ভারতীয় প্রযুক্তিবিদ্যা প্রতিষ্ঠান: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Roni766321 (আলোচনা | অবদান)
সম্পাদনা সারাংশ নেই
Siddsaha (আলোচনা | অবদান)
সম্পাদনা সারাংশ নেই
৪৮ নং লাইন:
}}</ref>
 
== শিক্ষা ==
==ছাত্র জীবন==
অন্যান্য যে কোনো প্রৌদ্যোগিকী প্রতিষ্ঠানের থেকে IIT-গুলির সরকারের থেকে প্রাপ্ত অনুদান তুলনামূলক ভাবে অনেক বেশি হয়। প্রতিটি IIT সাধারণতঃ সরকারের থেকে প্রতি বছর ৯০-১৩০ কোটি টাকা অনুদান হিসাবে পায়।
প্রত্যকটি IIT-র নিজস্ব [[সেনেট]] আছে যা অধ্যাপক এবং ছাত্র প্রতিনিধিদের নিয়ে গঠিত হয়। এই সেনেটগুলিই নিজস্ব IIT-র আভ্যন্তরীণ শিক্ষাব্যবস্থা ও গবেষনার প্রগতি একটি নির্দিষ্ট সময় অন্তর পরিদর্শন করে। IIT-র পরিচালক পদাধিকার বলে এই সেনেটের শীর্ষস্থান অধিকার করে থাকেন।
ছাত্রছাত্রীদের শিক্ষাগতমান মূল্যায়নের জন্য IIT-গুলি একটি ১০ পয়েন্ট স্কেল ব্যবহার করে যা [[Cumulative Grade Point Average|CGPA]] নামে পরিচিত।
 
=== অস্নাতক শিক্ষা ===
অস্নাতক ছাত্রছাত্রীদের IIT-গুলি চার বছরের [[Bachelor of Technology|B.Tech]] ডিগ্রি এবং পাঁচ বছরের দ্বৈত ডিগ্রি [[Bachelor of Technology-Master of Technology|B.Tech-M.Tech]] প্রদান করে থাকে। এছাড়াও [[Integrated Master of Science|Int. M.Sc.]], [Integrated Master of Arts|Int. M.A.]] ডিগ্রিও প্রদান করা হয়ে থাকে। সাধারণতঃ [[Electronics|ইলেক্ট্রনিক্স]], [[Computer|কম্প্যুটার]], [[Electrical|বৈদ্যুতিক]], [[Instrumentation|ইন্স্ট্রুমেন্টেশন]], [[Mechanical|যান্ত্রিক]], [[Aerospace|মহাকাশ]], [[Chemical|রাসায়নিক]] বিভাগগুলি B.Tech অথবা B.Tech-M.Tech প্রদান করে। এছাড়াও পদার্থবিদ্যা, গণিত, রসায়ন ও জীববিদ্যাতে দ্বৈত [[Bachelor of Science-Master of Science|B.S-M.S]]
সমস্ত অস্নাতক ছাত্রছাত্রীদের নির্বাচন হয় সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা [[IIT-JEE]] নামে পরিচিত। কিন্তু বর্তমানে পরীক্ষাটি [[JEE(Advanced)]] নামে পরিচিত। এই পরীক্ষাটি দুইটি স্তরে হয়। যথাঃ- [[JEE(Main)]] এবং JEE(Advanced)। JEE(Main) পরীক্ষাটিতে উত্তীর্ণ হলে তবেই JEE(Advanced) পরীক্ষা দেওয়ার সুযোগ মেলে।
 
=== স্নাতকোত্তর শিক্ষা ===
IIT-গুলি স্নাতকোত্তর শিক্ষার ক্ষেত্রে [[M.Tech.]], [[M.B.A]], [[M.Sc.]] ডিগ্রি প্রদান করে থাকে।
এছাড়াও কয়েকটি IIT [[M.Des]], [[M.M.R.T]], [[M.A.]], [[PGDIPL]], [[PGDMOM]] ডিগ্রি দিয়ে থাকে। স্নাতকোত্তর পর্যায়ে ভর্তির জন্য প্রৌদ্যোগিকী ছাত্রছাত্রীদের [[GATE]] পরীক্ষা ও বিজ্ঞনের ছাত্রছাত্রীদের [[JAM]] পরীক্ষা উত্তীর্ণ হতে হয়।
 
=== ডক্টরেট শিক্ষা ===
এই প্রতিষ্ঠানগুলিতে গবেষণা করে [[Doctor of Philosophy|Ph.D.]] ডিগ্রি অর্জন করা যায়। এই পাঠক্রমের ছাত্রছাত্রীদের নিজের পছন্দের বিষয়ের অধ্যাপক অনুসন্ধান করে তার অধীনে গবেষণা করতে হয়। গবেষণা সমাপ্ত হলে ছাত্রছাত্রীরা গবেষণা সংক্রান্ত একটি উপস্থাপনা দিতে বাধ্য থাকে। সেই উপস্থাপনা সর্বজনগ্রাহ্য হলে তবেই সে তার ডিগ্রি অর্জন করতে পারবে।
যে প্রৌদ্যোগিকী ছাত্রছাত্রী যারা Ph.D. ডিগ্রি অর্জন করে, তাদের মধ্যে ৮০% [[Indian Institute of Science|IISc]], [[NIT]] ও [[IIT]]-গুলির ছাত্রছাত্রী।
 
