প্রথম এলিজাবেথ: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Sayed lincoln (আলোচনা | অবদান)
সম্পাদনা সারাংশ নেই
সম্পাদনা সারাংশ নেই
১ নং লাইন:
{{Infobox royalty
| name = প্রথম এলিজাবেথ
| image=Darnley_stage_3.jpg |caption=Theপ্রথম এলিজাবেথের "Darnleyডার্নলি Portraitপোর্ট্রেট" of Elizabeth I ([[Circa|c.আঃ]] 1575১৫৭৫)
| succession = [[ইংল্যান্ড|ইংল্যান্ডের]] রাণী
| reign = ১৭ নভেম্বর ১৫৫৮&nbsp;– <br>২৪ মার্চ ১৬০৩
১০ নং লাইন:
| father=রাজা [[৮ম হেনরি]] |mother=[[অ্যান বোলিন]]
| birth_date=৭ সেপ্টেম্বর ১৫৩৩|birth_place=প্লাসেন্টিয়া প্রাসাদ, গ্রিনিচ, ইংল্যান্ড
| death_date={{death date and age|১৬০৩|৩|২৪|১৫৩৩|৯|৭|df=y}} |death_place=রিচমন্ড প্রাসাদ, সারে, ইংল্যান্ড |place of burial=ওয়েস্টমিনিস্টারওয়েস্টমিন্সটার অ্যাবে
| signature = Autograph of Elizabeth I of England.svg
| religion = [[অ্যাংলিকান]]
}}
 
'''প্রথম এলিজাবেথ''' ([[সেপ্টেম্বর ৭]], [[১৫৩৩‌]] - [[মার্চ ২৪]], [[১৬০৩]]) [[নভেম্বর ১৭|১৭ নভেম্বর]] [[১৫৫৮]] থেকে তার মৃত্যুর আগ পর্যন্ত [[যুক্তরাজ্য|ইংল্যান্ডের]] রাণী, [[ফ্রান্স|ফ্রান্সের]] রাণী (কেবল নামে) ও [[আয়ারল্যান্ড|আয়ারল্যান্ডের]] রাণী ছিলেন। ১৫৩৩ সালের এই৭ই দিনেসেপ্টেম্বর ইংল্যান্ডের গ্রিনউইচে জন্মগ্রহণ করেন তিনি।
 
টিউডর রাজবংশের পঞ্চম ও সর্বশেষ রানী ছিলেন তিনি। তারতাঁর বাবা ছিলেন রাজা [[অষ্টম হেনরি]]। এলিজাবেথের বয়স যখন মাত্র আড়াই বছর তখন তারতাঁর মা [[অ্যান বোলিন|অ্যান বোলিনকে]] শিরচ্ছেদ করে হত্যা করা হয় এবং এলিজাবেথকে অবৈধ ঘোষণা করা হয়।
 
এ অবস্থায় উত্তরাধিকার সংক্রান্ত জটিলতা কাটাতে ভাই ষষ্ঠ এডওয়ার্ড সিংহাসনের ভার অর্পণ করেন লেডি জেনিজেন গ্রেরগ্রে-এর কাছে।উপর। ১৫৫৮ সালেসালের ১৭ নভেম্বর এলিজাবেথ সেবান রানী প্রথম মেরির স্থলাভিষিক্ত হন।
 
প্রোটেস্ট্যান্ট বিদ্রোহীদের সহযোগিতা দানের অভিযোগে এলিজাবেথ ক্যাথলিক অনুসারী মেরির শাসনামলেশাসনকালে এক বছর অন্তরীণ ছিলেন। পরবর্তীকালে রানী হিসেবে এলিজাবেথের প্রথম পদক্ষেপ ছিল ইংলিশ প্রোটেস্ট্যান্ট চার্চ প্রতিষ্ঠা করা, যার সর্বোচ্চ গভর্নর ছিলেন তিনি নিজেই। এলিজাবেথ অবিবাহিতঅবিবাহিতা ছিলেন। এজন্য বিতর্কও তারতাঁর পিছু নিয়েছিল।
 
মৃত্যুর ২০ বছর পরও সোনালি যুগের শাসক হিসেবে সমাদৃত ছিলেন তিনি। তারতাঁর শাসনামলশাসনকাল "এলিজাবেথান এরা" বা এলিজাবেথীয় যুগ নামে পরিচিত। শেকসপিয়রের নাটকে এলিজাবেথান এরা ঘুরে-ফিরেইঘুরেফিরে এসেছে। ১৬০৩ সালের ২৪ মার্চ রিচমন্ডে পরলোকগমনপরলোক গমন করেন তিনি।