বাংলাদেশের লোক সাহিত্য: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
৪ নং লাইন:
 
==বাংলা লোক সাহিত্যের সাধক==
পল্লীর জনগোষ্ঠীর একটি বড় অংশ লোক সাহিত্যে অবদান রেখেছেন। এদের একটি বড় অংশ লোক-কবি যাদের সাধারণত বয়াতি বলা হয়ে থাকে। প্রাচীন রাশিয়ার BAYAT শব্দ থেকে বয়াতি শব্দের উৎপত্তি।বাংলার [[মাঝি|মাঝিরা]] নৌকায় পাল তুলে মনের সুখে [[ভাটিয়ালি]] গান গায়। দেশের উত্তরাঞ্চলের [[গাড়োয়ান]]রা বা গরুর গারির চালক গাড়ি চালাতে চালাতে [[ভাওয়াইয়া]] গানের সুর তুলে। [[বাউল|বাউলেরা]] [[একতারা]] বাজিয়ে তাঁদের তত্ত্ব তুলে ধরেন।<ref>ভাষা-শিক্ষা - ড. হায়াৎ মামুদ।</ref><br />
তাঁদের কীর্তি আমাদের সামনে তুলে ধরতে কিছু মানুষ অবিস্মরণীয় অবদান রেখেছেন। [[নেত্রকোনা জেলা|নেত্রকোনা জেলার]] আইথর নামক স্থানের অধিবাসী [[চন্দ্রকুমার দে]] [[মৈমনসিংহ গীতিকা]] সংগ্রহ করেন। [[দীনেশচন্দ্র সেন|ডক্টর দীনেশচন্দ্র সেন]] এই গানগুলো সম্পাদনা করে [[কলকাতা বিশ্ববিদ্যালয়]] হতে প্রকাশ করেন। পশ্চিমবঙ্গের [[আশুতোষ ভট্টাচার্য]] এবং বাংলাদেশের ড. মযহারুল ইসলাম সাম্প্রতিক সময়ে লোকসাহিত্য সম্পর্কে অনেক গবেষণামূলক গ্রন্থ প্রকাশ করেছেন।