ডোরেমন: নোবিতা'স লিটল স্টার ওয়ার্স: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
→‎কাহিনীসংক্ষেপ: হালনাগাদ করা হয়েছে উইকিপ্রকল্প ডোরেমন
Moheen (আলোচনা | অবদান)
সংশোধন
২৬ নং লাইন:
 
==কাহিনীসংক্ষেপ==
{{spoiler}}
পাপি হল একটি ক্ষুদে রাষ্ট্রপতি ফারওয়ে গ্রহের। তার গ্রহে শত্রুরা অক্রমণ করলে। তাই সে তার গ্রহ থেকে পৃথিবীতে পালিয়ে এসেছে। নোবিতা, ডোরেমন,সুজিকা,জিয়ান ও সুনি তাকে স্বাগতম জানায় এবং তাকে এবং তার গ্রহকে জামাঙ্গার হাত থেকে বাঁচাতে চায়। কিন্তু সে চাই না তার জন্য পৃথিবীর লোকের বিপদে পড়ে। তবুও নোবিতা এবং তার বন্ধুরা সাহায্য করতে চাই। পাপি এবং তার গ্রহের লোকদের বাচাতে চাই।
 
পাপি ফারওয়ে গ্রহের ক্ষুদে রাষ্ট্রপতি। তার গ্রহে মিলিটারিরা আক্রমণ করায় তাকে রকেটে করে পৃথিবীতে পাঠিয়ে দেয় গ্রহের অন্য লোকেরা। এদিকে নোবিতা, জিয়ান এবং সুনিওর সাথে একটি মহাকাশ চলচ্চিত্র বানানোর কাজ করছিলো। ঘটনাক্রমে নোবিতা চলচ্চিত্রেরর সেট ধ্বংস করে ফেলায় সুনিও এবং জিয়ান তার উপর রেগে যায়। এরপর নোবিতা এই চলচ্চিত্র তৈরির জন্য সাহায্য চায় ডোরেমনের কাছে। আর ডেকিসুকির কাছ থেকে সাহার্য পেতে ব্যর্থ হয় এবং অন্যদিকে সিজুকা চায় পুতুল নিয়ে চলচ্চিত্র বানাতে। যদিও চলচ্চিত্র বানানোর সময় সিজাকার খরগোশ পুতুল পুতুল হারিয়ে যায়। এতে নোবিতা হতাশ হয়ে পড়ে। পরে সেটি নোবিতার ঘরের পাশে তার মা এটিকে খুঁজে পেলে পাপিকে এর ভেতর পাওয়া যায়। পাপি তাদের জানায় সে পিরিকা গ্রহের রাষাটপতি এবং আরও জানায় যে গ্রহটি বর্তমানে জেনারেল গিলমোর নামে একজন একনায়ক কর্তৃক দখলকৃত। একারণে পাপিকে নিরাপত্তার জন্য পৃথিবীতে পাঠিয়ে দেয়া হয়।
 
== অভিনয়ে ==