অশ্বত্থামা: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
সম্পাদনা সারাংশ নেই
আফতাব বট (আলোচনা | অবদান)
৬ নং লাইন:
 
==কুরুক্ষেত্র যুদ্ধ ও অশ্বত্থামা==
কুরুক্ষেত্র যুদ্ধ এ অশ্বত্থামা কৌরবদের পক্ষ অবলম্বন করেন। আর তার পিতা গুরু দ্রোণ তার ছেলে অশ্বত্থামা এর স্মেহের কারনে কৌরবদের পক্ষে থাকেন। এই কুরুক্ষেত্রে যুদ্ধে অশ্বত্থামা এর বিশেষ অবদান রয়েছে। তিনি পাণ্ডবদের বহু সেনাদের হত্যা করেন। তাকে বধ করা প্রায় অসমম্ভ হয়ে পড়ে। কুরুক্ষেত্রের যুদ্ধে দ্রোণাচার্য অপ্রতিরোধ্য হয়ে উঠলে দ্রোণকে বধ করার জন্য পান্ডবগণ [[শ্রীকৃষ্ণ]] এর কাছে পরামশ করেন। আর তখন [[শ্রীকৃষ্ণ]] পাণ্ডবদের বলেন কোন ভাবে যদি গুরু দ্রোণ এর কানে যদি অশ্বত্থামা এর মৃত্যুর খবর পোঁছানো যায় তাহলে সে সময় ধৃষ্টদ্যুম্ন তাঁকে হত্যা করবে। [[শ্রীকৃষ্ণ]] এর পরামর্শ‌ মতে [[ভীম]] বনের এক হাতীকে হত্যা করেন। আর সেখানে তখন উপস্থিত ছিলেন [[যুধিষ্ঠির]]। আর একমাত্র গুরু দ্রোণ [[যুধিষ্ঠির]] এর কথাকে বিশ্বাস করবেন। তাই [[যুধিষ্ঠির]] দ্রোণের উদ্দেশ্যে 'অশ্বত্থামা হতঃ- ইতি গজ' (অশ্বত্থামা -নামক হাতী নিহত হয়েছে) বাক্য উচ্চারণ করেন। '''ইতি গজ''' শব্দটি আস্তে বলাতে দ্রোণচার্য মনে করেন যে তাঁর পুত্র অশ্বত্থামার মৃত্যু সংবাদ দেওয়া হয়েছে। এরপর দ্রোণাচার্য অস্ত্র ত্যাগ করলে– ধৃষ্টদ্যুম্ন তাঁকে হত্যা করেন। আর তাতে অশ্বত্থামা ভীষন খেপে যায়। <ref>অশ্বত্থামা কর্ত্তৃক কর্ণকে র্ভৎসনা</ref>
 
==শেষ জীবনে অশ্বত্থামা==