নোবিতা নোবি: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
২৮ নং লাইন:
নোবিতা ৭ আগষ্ট জন্ম গ্রহণ করেছে। নোবিতার বাবার নাম নোবিসুকে এবং মার নাম তামাকো ইংরেজি সংস্করণে নোবিতার বাবার নাম টোবি এবং মার নাম ট্যামি। নোবিতার চেহারা ফর্সা। নোবিতার ভবিষ্যতের ছেলের নাম তার পিতার নাম অনুসারে দেওয়া হবে। নোবিতার উচ্চতা ১৪০সেঃমি। নোবিতার বয়স দশ। নোবিতা ছবি সুন্দর আঁকতে পারে না।কিন্তু বন্দুক চালাতে পারে। তার সাথে কেউ বন্দুক যুদ্ধে পারেনা। নোবিতা বেশী ভয় পায় জিয়ান, তার মা, তার শিক্ষক এবং কুকুরকে। নোবিতার ধরণ হল সে শিশুতোষ, ভদ্র, অলস,ভীতু, বন্ধুপ্রিয়,সরল। নোবিতার ভবিষ্যতের স্ত্রীর নাম ছিল জেকো যে হল জিয়ানের ছোট বোন। কিন্তু ডোরেমন তার ভবিষ্যত পাল্টিয়ে দেয় ফলে বর্তমান ভবিষ্যত অনুযায়ী সিজুকা তার স্ত্রী
 
==দেখতে==
নোবিতা দেখতে সুন্দর। নোবিতা মধ্য লম্বা। নোবিতা হলুদ,নীল,লাল রং এর জামা পরে। সে নীল জুতা পরে। সে গোল গোল চশমা পরে। নোবিতার চোখ কালো এবং চুল কালো।
==চরিত্র==
নোবিতা শিশুতোষ ধরণের। নোবিতা সাধারণত হলুদ বা নীল বা লাল টি শার্ট পরে। সে নীল প্যান্ট পরে। সে খেলাধুলায় দুর্বল। সে পড়ালেখায় ভালো না। পরীক্ষায় ০শতাংশ পেয়ে পরীক্ষায় ফেল করে। কিন্তু নোবিতা বুদ্ধিমান। ডোরেমনের গ্যাজেটের ব্যবহার খুব সহজে শিখে ফেলে। এবং সে গ্যাজেটের অপব্যবহার করে। সে মাঝেমধ্যে গ্যাজেটের অপব্যবহার করে সিজুকার গোসলখানায় গিয়ে সিজুকার গোসল বিঘন্ন ঘটায়। নোবিতা খুব ভদ্র। সে অন্যকে সাহায্য করতে ভালোবাসে। এক পর্বে নোবিতা খারাপ হতে চাই কিন্তু পারেনা। তখন ডোরেমন বলে <blockquote>নোবিতা সবচেয়ে আলাদা তুমি অনেক ভালো তুমি যতই খারাপ হওয়ার চেষ্টা করনা কেন?তুমি কখনও খারাপ হতে পারবেনা</blockquote>। নোবিতা অনেক পর্বে খারাপ হওয়ার চেষ্টা করে কিন্তু ব্যর্থ হয়। নোবিতা ঘূম থেকে দেরি করে ওঠে ফলে সে বিদ্যালয় দেরি করে পৌছায়। ফলে তাকে শাস্তি পেতে হয়।
 
==কর্মজীবন==