২০১৪-এ বাংলাদেশ: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
→‎ডিসেম্বর: জ্বালানি তেলবাহী জাহাজ ডুবি
৪১ নং লাইন:
* ১ নভেম্বর - সকালে ও বিকেলে দুই দফায় স্মরণকালের [[২০১৪ বাংলাদেশের বিদ্যুৎ বিপর্যয়|ভয়াবহ বিদ্যুৎ বিপর্যয়]] হয়। জাতীয় গ্রিডে সমস্যার কারণে দেশের সব কটি বিদ্যুৎকেন্দ্র বন্ধ হয়ে যাওয়ায় এই বিপর্যয় ঘটে।<ref>http://www.prothom-alo.com/bangladesh/article/360913</ref><ref>http://bangla.bdnews24.com/bangladesh/article875158.bdnews</ref>
 
=== ডিসেম্বর ===
* ৯ ডিসেম্বর - তিন লাখ লিটার জ্বালানি তেলসহ ‘ওটি সাউদার্ন স্টার-৭’ নামের জ্বালানি তেলবাহী জাহাজ বাগেরহাটে সুন্দরবন পূর্ব বিভাগের চাঁদপাই রেঞ্জে শ্যালা নদীতে একটি মালবাহী জাহাজের ধাক্কায় ডুবে যায়।<ref>http://bangla.bdnews24.com/bangladesh/article893745.bdnews</ref> এতে সুন্দরবনের প্রায় আট হাজার হেক্টর (৮০ বর্গকিলোমিটার) জায়গায় ফার্নেস তেল ছড়িয়ে পড়ে।<ref>http://www.prothom-alo.com/bangladesh/article/395410</ref> তেল ছড়িয়ে পড়ার ঘটনাটি ম্যানগ্রোভ বা শ্বাসমূলীয় বনের ক্ষেত্রে বিশ্বে সবচেয়ে বড় বিপর্যয়ের ঘটনা। এ বিপর্যয়ের ফলে পুরো এলাকার বনজীবী এবং প্রাণীর জীবন বিপন্নের আশঙ্কা করা হচ্ছে।
 
== আরও দেখুন ==