সেবা প্রকাশনী: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Nazmus Sakib Rabbi (আলোচনা | অবদান)
সম্পাদনা সারাংশ নেই
১ নং লাইন:
{{unref}}
[[চিত্র:Sheba Prokashoni 2010.jpg|right|thumb|একুশে বই মেলায় সেবা প্রকাশনীর দোকান, ২০১০। চিত্রগ্রাহক ফয়জুল লতিফ চৌধুরী২০১০]]
 
'''সেবা প্রকাশনী''' বাংলাদেশের একটি সুপরিচিত প্রকাশনা সংস্থা। এটির প্রতিষ্ঠাতা [[বাংলা ভাষা|বাংলা ভাষার]] অন্যতম রহস্য-ঔপন্যাসিক [[কাজী আনোয়ার হোসেন]]। সেবা প্রকাশনী প্রতিষ্ঠিত হয় [[১৯৬৩]] খ্রিষ্টাব্দের [[মে]] মাসে।{{সত্যতা}} [[ঝিনুক পুস্তিকা|ঝিনুক পুস্তিকার]] পর [[পেপারব্যাক]] সাহিত্যের প্রতি বাংলাদেশের মানুষের আগ্রহ সৃষ্টির ব্যাপারে সেবা প্রকাশনী অগ্রণী ভূমিকা পালন করে।<ref name="Sheba and those Early Reading Years">{{cite news | title=Sheba and those Early Reading Years | url=http://archive.thedailystar.net/beta2/news/sheba-and-those-early-reading-years/ | accessdate=June 28, 2013 | newspaper=The Daily Star}}</ref> স্বয়ং [[হুমায়ূন আহমেদ]]ও এই প্রকাশনীতে লিখেছেন। তাঁর রচিত উপন্যাসের মধ্যে ''অমানুষ'' অন্যতম।
 
১২ ⟶ ১১ নং লাইন:
 
=== মাসুদ রানা সিরিজ ===
 
{{main|মাসুদ রানা}}
এটি একটি জনপ্রিয় গুপ্তচর কাহিনী সিরিজ। কাজী আনোয়ার হোসেনের রচিত। সিরিজের প্রথম প্রকাশ [[১৯৬৬]] খ্রিষ্টাব্দে। বর্তমানে অনেক বেনামী লেখক কাজী আনোয়ার হোসেনের নামে সিরিজের বইগুলো লিখে থাকেন। এটি প্রাপ্ত বয়স্কদের জন্য রচিত একটি সিরিজ। কিছু বইয়ের কিশোর সংস্করণ অঙ্গ সংস্থা [[প্রজাপতি প্রকাশন]] থেকে প্রকাশিত হয়েছে। এই গ্রন্থমালায় প্রথম প্রকাশিত বই [[ধ্বংস পাহাড়]]। অদ্যাবধি (২০১৩) এই গ্রন্থমালা অব্যাহত।
 
=== তিন গোয়েন্দা সিরিজ ===
 
{{main|তিন গোয়েন্দা}}
এটি সেবা প্রকাশনী থেকে প্রকাশিত সবচেয়ে জনপ্রিয় সিরিজ। [[১৯৮৫]] খ্রিস্টাব্দে প্রথম প্রকাশিত হয়। প্রথম দিকে [[রকিব হাসান|রকিব হাসানের]] রচনায় প্রকাশিত হলেও [[২০০৩]] খ্রিস্টাব্দ থেকে এটি [[কাজী আনোয়ার হোসেন|শামসুদ্দীন নওয়াব]] লিখছেন। এ সিরিজে রকিব হাসানের লেখা বইয়ের সংখ্যা ১৬০। এটি একটি বিদেশী কাহিনী অবলম্বনে রচিত কিশোর সিরিজ। প্রথম বই "তিন গোয়েন্দা"। এই বইটি ''কিশোর থ্রিলার'' হিসেবে প্রকাশিত হয়। ''সেবা''র একটি বিরাট মাইলফলক এই সিরিজটি। প্রথম দিক বিখ্যাত ইংরেজি গোয়েন্দা সিরিজ ''দ্য থ্রি ইনভেস্টিগেটর'' অবলম্বনে রচিত হলেও পরে অন্যান্য বই থেকেই নেয়া হয়েছে। বর্তমানে এর জনপ্রিয়তা কিছুটা কমে গেছে ভাল গল্পের অভাবে। গল্পগুলো রহস্য থেকে সাইন্স ফিকশনের দিকে মোড় নিয়েছে।
 
