নিউক্লিক অ্যাসিড: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
ArpanIISc (আলোচনা | অবদান)
সংশোধন
২৭ নং লাইন:
 
== ডিঅক্সিরাইবোনিউক্লিক এসিড ==
ডিঅক্সিরাইবোনিউক্লিক এসিড ডিঅক্সিরাইবোজ শর্করা, ফসফোরিক এসিড এবং এডেনিন, গুয়ানিন, থাইমিন ও সাইটোসিন নাইট্রোজেন ক্ষারক দ্বারা গঠিত। ইহা স্ংক্ষেপে [[DNAডিএনএ]] নামে পরিচিত। DNAডিএনএ জীবের সকল বংশগত বৈশিষ্ট্যের ধারক ও বাহক হিসাবে কাজ করে। ১৯৫৩ খ্রিস্টাব্দে ওয়াটসন ও ক্রিক DNAডিএনএ এর দ্বিতন্ত্রী গঠনের মডেল প্রকাশ করেন।<ref>{{অধ্যাপক প্রশান্ত কুমার বর্ধন, অধ্যাপক সুবীর সেন, অধ্যাপক রাজীব কুমার ভক্ত; জীববিদ্যা}}</ref>
ইহা ওয়াটসন ও ক্রিক-এর মডেল নামে পরিচিত। তাদের গবেষণাপত্র অনুযায়ী DNA ডিএনএ-এর দুইটি শৃঙ্খল একাধিক নিউক্লিওটাইড দ্বারা গঠিত হয়। দুইটি শৃঙ্খল দক্ষিণাবর্তী আবর্তনের সাহায্যে একে অপরের সাথে anti-parallel বা বিপরীত-সমান্তরাল ভাবে যুক্ত হয়ে দ্বিতন্ত্রী মডেল তৈরী করে। অর্থাৎ শৃঙ্খল দুইটির ৫' ও ৩' প্রান্ত দুইটি একে অপরের বিপরীত দিকে থাকে। বামাবর্তী আবর্তনের জন্য শৃঙ্খল দুইটির মধ্যে মুখ্য খাঁজ ও গৌণ খাঁজের সৃষ্টি হয়। দুইটি মুখ্য খাঁজের মধ্যে দূরত্ব ৩৪ [[angstromঅ্যাংস্ট্রম]], এই দূরত্বের মধ্যে ১০ জোড়া নাইট্রোজেন ক্ষারক থাকে। অর্থাৎ একজোড়া নাইট্রোজেন ক্ষারকের মধ্যে দূরত্ব ৩.৪ angstrom হয়।<ref>{{অধ্যাপক প্রশান্ত কুমার বর্ধন, অধ্যাপক সুবীর সেন, অধ্যাপক রাজীব কুমার ভক্ত; জীববিদ্যা}}</ref>
এই নাইট্রোজেন ক্ষারকগুলির কোড A,T,G,C অনুসারে DNA ডিএনএ-এর ক্রম নির্ধারিত হয়। যাহা [[DNA sequencing]] নামে পরিচিত। এই চারটি নাইট্রোজেন ক্ষারকের ক্রমতালিকার মধ্যেই জেনেটিক বার্তা স্ংরক্ষণ করা থাকে। এবং এই তালিকাই প্রোটিনের মধ্যে থাকা এমাইনো এসিডের ক্রম নির্ধারিত করে। কোশের মধ্যে DNAডিএনএ কুণ্ডলীকৃত অবস্থায় থাকে যাহা [[ক্রোমোজোম]] নামে পরিচিত এবং ইহা কোশ বিভাজনের সময় দ্বিগুণ হয়ে মাতৃকোশ ও অপত্য কোশেরকোষের মধ্যে সমান ও সমান্তরাল ভাবেসমান্তরালভাবে বিতরিত হয়।
 
== রাইবোনিউক্লিক এসিড ==