গ্যাংটক: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
আফতাব বট (আলোচনা | অবদান)
→‎বহিঃসংযোগ: বট নিবন্ধ পরিষ্কার করেছে, সমস্যা? এখানে জানান
আফতাব বট (আলোচনা | অবদান)
বট বানান ঠিক করেছে
২৩ নং লাইন:
|
}}
'''গ্যাংটক''' ([[ইংরেজি ভাষা|ইংরেজি]]: Gangtok ''গ্যাংটক্‌'' {{audioঅডিও|Hi-Gangtok.ogg|ˈgæŋ.tɒk}}, [[নেপালি ভাষা|নেপালি]]: गान्तोक ''গান্তোক্‌'', [[হিন্দি ভাষা|হিন্দি]]: गंगटोक ''গাংগ্‌টোক্‌'') [[ভারতীয়]] [[ভারতের রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল|রাজ্য]] [[সিক্কিম|সিক্কিমের]] [[রাজধানী]] ও বৃহত্তম শহর। [[পূর্ব হিমালয়]] পর্বতশ্রেণীর [[শিবালিক পর্বত|শিবালিক পর্বতে]] ১৪৩৭ মিটার উচ্চতায় গ্যাংটক শহরটি অবস্থিত। শহরের জনসংখ্যা প্রায় ত্রিশ হাজার। এই শহরের বাসিন্দারা প্রধানত [[নেপালি জাতি|নেপালি]], [[লেপচা জাতি|লেপচা]] ও [[ভুটিয়া]]। [[সিক্কিম সরকার|সিক্কিম সরকারের]] বিভিন্ন বিভাগ এই শহরের প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত। হিমালয় পর্বতমালার সুউচ্চ শিখরগুলির মাঝখানে মনোরম পরিবেশে গ্যাংটকের অবস্থান। এই অঞ্চলের জলবায়ু সারা বছরই মোটামুটি আরামদায়ক। এই কারণে গ্যাংটক সিক্কিমের অন্যতম প্রধান পর্যটন কেন্দ্র।
 
১৮৪০ সালে [[এনচে মঠ]] নির্মাণের পর থেকেই [[বৌদ্ধ]] তীর্থস্থান হিসেবে গ্যাংটকের জনপ্রিয়তা বৃদ্ধি পায়। ১৮৯৪ সালে তৎকালীন সিক্কিম [[চোগিয়াল]] (রাজা) [[থুতোব নামগিয়াল]] গ্যাংটকে রাজধানী স্থানান্তরিত করেন। বিংশ শতাব্দীর প্রথম ভাগে [[তিব্বত|তিব্বতের]] [[লাসা]] ও [[ব্রিটিশ ভারত|ব্রিটিশ ভারতের]] [[কলকাতা]]র মধ্যে বাণিজ্যপথের একটি গুরুত্বপূর্ণ বিশ্রামস্থলে পরিণত হয় গ্যাংটক। ১৯৪৭ সালে ভারতের স্বাধীনতার পর সিক্কিম ভারতে যোগ না দিয়ে স্বাধীন রাজতান্ত্রিক রাষ্ট্রসত্ত্বা বেছে নেয়। এই সময় গ্যাংটক ছিল দেশটির রাজধানী। ১৯৭৫ সালে সিক্কিম [[ভারতীয় প্রজাতন্ত্র|ভারতীয় প্রজাতন্ত্রে]] যোগ দিলে গ্যাংটক ভারতের বাইশতম রাজধানীতে পরিণত হয়।