উইকিপিডিয়া আলোচনা:বাংলা উইকিপিডিয়ার দশম প্রতিষ্ঠাবার্ষিকী: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
সম্পাদনা সারাংশ নেই
সম্পাদনা সারাংশ নেই
৮১ নং লাইন:
== আমি দশম প্রতিষ্ঠাবার্ষিকীতে যোগ দিতে চাই ==
 
আমি নতুন উইকিপিডিয়া ব্যবহারকারী। কিছুদিন যাবত ব্যবহার করছি। বাংলা উইকিপিডিয়ার দশম প্রতিষ্ঠাবার্ষিকী দেখে উৎসাহিত হয়েছি। আমি ব্যক্তিগত ভাবে এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে চাই। আমার ভারতীয় ভিসা আছে। তাছাড়া কলকাতায় যাওয়া আসা আছে। কিন্তু একজন সাধারণ ব্যবহারকারী হিসেবে কিভাবে অনুষ্ঠানে যোগদিব/দেয়ার সুযোগ আছে কিনা ? এই সর্ম্পকিত প্রশ্নের উত্তর চাই। আমার ধারণা উক্ত অনুষ্ঠানে যোগদিলে আমি উইকিপিডিয়া সর্ম্পকে আরো বিশদ আকারে জানতে পারব। তাছাড়া একজন সমাজকর্মী হিসেবে গতবছর আমি ভারতীয় সরকারের আমন্ত্রনে (সরকারী সফরে) ভারত ভ্রমন করেছিলাম। তখন আমাদেরকে ইনফোসিস এর হেড অফিস (ব্যাঙ্গালুরু) ভিজিট ও কনফারেন্স ছিল। তাছাড়া প্রযুক্তিদিকে আমার বরাবরই আগ্রহ ছিল। তাই আমি স্ব-উদ্যেগেই উক্ত অনুষ্ঠানে উপস্থিত থাকতে চাই। তার জন্য আমাকে কি করতে হবে কেউ আমাকে জানালে বাধিত থাকব। {{unsigned|Sporsha}}
তাছাড়া একজন সমাজকর্মী হিসেবে গতবছর আমি ভারতীয় সরকারের আমন্ত্রনে (সরকারী সফরে) ভারত ভ্রমন করেছিলাম। তখন আমাদেরকে ইনফোসিস এর হেড অফিস (ব্যাঙ্গালুরু) ভিজিট ও কনফারেন্স ছিল। তাছাড়া প্রযুক্তিদিকে আমার বরাবরই আগ্রহ ছিল। তাই আমি স্ব-উদ্যেগেই উক্ত অনুষ্ঠানে উপস্থিত থাকতে চাই। {{unsigned|Sporsha}}
তার জন্য আমাকে কি করতে হবে কেউ আমাকে জানালে বাধিত থাকব।
:[[ব্যবহারকারী:Sporsha]], আপনি [https://meta.wikimedia.org/wiki/Bengali_Wikipedia_10th_Anniversary_Celebration_Kolkata/Registration এই লিঙ্কে] গিয়ে রেজিস্ট্রেশনের শর্তগুলি পড়ে [http://bn10.doattend.com/ এই লিঙ্কে] রেজিস্টার করুন এবং ০৯ ও ১০ জানুয়ারি ২০১৫, ভারতের অনুষ্ঠানে যোগদানের জন্য ভিসার অ্যাপ্লাই করুন। ধন্যবাদ। -- [[ব্যবহারকারী:Bodhisattwa|বোধিসত্ত্ব]] ([[ব্যবহারকারী আলাপ:Bodhisattwa|আলাপ]]) ০৪:৩৭, ২২ নভেম্বর ২০১৪ (ইউটিসি)
"বাংলা উইকিপিডিয়ার দশম প্রতিষ্ঠাবার্ষিকী" প্রকল্প পাতায় ফিরুন।