পরিবর্তন করে তখন নির্দিষ্ট পরিমান [[তড়িৎচৌম্বকীয় বিকিরন|তড়িৎচৌম্বকীয় শক্তি]] উৎপন্ন হয়। <ref name="Akhlesh Lakhtakia Ed. 1996">{{cite journal
|author=Akhlesh Lakhtakia (Ed.)
১৬ ⟶ ১৭ নং লাইন:
যে সকল কক্ষপথে ইলেকট্রন প্রদক্ষিন করতে পারে তাদের কে দেখানো হয়েছে ধুসর বৃত্ত দ্বারা;তাদের ব্যাসার্ধ এমন ভাবে বৃদ্ধি পায় যেন ''n''<sup>2</sup>, যেখানে ''n'' [[প্রধান কোয়ান্টাম সংখ্যা]]। এখানে যে পরিবর্তন প্রদর্শিত হয়েছে তা [[বামার সিরিজ]] এর প্রথম রেখা উৎপন্ন করে এবং হাইড্রোজেনে এটি ৬৫৬ [[ন্যানোমিটার]] [[তরঙ্গদৈর্ঘ]] বিশিষ্ট ফোটন কনায় পরিণত হয় (লাল রং).]]</small>
 
[['''পারমাণবিক পদার্থবিদ্যায়]]''' সর্বপ্রথম, নীলস বোর, ১৯১৩ সালে পরমাণুর “বোর মডেল” বা রাদারফোর্ড-বোর মডেল উপস্থাপন করেন। তিনি দেখান [[পরমাণু]] একটি ধনাত্বক আধানযুক্ত [[পারমা্ণবিক নিউক্লিয়াস|নিউক্লিয়াস]] এবং তাকে কেন্দ্র করে প্রদক্ষিণরত [[ইলেকট্রন]] দ্বারা তৈরি ক্ষুদ্র কণিকা যেখানে ইলেকট্রনগুলো কতগুলি কক্ষপথে নিউক্লিয়াসের চারপাশে ঘুর্নায়মান;সৌরজগতের মতই, কিন্তু [[মহাকর্ষ]] বলের পরিবর্তে এখানে ক্রিয়াশীল থাকে [[স্থিরবৈদ্যুতিক বল]]। ১৯০২ সালে [[কিউবিক পরমাণু|কিউবিক মডেল]], ১৯০৪ সালে [[প্লাম-পুডিং মডেল]] এবং [[স্যাটার্নিয়ান মডেল]] আর ১৯১১ সালে [[রাদারফোর্ড মডেল]] এর পরবর্তিতে ১৯১৩ সালে বোর তার এ মডেল উপস্থাপন করেন। রাদারফোর্ড মডেলের উন্নতি সাধনের মাধ্যমে এবং [[কোয়ান্টাম পদার্থবিদ্যা]] সমন্বয়ে তিনি এ তত্ব দেন। পরবর্তিতে বোর মডেল বাতিল করা হলেও কোয়ান্টাম থিওরি টিকে থাকে।
 
এই মডেলের সার্থকতা হল এটি [[হাইড্রোজেন]] পরমাণুর [[বর্নালী]], [[রাইডবার্গ সুত্র]] দ্বারা প্রমান করতে সক্ষম হয়। রাইডবার্গ সুত্র পরিক্ষামুলকভাবে পরিচিত থাকলেও তাত্বিকভাবে এটি বোর মডেল প্রকাশের পুর্বে সফলতা অর্জন করে নি। বোর মডেল শুধুমাত্র রাইডবার্গ সুত্রের গঠনের-ই ব্যখ্যা করে না, বিভিন্ন ধ্রুবকের সাপেক্ষে এর পরিবর্তনের ও ব্যখ্যা করে।