ভারতের জাতীয় পতাকা: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Xqbot (আলোচনা | অবদান)
Bot: fr:Drapeau de l'Inde is a good article
তথ্য সুত্র ঠিক করা হয়েছে
২৫ নং লাইন:
[[চিত্র:British Raj Red Ensign.svg|left|thumb|alt=A British Red Ensign (a red flag with the Union Jack placed at the top left corner) charged with the Star of India (five pointed star inside a circular band tied at the bottom)|ব্রিটিশ ইন্ডিয়া রেড এনসাইন]] [[দ্বিতীয় বিশ্বযুদ্ধ|দ্বিতীয় বিশ্বযুদ্ধের]] সময় রেড এনসাইন ব্রিটিশ ভারতের প্রতিনিধিরূপে সর্বাপেক্ষা অধিক গুরুত্ব অর্জন করেছিল। [[সম্মিলিত জাতিপুঞ্জ]] এবং ১৯৪৫-৪৭ সময়পর্বে [[জাতিসংঘ|জাতিসংঘে]] এই পতাকাটিই ভারতের পতাকা হিসেবে ব্যবহৃত হত।<ref>http://www.crwflags.com/fotw/flags/in-colon.html</ref>
 
বিংশ শতাব্দীর প্রারম্ভে [[ব্রিটিশ রাজ|ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের]] অধীনতাপাশ থেকে মুক্তিলাভের উদ্দেশ্যে [[ভারতের স্বাধীনতা আন্দোলন]] তার গুরুত্ব অর্জন করতে শুরু করলে, একটি জাতীয় পতাকার প্রয়োজনীয়তা বিশেষভাবে অনুভূত হয়। ১৯০৪ সালে [[স্বামী বিবেকানন্দ|স্বামী বিবেকানন্দের]] [[আয়ারল্যান্ড|আইরিশ]] শিষ্যা [[ভগিনী নিবেদিতা]] ভারতের প্রথম জাতীয় পতাকার রূপদান করেন। এই পতাকাটি ''ভগিনী নিবেদিতার পতাকা'' নামে অভিহিত হয়। লাল চতুষ্কোণাকার এই পতাকার কেন্দ্রে ছিল [[বজ্র (হিন্দুধর্ম)|বজ্র]] ও [[:en: Nelumbo nucifera|শ্বেতপদ্ম]] সম্বলিত একটি হলুদ ইনসেট। পতাকায় "বন্দে মাতরম" কথাটি [[বাংলা লিপি|বাংলায়]] লিখিত ছিল। লাল রং ছিল স্বাধীনতা সংগ্রামের প্রতীক, হলুদ বিজয়ের ও শ্বেতপদ্ম পবিত্রতার প্রতীক।<ref name="FOTW">{{cite web|url=http://www.crwflags.com/fotw/flags/in.html|title=India|accessdate= 11 October 2006|last=Heimer|first=Željko|date=2 July 2006|work=Flags of the World}}</ref>
 
১৯০৬ সালের ৭ অগস্ট [[কলকাতা|কলকাতার]] পার্সিবাগান স্কোয়ারে [[বঙ্গভঙ্গ (১৯০৫)|বঙ্গভঙ্গ]] বিরোধী এক সভায় প্রথম ত্রিবর্ণরঞ্জিত পতাকা উত্তোলিত হয়। এই পতাকা উত্তোলন করেন [[শচীন্দ্রপ্রসাদ বসু]]। পতাকাটি ''[[কলকাতা পতাকা]]'' নামে পরিচিত হয়। এই পতাকায় উপরে, মধ্যে ও নিচে যথাক্রমে কমলা, হলুদ ও সবুজ রঙের তিনটি আনুভূমিক ডোরা ছিল। উপরের ডোরায় আটটি অর্ধ-প্রস্ফুটিত পদ্ম এবং নিচের ডোরায় সূর্য ও অর্ধচন্দ্র অঙ্কিত ছিল। মাঝে [[দেবনাগরী]] হরফে লিখিত ছিল "বন্দে মাতরম" কথাটি।<ref name="AICC">{{cite web|url=http://www.aicc.org.in/national-flag.htm|title=The National Flag|accessdate=2006-10-11|date=2004-06-16|publisher=Indian National Congress}}</ref>
৯০ নং লাইন:
স্বাধীনতাপ্রাপ্তির কয়েকদিন পূর্বে বিশেষভাবে গঠিত [[গণপরিষদ]] এই সিদ্ধান্তে উপনীত হয় যে ভারতের জাতীয় পতাকাকে সব দল ও সম্প্রদায়ের নিকট গ্রহণযোগ্য করে হতে হবে।<ref name="FOTW"/> এই কারণে, [[অশোকচক্র]] সম্বলিত গেরুয়া, সাদা ও সবুজ ত্রিবর্ণরঞ্জিত পতাকা গৃহীত হয়। [[সর্বপল্লী রাধাকৃষ্ণন]], যিনি পরবর্তীকালে ভারতের প্রথম [[ভারতের উপরাষ্ট্রপতি|উপরাষ্ট্রপতি]] হয়েছিলেন, তিনি গৃহীত পতাকার প্রতীকতত্ত্বটি ব্যাখ্যা করে নিম্নলিখিত ভাষায় তার গুরুত্ব বর্ণনা করেন:
 
