২০১৪-এর যাদবপুর বিশ্ববিদ্যালয় ছাত্র আন্দোলন: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
file deleted
Paagol (আলোচনা | অবদান)
সম্পাদনা সারাংশ নেই
২৩ নং লাইন:
'''২০১৪ সালের 'হোক কলরব' আন্দোলন''' বা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শুরু হওয়া ছাত্র আন্দোলন শুরু হয় [[ভারত|ভারতের]] [[কলকাতা]] শহরের [[যাদবপুর বিশ্ববিদ্যালয়|যাদবপুর বিশ্ববিদ্যালয়ে]] সেপ্টেম্বরের ১৩ তারিখে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী ঐ বিশ্ববিদ্যালয়েরই কিছু ছাত্রের বিরুদ্ধে তার উপর শ্লীলতাহানির অভিযোগ আনলে বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ সেই অভিযোগের যথাযথ মর্যাদা দেননি বলে জানা যায়। কতৃপক্ষের কাছে এই ঘটনার নিরপেক্ষ বিচারের দাবি নিয়ে প্রতিবাদে এগিয়ে আসেন বিশ্ববিদ্যালয়ের একদল ছাত্রছাত্রী। এরপর তাদের এই ধারাবাহিক বিক্ষোভ ও অবস্থানের খবর ধীরে ধীরে ছড়িয়ে পড়তে থাকে ফেসবুক এবং অন্যান্য সোশাল মিডিয়ায়, যেখানে প্রতিবাদজনিত যাবতীয় সংবাদ পর্যায়ক্রমিক ভাবে সম্প্রচারিত হতে থাকে #হোককলরব (#hokkolorob) হ্যাশট্যাগের সাথে। সেপ্টেম্বরের ১৬ তারিখ অব্দি ঘটতে থাকা ধারাবাহিক বিক্ষোভের পরও সমঝোতার সিদ্ধান্তে না-পৌঁছনো গেলে উপাচার্য সহ বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু অধ্যাপককে ঘেরাও করেন বিক্ষুব্ধ ছাত্রছাত্রীদের দল।
 
১৭ তারিখ মধ্যরাত্রে এই বিক্ষোভ সামলানোর জন্য বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে পুলিশের দল আসে এবং নির্মম ভাবে লাঠিচার্জ করে বিক্ষোভকারীদের উপর। পুলিশের লাঠিচার্জের সাথে সাথে তৃণমুল কংগ্রেসের কর্মচারীরাও ওইদিন বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করে ছাত্র দের গায়ে হাত তোলেন বলে জানা যায়। সংঘর্ষে গুরুতর ভাবে জখম হন ৪০ জন ছাত্র, সাথে গ্রেপ্তার করা হয় ৩৭ ছাত্রকে। এই ঘটনা সংবাদমাধ্যম এবং সোশাল মিডিয়ায় সম্প্রচারিত হলে প্রতিবাদে ফেটে পড়ে যাদবপুর বিশ্ববিদ্যালয় এবং প্রতিবাদ সংক্রামিত হতে থাকে কলকাতার বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রীদের মধ্যে। আন্দোলনে ধীরে ধীরে এগিয়ে আসে [[দিল্লি|দিল্লি]], [[মুম্বাই|মুম্বাই]], [[হায়দ্রাবাদ|হায়দ্রাবাদ]], বেংগালুরু সহ ভারতের বিভিন্ন শহরের আপামর ছাত্রসমাজ।<ref name="ju support 1">{{cite news|url=http://articles.economictimes.indiatimes.com/2014-09-20/news/54135425_1_police-lathicharge-jadavpur-university-protest-march|title=Protest in Delhi against police lathicharge on Jadavpur University students| newspaper=[[The Times of India]]|accessdate=22 September 2014}}</ref><ref name="ju support 2">{{cite news|url=http://www.dnaindia.com/mumbai/report-students-of-iit-mumbai-march-for-counterparts-at-jadavpur-university-2019680|title=Students of IIT Mumbai march for counterparts at Jadavpur University|newspaper=[[Daily News and Analysis]]| accessdate=22 September 2014}}</ref><ref name="ju support 3">{{cite news|url=http://www.deccanchronicle.com/140919/nation-current-affairs/article/jadavpur-university-fiasco-professor-steps-down-refuses-show |title=Jadavpur University fiasco: Professor steps down, refuses to show reason| newspaper=[[The Times of India]]|accessdate=22 September 2014}}</ref><ref>{{cite news|url=http://timesofindia.indiatimes.com/city/bangalore/Kolkata-students-find-voice-in-Blore/articleshow/43105653.cms | title=Kolkata students find voice in B’lore| newspaper=[[The Times of India]] | accessdate=22 September 2014}}</ref>আন্দোলনের ঢেউ এমনকি ছড়াতে থাকে দেশের বাইরেও। অচিরেই 'হোক কলরব' শব্দবন্ধটি হয়ে যায় বিশ্বব্যাপী এক ছাত্র আন্দোলনের মুখে মুখে ফেরা স্লোগান। ১৭ তারিখের পর থেকেই ধারাবাহিক ভাবে নানান মিছিল সংগঠিত হতে থাকে কোলকাতা শহরে, তা বিপুল আকার নেয় ২০ সেপ্টেম্বরের মহামিছিলে। ঐদিন দুপুর ২'টোয় নন্দন থেকে যে মিছিলটি বেরোয় তাতে হাঁটতে দেখা যায় অসংখ্য মানুষকে, কোলকাতা শহরের বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রীরা তো বটেই, মিছিলে ওদের সমর্থনে পা মেলান নানা বয়সের ও নানা পেশার মানুষও। মিছিলের শেষে ছাত্রছাত্রীদের মধ্যে থেকে কয়েকজনের প্রতিনিধিদল দল যখন দেখা করেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল কেশরী নাথ ত্রিপাঠির সাথে, বাকিরা তখন অবস্থানে বসেন কলকাতার মেয়ো রোডে পুলিশের ব্যারিকেডের মুখে।<ref>{{cite news|url=http://www.ndtv.com/article/cities/kolkata-protest-march-by-students-governor-intervenes-595359| title=Kolkata: Protest March by Students, Governor Intervenes| newspaper=[[NDTV]]| accessdate=23 September 2014}}</ref><ref name="yka">{{cite web|url=http://www.youthkiawaaz.com/2014/09/pictures-jadavpur-university-shows-power-solidarity-1-lakh-march-justice/| title=In Pictures: Jadavpur University Shows The Power Of Solidarity, Over 1 Lakh March For Justice!| website=Youthkiawaaz.com| accessdate=23 September 2014}}</ref>
 
বিভিন্ন সংবাদমাধ্যম কতৃক প্রচারিত পরিসংখ্যান গুলি থেকে অনুমান করা যায় ঐদিনে মিছিলের জনসমুদ্রে ছিলেন ত্রিশ হাজার থেকে এক লক্ষ মানুষ। বিক্ষুব্ধ মানুষের জোট ঐদিন একসাথে দাবি জানিয়েছিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে মধ্যরাতে লাঠিচার্জের মত ঘটনার প্রতিবাদে তার যোগ্য বিচার হিসেবে উপাচার্য অভিজিত চক্রবর্তীর পদত্যাগ এবং নির্যাতিতা মেয়েটির শ্লীলতাহানির উপযুক্ত নিরপেক্ষ তদন্ত জন্য।<ref name="yka"/><ref name="naach">{{cite news|url=http://timesofindia.indiatimes.com/city/kolkata/30000-march-in-rain-to-seek-Jadavpur-VCs-scalp/articleshow/43033605.cms# | title=30,000 march in rain to seek Jadavpur VC’s scalp| newspaper=[[The Times of India]]| accessdate=21 September 2014}}</ref><ref name="gaan">{{cite news|title=JU-bagh at heart of city|url=http://www.telegraphindia.com/1140921/jsp/bengal/story_18857210.jsp#.VCCwbPmSySo|newspaper=[[The Telegraph, Calcutta]]| accessdate=23 September 2014|date=21 September 2014}}</ref>