 
== ছাত্র জীবন ==
প্রযুক্তি বিদ্যার সাথে ছাত্ররা বিভিন্ন ধরনের কাজেও নিরত থাকে, এবং খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান প্রভৃতিতেও অংশগ্রহণ করে। এছাড়াও প্রথম বর্ষের ছাত্রদের বাধ্যতামূলক ভাবে এনসিসি ([[NCC]]), এনএসএস ([[NSS]]) বা এনএসও ([[NSS]])-র তিনটির মধ্যে কোন একটিতে অংশ নিতে হয়।<ref>[http://www.iitm.ac.in/Academics/Ordinances.html#BTech]{{dead link|date=July 2010}} Ordinance under R.27.0 NCC / NSO / NSS Requirements {{Wayback|df=yes|url=http://www.iitm.ac.in/Academics/Ordinances.html#BTech|date =20070622005229|bot=DASHBot}}{{dead link|date=July 2010}}</ref>
সাধারণত প্রতিটি বর্ষের ছাত্রদের আলাদা ছাত্রাবাসে রাখা হয়। ছেলে এবং মেয়েদের জন্য আলাদা আলাদা ছাত্রাবাসের বন্দোবস্ত রয়েছে। প্রতিটি ছাত্রাবাসেই রয়েছে খেলাধুলোর জন্য সরঞ্জাম যেমন ক্যারম, টেবিল টেনিস প্রভৃতি। ক্রিকেট, ফুটবল, হকি, সাঁতার প্রভৃতির ব্যবস্থাও আছে। এছাড়া হস্টেলগুলিতে অন্তরজালের[[Internet]] ব্যবস্থাও রয়েছে। প্রতি বছর প্রতিষ্ঠানগুলি নিজেদের মধ্যে একটি ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করে যাতে ষোলোটি প্রতিষ্ঠান তেরোটি খেলায় নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে অংশগ্রহণ করে।
== স্বীকৃতি ==
বর্তমানে IIT-গুলি বিশেষ সরকারি স্বীকৃতি প্রাপ্ত। ''ভারতীয় প্রৌদ্যোগিকী সংস্থান'' আইন অনুযায়ী এই মহাবিদ্যালয়গুলির প্রদত্ত উপাধিগুলি অখিল ভারতীয় প্রৌদ্যোগিকী শিক্ষা পরিষদের আওতার বাইরে রাখা হয়।<ref>[http://www.aicte.ernet.in/ApprovedInstitute.htm Welcome To AICTE]</ref> এর ফলস্বরূপ এই মহাবিদ্যালয়গুলি নিজেদের আইন প্রনয়ণ করতে সক্ষম যা শিক্ষার গুনগত মান বৃদ্ধি করায় বিশেষ সাহায্য করেছে। এছাড়া ভর্তির জন্য প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হতে হয় যা ভালো ছাত্রদের বেছে নিতে সাহায্য করে। শিক্ষকদেরকেও কঠোর পদ্ধতির মাধ্যমে নির্বাচিত করা হয় যাতে গুনগত মান বজায় থাকে।<ref name="faculty">{{cite web
| authorlink = Assistant Registrar (IIT Kharagpur)
৬২ ⟶ ৮০ নং লাইন:
দেশ বিদেশেও IIT-গুলি বিশেষ স্বীকৃতি লাভ করেছে। মার্কিন যুক্তরাষ্ট্র ও চিন IIT-গুলি বিশেষ স্বীকৃতি দিয়েছে।
 
== সমালোচনা ==
বুদ্ধিজিবী মহল থেকে এই মহাবিদ্যালয়গুলিকে প্রভূত সমালোচনার মুখোমুখি হতে হায়েছে। এমনকি প্রাক্তন ছাত্ররাও মহাবিদ্যালয়ের কিছু পদক্ষেপের নিন্দা করেছেন। এই সমালোচনার মূল কারণ হল বিভিন্ন প্রশিক্ষণ কেন্দ্রের প্রভাব এবং ছাত্রদের বিদেশ যাওয়ার মানসিকতা।<ref>{{cite news| url=http://www.indiaeducationreview.com/news/iit-iim-faculty-not-world-class-jairam-ramesh }}</ref><ref>http://in.news.yahoo.com/ails-iits-030510340.html</ref>
প্রশিক্ষণ কেন্দ্রগুলিতে টাকার বিনিময়ে মহাবিদ্যালয়ের প্রবেশিকা পরীক্ষার জন্য প্রশিক্ষণ দেওয়া হয়। এর ফলে যারা আর্থিক কারণে এই প্রশিক্ষণ নিতে পারে না তারা প্রবেশিকা পরীক্ষায় এক ধাপ পিছিয়ে পরে যা একটি পরীক্ষায় কাম্য নয়। এছাড়া এই ভাবে আসলে শিক্ষার নামে প্রহসন হয় কারণ ছাত্রদের সার্বিক শিক্ষা অসম্পূর্ণ থেকে যায়। <ref>{{cite news| url=http://timesofindia.indiatimes.com/india/Poor-quality-of-students-entering-IITs-Narayana-Murthy/articleshow/10217469.cms | work=The Times of India | title=Poor quality of students entering IITs: Narayana Murthy - The Times of India}}</ref>