{{cquote|''ভাগোয়া'' বা গেরুয়া রঙ ত্যাগ ও বৈরাগ্যের প্রতীক। আমাদের নেতৃবৃন্দকে পার্থিব লাভের প্রতি উদাসীন ও আপন আপন কাজে যত্নবান হইতে হইবে। মধ্যস্থলে সাদা আমাদের আত্মনিয়ন্ত্রণ ও স্বভাবের পথপ্রদর্শক সত্যপথ আলোর প্রতীক। সবুজ মৃত্তিকা তথা সকল প্রাণের প্রাণ উদ্ভিজ্জ জগতের সহিত আমাদের সম্বন্ধটি ব্যক্ত করিতেছে। সাদা অংশের কেন্দ্রস্থলে ''[[অশোকচক্র]]'' [[ধর্ম (হিন্দু দর্শন)|ধর্ম]] অনুশাসনের প্রতীক। ''[[সত্য]]'' ও ''ধর্ম'' এই পতাকাতলে কর্মরত সকলের নিয়ন্ত্রণনীতি হইবে। এতদ্ভিন্ন, চক্রটি গতিরও প্রতীক। স্থবিরতায় আসে মৃত্যু। জীবন গতিরই মধ্যে। পরিবর্তনকে বাধাদান ভারতের আর উচিৎ হইবে না, তাহাকে সম্মুখে অগ্রসর হইতে হইবেই। এই চক্রটি শান্তিপূর্ণ পরিবর্তনের গতিশীলতার প্রতীক।<ref name="NIC">{{cite web|url=http://mha.nic.in/nationalflag2002.htm |title=Flag Code of India|accessdate=11 October 2006|date=25 January 2006|publisher=Ministry of Home Affairs, Government of India |archiveurl = http://web.archive.org/web/20060110155908/http://mha.nic.in/nationalflag2002.htm |archivedate = 10 January 2006}}</ref>}}
 
== উৎপাদন প্রক্রিয়া ==
১৩৮ নং লাইন:
 
