উইকিপিডিয়া:সম্পাদনা নীতি: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Sufidisciple (আলোচনা | অবদান)
Sufidisciple (আলোচনা | অবদান)
৬ নং লাইন:
উইকিপিডিয়া হাজার হাজার সম্পাদকের অবদানের ফসল। প্রত্যেকেই কোনও না কোনও ভাবে অবদান রেখেছেন: কেউ গবেষণা দক্ষতার প্রয়োগ করেছেন, কেউ কারিগরি বিশেষজ্ঞের জ্ঞান প্রদান করেছেন, কেউ হয়ত দক্ষ লেখক, আবার কেউ হয়ত ছোটখাটো তথ্য যোগ করেছেন। সবচেয়ে বড় কথা, সবাই সাহায্য করতে, অবদান রাখার ব্যাপারে, উৎসাহ দেখিয়েছেন। উইকিপিডিয়ার সবচেয়ে ভাল নিবন্ধটিও তাই এক অর্থে এখনও সম্পূর্ণ নয়। প্রত্যেক নতুন সম্পাদক উইকিপিডিয়ার বিষয়বস্তুর মানোন্নয়নে নতুন ধারণা দিতে পারেন।
== উইকিপিডিয়ায় তথ্য সংযোজন ==
সম্পাদনাকারীগণকে নতুন নিবন্ধ তৈরী কিংবা বিদ্যমান নিবন্ধে তথ্য সংযোজন করে উইকিপিডিয়াতে নির্ভয়ে ব্যাপকভাবে তথ্য [[WP:BOLD|boldly]] সংযোজনের প্রতি উৎসাহ প্রদান করা হচ্ছে। তবে উইকিপিডিয়ার নিয়মানুযায়ী উইকিপিডিয়াতে ব্যবহুত তথ্য সমূহ অবশ্যই যাচাইযোগ্য হতে হবে এবং কোন মৌলিক গবেষণা ব্যবহার করা যাবেনা।