=== অয়ন-জিমি সিরিজ ===
 
ইসমাইল আরমান ধারা রচিত এই সিরিজের প্রথম গল্প "কালকুক্ষি" ১৯৯২ সালে প্রথম রচিত হয় । তখন তিনি ক্লাস টেনে পড়তেন। এই সিরিজের সর্বশেষ বই ২০১২ সালের বইমেলায় প্রকাশিত হয়। কালকুক্ষি, কালো মেঘ, বিপদের ছয়টি আঙুল, ভিক্টোরিয়ার হীরে, কিংবদন্তী, হারানো শুশুক (প্রায় মৌলিক) ইত্যাদি মৌলিক রচনা। তাছাড়া সাবাস অয়ন সাবাস জিমির বেশ কয়েকটা গল্প ও মৌলিক।
 
=== কিশোর হরর সিরিজ ===
 
এটি একটি কিশোর সিরিজ। টিপু কিবরিয়া কর্তৃক রচিত। এটিও বেশ জনপ্রিয় হয়। কিন্তু কালক্রমে এর জনপ্রিয়তা কিছুটা স্তিমিত হয়ে আসে।
 
=== গোয়েন্দা রাজু সিরিজ ===
 
শিশুদের জন্য রচিত গোয়েন্দা সিরিজ। লেখক আবু সাঈদ। প্রথম বই "মামার মন খারাপ"। বর্তমানে বন্ধ। তবে এই সিরিজ বেশ জনপ্রিয় হয়। উল্লেখ্য যে, লেখক আবু সাঈদ, [[রকিব হাসান|রকিব হাসানেরই]] ছদ্মনাম।
 
=== রোমহর্ষক সিরিজ ===
 
এটি একটি কিশোর সিরিজ। জাফর চৌধুরী রচিত। বর্তমানে বন্ধ। উল্লেখ্য যে, লেখক জাফর চৌধুরীও, [[রকিব হাসান|রকিব হাসানেরই]] ছদ্মনাম।
 
=== অনুবাদ সিরিজ ===
 
বিদেশী ভাষায় রচিত বইগুলোর অনুবাদ প্রকাশিত হয় এ সিরিজে। অনুবাদকদের মধ্যে [[কাজী আনোয়ার হোসেন]], [[রকিব হাসান]], [[শামসুদ্দীন নওয়াব]], [[শেখ আব্দুল হাকিম]], [[খসরু চৌধুরী]], নিয়াজ মোর্শেদ উল্লেখযোগ্য।
 
৫৪ ⟶ ৪৬ নং লাইন:
 
== প্রকাশিত পত্রিকা ==
 
সেবা প্রকাশনী থেকে বর্তমানে প্রকাশিত পত্রিকা মাসিক [[রহস্যপত্রিকা]]। রহস্যপত্রিকা এখনও সমান তালে প্রকাশিত হচ্ছে প্রতি ইংরেজি মাসের এক তারিখে। ৩৬/= মূল্যমানের এই পত্রিকাটি এখনও জিইয়ে রাখার প্রধান কাজটা পাঠকরাই করেন। সেবার জন্মলগ্ন থেকেই এই পত্রিকার প্রকাশনা চললেও স্বাধীনতা যুদ্ধের সময় কিছু দিনের জন্য বন্ধ থাকার পর পুনরায় ১৯৭৪ সাল হতে শুরু হয় এর প্রকাশনা। তাই ১৯৭৪ সালকেই ধরা হয় এর জন্মলগ্ন। এতে বর্তমানের অনেক খ্যাতনামা লেখকই লিখেছেন। এছাড়াও [[কিশোর পত্রিকা]] নামে একটি পত্রিকা প্রকাশিত হত যা বর্তমানে বন্ধ।
 
৬০ ⟶ ৫১ নং লাইন:
{{reflist}}
* ''সেবা প্রকাশনী'' মূল্যতালিকা ফেব্রুয়ারি, ২০১৩
* রহস্যপত্রিকা (যেকোন মাসের)
* [[দৈনিক প্রথম আলো]]র ''ছুটির দিনে''তে প্রকাশিত নিবন্ধ।
 
* "অয়ন-জিমি সিরিজের" তথ্যগুলো লেখক হতে সংগ্রহিত।
 
[[বিষয়শ্রেণী:বাংলাদেশের প্রকাশনী]]