== পতাকাবিধি ==
২০০২ সালের পূর্বাবধি ভারতের সাধারণ নাগরিকবৃন্দ জাতীয় ছুটির দিনগুলি ছাড়া অন্য সময়ে জাতীয় পতাকা উড্ডয়নের অধিকারী ছিলেন না। শিল্পপতি [[নবীন জিন্দাল]] পতাকাবিধি ভঙ্গ করে তাঁর কার্যালয় ভবনের শীর্ষে জাতীয় পতাকা উড্ডয়ন করলে পতাকাটি বাজেয়াপ্ত হয় এবং তাঁকে সতর্ক করে দেওয়া হয় যে এই ধরনের বিধি ভঙ্গ করলে তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে। জিন্দাল [[দিল্লি হাইকোর্ট|দিল্লি হাইকোর্টে]] একটি [[জনস্বার্থ]] মামলা দায়ের করেন। তাঁর বক্তব্য ছিল, পূর্ণ মর্যাদা ও যথাযথ ব্যবহারবিধি অনুসরণ করে জাতীয় পতাকা উড্ডয়ন তাঁর নাগরিক অধিকারের মধ্যে পড়ে; কারণ এটি দেশের প্রতি তাঁর ভালবাসা ব্যক্ত করার একটি উপায়।<ref>{{cite news |url = http://www.rediff.com/news/2001/jun/13spec.htm
|date = 13 June 2001 |title = My Flag, My Country|accessdate = 2007-11-15|publisher = Rediff.com}}</ref><ref name="jindal">{{cite web | title= Union of India vs. Navin Jindal | work=Supreme Court of India | url=http://www.supremecourtonline.com/cases/9305.html | archiveurl=http://web.archive.org/web/20041224041041/http://www.supremecourtonline.com/cases/9305.html | archivedate=2004-12-24| dateformat=dmy | accessdate=1 July 2005}}</ref> মামলাটি [[ভারতের সুপ্রিম কোর্ট|সুপ্রিম কোর্টের]] হস্তান্তরিত হলে সর্বোচ্চ আদালত [[ভারত সরকার]]কে এই বিষয়টি পর্যালোচনার জন্য একটি কমিটি স্থাপনের নির্দেশ দেন। কেন্দ্রীয় ক্যাবিনেট জাতীয় পতাকাবিধি সংস্কার করেন এবং ২০০২ সালের ২৬ জানুয়ারি থেকে সংশোধিত বিধি চালু হয়। এই নতুন পতাকাবিধি অনুযায়ী মর্যাদা, গৌরব ও সম্মান অক্ষুন্ন রেখে যে কোনো নাগরিক বছরের যে কোনো দিনই জাতীয় পতাকা উত্তোলন করতে পারেন।
|url = http://www.rediff.com/news/2001/jun/13spec.htm
|date = 13 June 2001
|title = My Flag, My Country
|accessdate = 2007-11-15
|publisher = Rediff.com}}</ref><ref name="jindal">{{cite web | title= Union of India vs. Navin Jindal | work=Supreme Court of India | url=http://www.supremecourtonline.com/cases/9305.html | archiveurl=http://web.archive.org/web/20041224041041/http://www.supremecourtonline.com/cases/9305.html | archivedate=2004-12-24| dateformat=dmy | accessdate=1 July 2005}}</ref> মামলাটি [[ভারতের সুপ্রিম কোর্ট|সুপ্রিম কোর্টের]] হস্তান্তরিত হলে সর্বোচ্চ আদালত [[ভারত সরকার]]কে এই বিষয়টি পর্যালোচনার জন্য একটি কমিটি স্থাপনের নির্দেশ দেন। কেন্দ্রীয় ক্যাবিনেট জাতীয় পতাকাবিধি সংস্কার করেন এবং ২০০২ সালের ২৬ জানুয়ারি থেকে সংশোধিত বিধি চালু হয়। এই নতুন পতাকাবিধি অনুযায়ী মর্যাদা, গৌরব ও সম্মান অক্ষুন্ন রেখে যে কোনো নাগরিক বছরের যে কোনো দিনই জাতীয় পতাকা উত্তোলন করতে পারেন।
 
অন্যদিকে ভারতীয় সংঘ বনাম যশোবন্ত শর্মা মামলায়<ref>(2004) 2 SCC 510</ref><!-- Please expand/complete this ref --> পরিষ্কার জানিয়ে দেওয়া হয়, জাতীয় পতাকাবিধি বিধিবদ্ধ আইন না হলেও এই বিধির বিধিনিষেধগুলি জাতীয় পতাকার গৌরবরক্ষার্থে অবশ্য পালনীয়। জাতীয় পতাকা উড্ডয়নের অধিকার পরম অধিকার নয়; এটি অর্জিত অধিকার এবং সংবিধানের ৫১ ক ধারা অনুযায়ী এটি মান্য করা উচিত।
২১৮ ⟶ ২১৪ নং লাইন:
 
== তথ্যসূত্র ==
* {{cite web | title= Indian Standards | work=Bureau of Indian Standards | url=http://www.bis.org.in/sf/pow/txd.pdf|format=PDF| dateformat=dmy | accessdate=1 July 2005}}
* {{cite web | title= India | work=[[:en:FOTW|Flags of the World]] | url=http://www.crwflags.com/fotw/flags/in.html| dateformat=dmy | accessdate=30 June 2005}}
* {{cite web | title= India: Historical Flags | work=Flags of the World | url=http://www.crwflags.com/fotw/flags/in-hist.html| dateformat=dmy | accessdate=30 June 2005}}
* {{cite web | title= Flying the real tricolour | work=rediff.com interview | url=http://www.rediff.com/money/2002/jan/25flag.htm| dateformat=dmy | accessdate=1 July 2005}}
* {{cite web | title= My Flag, My Country | work=Rediff.com interview | url=http://www.rediff.com/news/2001/jun/13spec.htm| dateformat=dmy | accessdate=1 July 2005}}
* {{cite web | title= Flag Code amendment| work=Indiachild.com | url=http://www.indianchild.com/indian_flag_code.htm| dateformat=dmy | accessdate=1 July 2005}}
 
== আরও পড়ুন ==