হারুনুর রশিদ: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
সম্পাদনা সারাংশ নেই
সম্পাদনা সারাংশ নেই
২২ নং লাইন:
| place of burial= তুস, আব্বাসীয় খিলাফত
}}
'''হারুনুর রশিদ''' ({{lang-ar| هارون الرشيد}}; ''Hārūn ar-Rashīd'') (১৭ মার্চ ৭৬৩ বা ফেব্রুয়ারি ৭৬৬ — ২৪ মার্চ ৮০৯) ছিলেন পঞ্চম [[আব্বাসীয় খলিফা।খিলাফত|আব্বাসীয়]] [[খলিফা]]। কিছু সূত্র মতে তার জন্ম সাল ৭৬৩ থেকে ৭৬৬ খ্রিষ্টাব্দের মধ্যে। তার পদবী “সঠিক”, “ন্যায়পরায়ণ” বা “সঠিকভাবে চালিত” অর্থে গ্রহণ করা হয়। হারুনুর রশিদ ৭৮৬ সাল থেকে ৮০৯ সাল পর্যন্ত শাসন করেন। এসময় [[ইসলামি স্বর্ণযুগ]] তার সর্বোচ্চ সীমায় ছিল। তার শাসনকাল [[ইসলামী বিজ্ঞান|বৈজ্ঞানিক]], [[ইসলামী সংস্কৃতি|সাংস্কৃতিক]] ও [[ইসলাম|ধর্মীয়]] ক্ষেত্রে সমৃদ্ধির কারণে খ্যাত। এসময় [[ইসলামি শিল্প]] ও [[ইসলামি সঙ্গীত|সঙ্গীতের]] যথেষ্ট প্রসার হয়। তিনি [[বাগদাদ|বাগদাদের]] বিখ্যাত গ্রন্থাগার [[বাইতুল হিকমাহ]] প্রতিষ্ঠা করেন। তার শাসনামলে বাগদাদ জ্ঞান, সংস্কৃতি ও বাণিজ্যের কেন্দ্র হয়ে উঠে।<ref>Audun Holme, ''Geometry: Our Cultural Heritage'' p. 150.</ref> এসময় [[আব্বাসীয় খিলাফত|আব্বাসীয় খিলাফতের]] প্রতিষ্ঠায় ভূমিকা রাখা [[বারমাকি]] পরিবারের ভূমিকা হ্রাস পেতে শুরু করে। ৭৯৬ সালে তিনি বর্তমান [[সিরিয়া|সিরিয়ার]] [[রাকা]] শহরে তার দরবার ও সরকারকে স্থানান্তর করেন।
 
হারুনুর রশিদ বুদ্ধিবৃত্তিক, রাজনৈতিক ও সামরিক দিক দিয়ে সমৃদ্ধশালী হওয়ায় তার জীবন ও দরবার বিভিন্ন গল্পের উপাদানে পরিণত হয়েছে। এসবের মধ্যে কিছু বাস্তব তবে অধিকাংশই কাল্পনিক হিসেবে গণ্য করা হয়। বাস্তব ঘটনাবলীর মধ্যে অন্যতম হল [[শার্লেমাইন|শার্লেমাইনের]] কাছে ঘড়ি পাঠানোর ঘটনা। ৭৯৯ সালে হারুনুর রশিদের কাছে বন্ধুত্বের আহ্বান জানিয়ে পাঠানো ফ্রাঙ্কিশ দলকে বিদায়ী উপহার হিসেবে এটি দেয়া হয়েছিল। শার্লেমাইন ও তার লোকজন এই ঘড়ির শব্দ ও কার্যকলাপের কারণে একে জাদুবস্তু ভেবেছিলেন।<ref>André Clot, ''Harun al-Rashid and the world of the thousand and one nights'', p. 97.</ref> [[আরব্য রজনী|আরব্য রজনীতে]] হারুনুর রশিদ সম্পর্কে কাল্পনিক ঘটনাসমূহের উল্লেখ রয়েছে। এসব গল্প তিনি ও তার জৌলুসপূর্ণ দরবারের দ্বারা অনুপ্রাণিত হয়েছে।<ref>André Clot, ''Harun al-Rashid and the world of the thousand and one nights''.</ref>