আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
বিষয়শ্রেণী:জাতিসংঘ যোগ হটক্যাটের মাধ্যমে
+
১৭ নং লাইন:
 
আইএইএ-এর সদর দপ্তর অস্ট্রিয়ার ভিয়েনাতে অবস্থিত। এর দুইটি আঞ্চলিক দপ্তর রয়েছে, এর একটি কানাডার [[টরন্টো|টরন্টোতে]] এবং অন্যটি জাপানের [[টোকিও|টোকিওতে]]। এছাড়া নিউ ইয়র্ক এবং জেনেভাতে দুইটী মৈত্রী অফিস রয়েছে। আইএইএ তিনটি ল্যাবরেটরিতে গবেষণা কার্যক্রম পরিচালনা করে; এগুলো [[ভিয়েনা]], [[সাইবার্সডোর্ফ]] এবং [[মোনাকো|মোনাকোতে]] অবস্থিত।
 
আইএইএ একটি আন্তসরকার ফোরাম হিসেবে কাজ করে। এখানে বিশ্বব্যাপী পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহারের বিষয়ে বৈজ্ঞানিক, কারিগরী গবেষণা কার্য পরিচালিত হয়। আইএইএ-এর কার্যসূচীর উদ্দেশ্য হল বিশ্বব্যাপী পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহারকে উৎসাহিত করা ও পারমাণবিক প্রযুক্তির অপব্যবহার রোধ। এছাড়া পারমাণবিক নিরাপত্তা এবং পারমাণবিক নিরাপত্তাবিষয়ক বিভিন্ন মানদণ্ড প্রণয়ন ও বাস্তবায়ন করাও আইএইএ-এর উদ্দেশ্য।
 
৭ অক্টোবর, ২০০৫ তারিখে আইএইএ এবং এর সাবেক মহাপরিচালক [[মোহাম্মদ এল বারাদি]] যৌথভাবে [[নোবেল পুরস্কার|নোবেল]] [[নোবেল শান্তি পুরস্কার|শান্তি পুরস্কারে]] ভূষিত হন। বর্তমান মহাপরিচালক হিসেবে রয়েছেন [[জাপান|জাপানের]] অধিবাসী [[ইউকিয়া আমানো]]।